সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভিপি ফরিদ উদ্দিন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তার সামনের দাঁত ভেঙে গেছে।

রবিবার (২২ জানুয়ারি) রাতে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ফরিদ উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিনের অভিযোগ, ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পুর নেতৃত্বে ২০-২৫ জন তার উপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে পাট মহলের মোড়ে হেলাল ডাক্তারের ফার্মেসিতে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালায় তারা।

প্রতক্ষ্যদর্শীরা জানান, হামলায় আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিনের সামনের দাঁত ভেঙে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করায় তিনি গুরুতর আহত হয়েছেন।

এদিকে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পু তা অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না।

ঘটনার পরপরই রাতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন তার নিজের ফেসবুক আইডিতে একটি প্রতিবাদ লিপি দেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, এ হামলায় সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। হামলার পর ঘটনাস্থলে গিয়ে ফরিদ উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসজি

Header Ad

পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং এবং মাহিরা খান। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আর পাকিস্তানের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তিনি দুবাইয়ে হাজির হয়েছিলেন অরিজিতের কনসার্ট শুনতে। তবে অরিজিৎ মঞ্চ থেকে ভিড়ের মধ্যে মাহিরাকে ঠিক চিনতে পারেননি। এ জন্য ক্ষমা চেয়েছেন এই গায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ। সেই গান শুনতে কনসার্টে হাজির ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

মাহিরা খান অরিজিতের মঞ্চের পাশে ভিআইপি আসনে বসে ছিলেন। কিন্তু অরিজিত প্রথমে তাকে দেখে চিনতে পারেননি। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিৎই। পাশাপাশি প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন।

গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা, আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।

কালো পোশাকে বসে ছিলেন মাহিরা। গায়কের কথা শুনে হেসে ওঠেন তিনি। এসময় অরিজিৎ বলেন, আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। জালিমা গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু, আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।

শাহরুখ খানের ‘রাইস’ সিনেমায় অভিনয় করেছিলেন মাহিরা খান। যেই সিনেমারই জনপ্রিয় একটি গান ‘জালিমা’। শাহরুখের গলায় এই গানটির কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ।

টাঙ্গাইলে গরমে স্কুলছাত্রীর হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি

গরমে অসুস্থ হয়ে পড়েছেন এক স্কুলছাত্রী। ছবি: ঢাকাপ্রকাশ

তীব্র দাবদাহ ও গরমে টাঙ্গাইলের ভূঞাপুরে হিট‌স্ট্রো‌কে ফারজানা আক্তার মিরা নামে এক স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ্যাল‌য়ে এ ঘটনা ঘটে।

এরপর বিদ্যালয়েই প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায় স্কুল কর্তৃপক্ষ। পরে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে ওই বিদ্যালয়েই প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায় স্কুল কর্তৃপক্ষ। ফারজানা আক্তার মিরা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

শিক্ষকরা জানান, স্কুল বির‌তি চলাকালীন সময়ে হঠাৎ ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী প্রচণ্ড গর‌মে শ্বাসকষ্ট শুরু হয়। প‌রে ওই ক্লা‌সের শিক্ষার্থীরা শিক্ষকদের জানা‌নোর পর তা‌কে অ‌ফিস রু‌মে নি‌য়ে আসা হলে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয় এবং স্থানীয় চি‌কি‌ৎস‌কের পরাম‌র্শে ওই ছাত্রী‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অ‌ফিসার ডা. সৃ‌ষ্টি তনুকা ব‌লেন, ওই শিক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভূত হ‌চ্ছে। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে রেফার্ড করা হ‌য়ে‌ছে।

এ ব্যাপারে ফলদা শ‌রিফু‌ন্নেছা বালিকা উচ্চ‌ বিদ্যালয়ের প্রধান স‌ন্তোষ কুমার দত্ত ব‌লেন, প্রচণ্ড তাপদা‌হের কার‌ণে ওই শিক্ষার্থী অসুস্থ‌ হ‌য়ে প‌ড়েছে। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। প‌রে স্থানীয় চি‌কিৎসক‌দের দি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, প‌রে ওই শিক্ষার্থীকে শিক্ষকদের সা‌থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সেখান থে‌কে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতা‌লে পাঠি‌য়ে‌ছেন কর্তব্যরত চি‌কিৎসকরা।

বিশ্বের সবচেয়ে বড় সাপের খোঁজ মিলল ভারতে!

গুজরাটে খুঁজে পাওয়া সাপের জীবাশ্ম। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় সাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ৪ কোটি ৭০ লাখ বছর আগের এই সাপের দৈর্ঘ্য ছিল প্রায় ৫০ ফুট। ভারতের গুজরাটের এই সাপের জীবাশ্ম খুঁজে পেয়েছেন গবেষকরা।

ভারথীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাসুকি ইন্ডিকাস নামে বিশাল আকারের এই সাপ এখন পর্যন্ত আবিস্কৃত সবচেয়ে বড় সাপ।

সাপের জীবাশ্ম। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রুর্কির একদল গবেষক এই জীবাশ্ম আবিষ্কার করেছেন। অধ্যাপক সুনিল বাজপাই ও দেবজিত দত্ত এই সংক্রান্ত একটি গবেষণা প্রবন্ধ লিখেছেন, যা প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক জার্নাল সাইন্টিফিক রিপোর্টসে।

দেবজিত দত্ত বলেন, হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী বাসুকি নামে এক বিশাল সাপ রয়েছে। মূলত তার নামানুসারেই এই আবিস্কৃত সাপের নাম রাখা হয়েছে ভাসুকি ইন্ডিকাস।

সাপের জীবাশ্ম। ছবি: সংগৃহীত

গবেষকদের দাবি, এই সাপ যে সময় পৃথিবীতে বিচরণ করত তখনকার ভূতত্ত্ব এখনকার চেয়ে অনেক আলাদা। বিখ্যাত সাপ টাইটানোবোয়ার আকৃতির সঙ্গে এর তুলনা করা যেতে পারে। কলম্বিয়ায় এই সাপের জীবাশ্ম পাওয়া যায়। এর দৈর্ঘ্য ৪৩ ফুট পর্যন্ত হতো। সে হিসেবে ভারতে পাওয়া বাসুকি বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

দেবজিত দত্ত বলেন, আমাদের ধারণা ভাসুকি কিছুটা নম্র প্রজাতির সাপ ছিল। এর ওজন হতে পারে ১ টনের মতো।

সর্বশেষ সংবাদ

পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং
টাঙ্গাইলে গরমে স্কুলছাত্রীর হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি
বিশ্বের সবচেয়ে বড় সাপের খোঁজ মিলল ভারতে!
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, যাবেন আপিলে
যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল
নওগাঁয় তাপমাত্রার পারদ ছাড়ালো ৪০.২ ডিগ্রি
জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন বুয়েটের ছাত্ররাজনীতি প্রত্যাশী ১৫ শিক্ষার্থী
স্কুল-কলেজ-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা
ধর্ষণ মামলায় আইডিয়ালের মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন
ঢেঁড়শে পোকার আক্রমণ, খরচ তোলা নিয়ে সংশয়ে কৃষকরা
নারী আম্পায়ার নিয়ে বিতর্ক, যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
যুদ্ধ করতে চায় না ইসরায়েলি সেনারা, বিপাকে নেতানিয়াহু
এবার ঝিনাইদহ উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
কারা বিক্রি করছে ফুটপাত, তালিকা চেয়েছেন হাইকোর্ট
এখনো উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া সেই শিশু
রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধের নির্দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে শিক্ষকদের উপর হামলার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে