ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মন্ত্রী বিজেড জামির আহমেদ খানের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুক্রবার (৩ মে) রাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যেতে প্রস্তুত।
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। হামলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ‘যুদ্ধ নয়, শান্তি’পন্থী অবস্থান দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেয়। তার রেশ না কাটতেই কংগ্রেসের মন্ত্রী জামির খানের এই ‘যুদ্ধমুখী’ বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
সংবাদ সম্মেলনে বিজেড জামির খান বলেন, “আমরা ভারতীয়, আমাদের পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রয়োজন হয়, আমি সবার আগে যাব। প্রয়োজনে আত্মঘাতী বোমা বেঁধেই পাকিস্তানে যুদ্ধে অংশ নিতে রাজি আছি।”
তিনি আরও বলেন, “আমি কৌতুক করছি না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করবো, যদি দেশের প্রয়োজন হয়, তাহলে আমাকে একটি আত্মঘাতী বোমা দিন। আমি পাকিস্তানে গিয়ে আমার দায়িত্ব পালন করবো।”
বিজেড জামির খানের এই মন্তব্য কংগ্রেসের অভ্যন্তরেই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না গিয়ে কাশ্মিরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছিলেন, যা দেশটির ডানপন্থী শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়ে।
বিজেড জামির খানের বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কিছু সমর্থক তাকে ‘দেশপ্রেমিক’ বলেও প্রশংসা করেছেন।
এদিকে কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।