শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী

ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “শাহবাগ কিংবা যমুনার সামনে বসে যা খুশি তা বলা যাবে না। এটি একটি স্বাধীন দেশ—এখানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সহ্য করা যায় না।”
সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, “শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, যমুনায়ও হতে পারত। কিন্তু যদি জাতীয় সংগীত গাওয়ার সময় বাঁধা দেওয়া হয়, বিএনপিকে ‘ভুয়া ভুয়া’ বলা হয় কিংবা কেউ ‘গোলাম আজমের বাংলা’ বলে শ্লোগান দেয়—তাহলে তা মেনে নেওয়া যায় না। এসব বক্তব্য আমাদের মনে দাগ কাটে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি।”
তিনি আরও বলেন, “মানুষ এখন আর বারবার মিছিল-মিটিং পছন্দ করে না। তারা আন্দোলনে ক্লান্ত। মানুষ এখন দেশ গড়তে চায়, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তাই আমাদের উচিত সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে যুক্ত হওয়া।”
বিএনপির রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে এ্যানি বলেন, “বিএনপিতে কখনোই ফ্যাসিবাদ ছিল না, একদলীয় শাসন ছিল না। আমরা সবাইকে নিয়ে দেশ চালিয়েছি, এখনো সবাইকে নিয়েই ভাবছি। তার প্রমাণ ৩১ দফা রূপরেখা।”
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাড. হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদনান সোহেল ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
