শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রী ফারিহা হক ওরফে টিনাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপর আসামি মাহাথির হাসান ১৬৪ ধারায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে টিনার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন। তাকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হত্যার নেপথ্য কারণ ও পরিকল্পনা স্পষ্টভাবে জানা সম্ভব হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টার দিকে র্যাব-১ এর একটি দল রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে অভিযান চালিয়ে টিনাকে গ্রেপ্তার করে।
এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন—মেহেরাজ ইসলাম, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, মো. হৃদয় মিয়াজী, মাহাথির হাসান, মো. আল কামাল শেখ ও ফারিহা হক (টিনা)।
এর মধ্যে মাহাথির হাসান এবং মো. আল কামাল শেখ ওরফে কামাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যরা বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল বনানী থানায় নিহত পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
