রাজনীতি

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১৫ জুন ২০২৫, ১২:৫২ পিএম

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন
মোস্তফা মোহসীন মন্টু। ছবি: সংগৃহীত

গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গণফোরাম নেতা মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে জানান, আজ রাত ৯টায় এলিফ্যান্ট রোডে মোস্তফা মহসীন মন্টুর জানাজা হবে।

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গত বছরের ৩০ নভেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে গণফোরাম। ইমেরিটাস সভাপতি হন ড. কামাল হোসেন।