শিক্ষা

৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৪ নভেম্বর ২০২১, ০২:০৬ এএম

৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা
ছবি : সংগৃহীত

২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) এর পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বেলা ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত (প্রশ্নপত্রে উল্লিখিত সময়) এ পরীক্ষা হবে।

 ২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা ২৯ জানুয়ারি ২০২২-এ শেষ হবে এবং ২০১৮ সালের ডিগ্রি পাসের বিশেষ পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২২-এ শেষ হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

 এএন/