বুধবার, ১৫ মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

নির্বাচন সুষ্ঠ হয়নি, মানুষ খুশি না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সংসদ আছে সংসদ সদস্যের কোন মর্যাদা নাই। রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই। আমেরিকা এই নির্বাচন মেনে নিলো কি নিলো না সেইটা দেখার বিষয় না। আমার দেশের মানুষ খুশি হলো কিনা এইটা হলো বড় বিষয়। তবে আমি জানি নির্বাচন সুষ্ঠ হয়নি ও মানুষ খুশি না।

বঙ্গবীর বলেন, সরকার কোন স্বস্তিতে নাই। নির্বাচন যদি ৭০% হত তাহলে ভালো হতো, কিন্তু কোথাও ২৫% ভোট হয়নি, সরকার স্বস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুঁড়াতে হবে। এই সংসদ চলে না, জোর করে চালাচ্ছে। যেভাবে নির্বাচন করছে এই সরকার এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনিহা চলে এসেছে কেন্দ্রে না যাওয়ার। আমি নির্বাচন করেছি, অনিয়ম হয়েছে কিন্তু কথা হলো চুরের বিচার চুরের কাছে দিব নাকি। তাই কোথাও অভিযোগ দেয়নি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

২০১৮ সালের নির্বাচনের চাইতেও এবার ২০২৪ সালের নির্বাচন খারাপ হয়েছে বলে মন্তব্য করে কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই, যারা কেন্দ্রে না গেছে তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ ৫% ভোট দিতে যায় নাই, আর যারা অন্য দল করে তাদের ১% ভোটার ও ভোট দিতে যায়নি।

তিনি বলেন- বাসাইল-সখীপুরে ২৯ থেকে ৩০ হাজার ভোট চুরি করা হয়েছে। যারা ডিউটিতে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা চুরি করে তাহলে জাতী তাদের কাছ থেকে কি শিখবে। জাতী খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে। তাছাড়া আমার জন্য রাষ্ট্রের কোন ক্ষতি হয় এমন কোন কাজ আমি করব না। তাই তিনি নির্বাচনে অনিয়ম হলেও তা মেনে নিয়েছেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, আমি যদি সত্যি কারের হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছে, জাতী যদি মনে করে মুক্তিযোদ্ধাকে চায় না, দেশ স্বাধীন চাইনা? তাহলে বলবো আমি হেরে গেছি আর সাথে বঙ্গবন্ধু হেরে গিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

Header Ad

তুরস্ক হামাসকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে : এরদোয়ান

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক হামাসের পাশে থাকবে। তারা (হামাস) নিজেদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য এবং আনাতোলিয়াকে রক্ষার জন্য লড়াই করছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আনাতোলিয়া উপদ্বীপটি বর্তমানে তুরস্কের এশীয় অংশ নিয়ে গঠিত।

২০১১ সাল থেকে তুরস্কে হামাসের একটি অফিস রয়েছে। তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতকে মুক্ত করার জন্য হামাসের সাথে একটি চুক্তিতে সহায়তা করেছিল। প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার সাথে যোগাযোগ বজায় রেখেছেন। হানিয়া ঘন ঘন তুরস্ক সফর করেন।

আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের এক বৈঠকে এরদোয়ান বলেন, ‘ইসরায়েল গাজায় থামবে না। আর ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে এই দুর্বৃত্ত রাষ্ট্রটি শেষ পর্যন্ত প্রতিশ্রুত ভূমির ভ্রম নিয়ে আনাতোলিয়াকে টার্গেট করবে।’

তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ‘যারা গণহত্যায় জড়িত’ তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তারা বিচারের মুখোমুখি হবে আমরা তা নিশ্চিত করব।

যুদ্ধবিধ্বস্ত গাজায় তুরস্ক জাহাজে করে একাধিকবার সহায়তা পাঠিয়েছে। এছাড়া অবিলম্বে যুদ্ধ বন্ধে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে টার্গেট করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ একাধিকবার বক্তব্য দিয়েছেন। এ কারণে ইসরায়েলি নেতারা এরদোয়ানের সমালোচনাও করেছেন।

গাইবান্ধায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় বজ্রপাতে পৃথক দুটি স্থানে এক কৃষক সহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি নামক স্থানে ফুলমিয়া নামের কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ফুলমিয়া অন্যদের সাথে গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যায়। দুপুরে হঠাৎ করে বজ্রপাত হলে গুরুতর আহত হয় কৃষক ফুলমিয়া। আশে পাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । অপর দিকে প্রায় একই সময় জেলার সাঘাটা উপজেলার মুক্তি নগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শিপন মিয়া আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

১০৪ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৯ ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ১০৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

১৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৯ ঢাকা)।
পদের সংখ্যা: ০৬টি।
লোকবল নিয়োগ: ১০৪ জন।

১। পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ০১টি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২। পদের নাম: প্রধান সহকারী।
পদসংখ্যা: ১৯টি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩। পদের নাম: উচ্চমান সহকারী।
পদসংখ্যা: ২০টি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ২০টি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ২২টি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৬। পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ২২টি।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

চাকরির ধরন: অস্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল: সেগুনবাগিচা।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ৩০ মে ২০২৪।

সর্বশেষ সংবাদ

তুরস্ক হামাসকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে : এরদোয়ান
গাইবান্ধায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু
১০৪ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়
সরকার ও নাগরিকের মধ্যে অংশীদারিত্ব তৈরি হলে সমস্যা সমাধান সহজ হবে : তথ্য প্রতিমন্ত্রী
সাইফউদ্দিনকে রেখে তানজিম কেন দলে, ব্যাখ্যা দিলেন শান্ত-হাথুরু
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী
গাজায় কমপক্ষে দেড় হাজার ইসরাইলি সেনা নিহত
করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ
নির্বাচন ইস্যু পেছনে ফেলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু
সোনারগাঁয়ে ২৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
৬৩২ কোটি টাকায় এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার
ইসরায়েলকে নতুন করে অস্ত্র দেবে বাইডেন
ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ সড়কমন্ত্রীর
পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ল বাস, প্রাণ হারালেন ১৬ জন
ভিসা সম্পন্ন না করায় ছয় হজ এজেন্সিকে নোটিস
‘মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে নয়’ রায় স্থগিত
বিশ্বকাপ যাত্রার আগে টাইগারদের ফটোসেশন অনুষ্ঠিত
চিকিৎসক না হয়েও রোগী দেখতেন ওষুধ বিক্রেতা, গুণতে হলো জরিমানা
ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় নিহত ৫৮, চলছে উদ্ধার অভিযান