
'ইজিবাইক শ্রমিকদের নিয়ে রাজনীতি শুরু হয়েছে'
৩০ মার্চ ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ০৯:০০ এএম

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, বরিশাল সিটি করপোরেশন শ্রমিকদের মধ্যে শৃঙ্খলা আনার নামে ইজিবাইক নিয়ে একটি রাজনীতি শুরু করেছে। ইজিবাইক শ্রমিকদের রাজনীতির খুটি বানোর চেষ্টা করছে। বারো বছর ধরে এই অন্দোলন করি।
আমরা সারাদেশে লাইন্সের দাবিতে এই আন্দোলন গড়ে তুলেছি। বিপদের সময় আপনাদের চেহারা আমরা দেখি নাই। ইজিবাইক শ্রমিকদের প্রতি আপনার যদি সহানুভূতি থাকতো তাহলে জনপ্রতিনিধি হিসেবে আপনার উচিত ছিলো বরিশালে ইজিবাইকের সঙ্গে জড়িত তিনটি সংগঠনের নেতাদের নিয়ে বসার।
পরে প্রকৃত চালকদের তালিকা নিয়ে যদি সমন্বিতভাবে সিরিয়াল নাম্বার দেয়ার উদ্যোগ নিতেন তাহলে আপনাকে সাধুবাদ জানাতাম। কিন্তু আপনি রাতের আধারে ফোন করে করে কাদের অনুমোদন দিচ্ছেন শ্রমিকরা জানতে চায়। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মাছ, মাংস চালের স্বাধীনতা চাইলে যদি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন কি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় না? রমজান মাসে সারাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে, কিন্তু বরিশালে এখন পর্যন্ত খোলা হয়নি, এতে কি ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে না? একদিকে শ্রমিকদের ওপর নীপিড়ন চলছে, আরেক দিকে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে। তার ওপরে দেখলাম বরিশাল সিটি করপোরেশন শ্রমিকদের মাঝে শৃঙ্খলার নামে ইজিবাইক নিয়ে রাজনীতি শুরু করেছে।
সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিক সভাপতিত্বে বক্তৃতা দেন কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইউব আলী, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এএজেড