শুক্রবার, ২ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জাতীয় স্বার্থবিরোধী চুক্তি থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তিতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের মতামত ও রাজনৈতিক দলগুলোর সম্মতির বাইরে গিয়ে এমন কোনো চুক্তি করা উচিত নয়, যা দেশের সার্বভৌমত্ব বা স্বার্থের পরিপন্থী হতে পারে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “দয়া করে এমন কোনো চুক্তি করবেন না, যা দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এবং জনগণকে ও রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে করা হয়। এই দেশ কারও একার নয়, এটি সবার। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ গণতন্ত্রের পরিপন্থী।”

সমাবেশে ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “ড. ইউনূস একজন সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তি। তার প্রতি সম্মান রেখেই বলছি, রাজনৈতিক সংকট সমাধানে আমরা বহুবার অনুরোধ করেছি, অবিলম্বে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন। এই সংস্কারের ধারণা বিএনপিই প্রথম জাতিকে দিয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের সংকটময় পরিস্থিতিতে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি—যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, সেগুলো দ্রুত বাস্তবায়ন করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। যেসব বিষয়ে একমত নয়, তা পরবর্তীতে নবগঠিত সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যেতে পারে।”

তিনি বলেন, “আমরা শ্রমিকদের অধিকার এবং গণতান্ত্রিক কাঠামোর পক্ষে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজন একটি শক্তিশালী, স্বাধীন ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া।”

এই সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শ্রমিক সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। নেতারা সমবেত কণ্ঠে সরকারকে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিও জানান।

Header Ad
Header Ad

দুই সপ্তাহের মধ্যে সোনার দাম সর্বনিম্ন, ভবিষ্যতে বাড়ার ইঙ্গিত বিশ্লেষকদের

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে সোনার দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। গত দুই সপ্তাহের মধ্যে মূল্যবান ধাতুটি সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (১ মে) প্রতি আউন্স সোনা প্রায় ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে, যা গত ১৫ এপ্রিলের পর সর্বনিম্ন। একই সময়ে মার্কিন সোনার ফিউচার ২ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলার।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের কাছ থেকে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা ও ডলারের শক্তিশালী অবস্থান এই পতনের মূল কারণ। ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং শক্তিশালী ডলার সোনার ওপর চাপ সৃষ্টি করছে।”

ডলার ইনডেক্স বৃহস্পতিবার ০.৩ শতাংশ বেড়েছে, যা ডলারে লেনদেন হওয়া সোনাকে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে আরও ব্যয়বহুল করে তুলেছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। স্পট সিলভার ১.৮ শতাংশ কমে হয়েছে ৩১.৯৯ ডলার, প্লাটিনাম ১ শতাংশ কমে ৯৫৬.৬৩ ডলার, তবে প্যালাডিয়াম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪১.১০ ডলারে।

বিশ্ব অর্থনীতি ও মুদ্রানীতি ঘিরে আরও কয়েকটি বিষয় বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তার এই মন্তব্যে বাজারে আশাবাদ সৃষ্টি হলেও, প্রথম ত্রৈমাসিকের অর্থনৈতিক সংকোচন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও তৈরি করেছে।

ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা জানিয়েছেন, মুদ্রাস্ফীতি বা শ্রমবাজারে বড় সংকট দেখা না দিলে সুদের হার অপরিবর্তিত থাকবে। তবে বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন ২ মে প্রকাশিতব্য ননফার্ম পেরোলস (চাকরির হার) রিপোর্টের জন্য, যা ফেডের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি ওই রিপোর্ট দুর্বল আসে, তাহলে ফেড সুদের হার কমানোর দিকে যেতে পারে, যার ফলে স্বর্ণের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হতে পারে।

রয়টার্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো সোনার বার্ষিক গড় মূল্য ৩ হাজার ডলার ছাড়াতে পারে। অনেকে আশা করছেন, যদি বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পায় এবং ফেড মুদ্রানীতিতে নমনীয়তা দেখায়, তাহলে সোনা আবারও ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে।

সামগ্রিকভাবে, বর্তমান পতন সত্ত্বেও বিশ্লেষকরা স্বর্ণের ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির সম্ভাবনায় আশাবাদী।

Header Ad
Header Ad

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ জন

ছবি: সংগৃহীত

সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১ হাজার ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৬৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৬৮ জন বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিল থেকে ২৪ ঘণ্টায় দেশব্যাপী একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পাশাপাশি অভিযানে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি গুলির খোসা, একটি গুলি, ৫ রাউন্ড শর্টগানের শীশা বুলেট, ৫ রাউন্ড কার্তুজ ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, দেশজুড়ে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই অভিযানকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

খুচরা বাজারে কমেছে চালের দাম

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে মিনিকেট চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে। তবে মোটা ও সরু জাতের নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চালের দাম আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর মিরপুর, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। বাজারদর্শনে দেখা গেছে, মিনিকেট চালের দাম ব্র্যান্ডভেদে কমেছে।

গত সপ্তাহে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল কেজি প্রতি বিক্রি হচ্ছিল ৯০ টাকায়, যা এখন ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। ডায়মন্ড ব্র্যান্ডের চাল ৮৮ টাকা থেকে কমে ৮৫ টাকায় এবং রশিদ ব্র্যান্ডের চাল ৭৮ টাকা থেকে নেমে এসেছে ৭৬ টাকায়।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দামে। গত সপ্তাহেও এই চাল কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯২ টাকায়— অর্থাৎ ৮ টাকা কমে।

তবে সরু ও মোটা জাতের চালের দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে মানভেদে নাজিরশাইল চাল ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে কিছুটা দরপতনের প্রভাব খুচরা বাজারে পড়েছে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুই সপ্তাহের মধ্যে সোনার দাম সর্বনিম্ন, ভবিষ্যতে বাড়ার ইঙ্গিত বিশ্লেষকদের
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ জন
খুচরা বাজারে কমেছে চালের দাম
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার ২২ মোড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে বসছে সংকেতবাতি, কতটা কার্যকর হবে?
প্রথম দল হিসেবে আইপিএল থেকে বিদায় নিলো চেন্নাই সুপার কিংস
ইসকন নেতা চিন্ময়ের জামিন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিল হাসনাত আব্দুল্লাহ
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি টিইউসির
‘বাংলাদেশি’ তকমা দিয়ে ভারতে ভাঙা হচ্ছে মুসলমানদের বাড়ি (ভিডিও)
জিআই সনদ পেল কুমিল্লার ঐতিহ্যবাহী ‘খাদি’
জাতীয় স্বার্থবিরোধী চুক্তি থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের
আইপিএলে ‘রোবট কুকুর চম্পক’ নিয়ে আইনি বিপাকে বিসিসিআই
ট্র্যাফিক সিগন্যালে গাড়ি থামানোর সময় এমপিকে গুলি করে হত্যা
টানা কয়েকদিন বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার শঙ্কা
এসএসসি পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন, দায়িত্ব হারালেন সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষ
নাগরিক পার্টির কমিটি গঠনের দায়িত্বে আ’লীগ নেত্রীর মেয়ে
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক হযরত আলী
শ্রমিকদের গায়ের ঘাম আতর, সুগন্ধি, সৌরভের কারণ: জামায়াত আমির