সরকারের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির কথা মিলে গেছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত বিএনপির কথার সঙ্গে মিলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (১১ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড়বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মান্দারী ইউনিয়নের মিয়াপুর ভূঁইয়া বাড়ি নূরানী মাদরাসায় বিএনপির ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোট পর্যবেক্ষণকালে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বিএনপি যা চেয়েছে, তাই হয়েছে। বহু আগেই যদি সব রাজনৈতিক দলকে একত্র করে সরকার আলোচনায় বসত, তাহলে এই নিষ্পত্তি আরও আগেই সম্ভব হতো।”
তিনি বলেন, জনগণ সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চায়। কিন্তু সরকারের গড়িমসি, আলোচনা এড়িয়ে চলা এবং বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে মানুষ বারবার কষ্ট পাচ্ছে।
হাসিনার দ্রুত বিচার দাবি করে এ্যানি বলেন, “গণহত্যা, গুম, খুনের বিচার হলে একটি ফলাফল আসবে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের রাজনীতি করার অধিকার নেই। জনগণ চায় এই বিচার দ্রুত সম্পন্ন হোক। অন্তর্বর্তী সরকারের এখন দায়িত্ব—সব রাজনৈতিক দলকে নিয়ে দ্রুত বিচার কাজ সম্পন্ন করা।”
এসময় তিনি আরও বলেন, “আমরা ১৭ বছর ধরে এই বিচার চেয়ে আসছি। আন্দোলনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, কিন্তু এখনো কোনো দৃশ্যমান বিচার হয়নি। মানুষ জানতে চায়, এই বিচার প্রক্রিয়া এত ধীর কেন? হাসিনার বিচার দৃশ্যমান ও দ্রুত হলে মানুষ আশ্বস্ত হবে।”
একই সঙ্গে আন্দোলনে একসঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের আশঙ্কা নিয়ে তিনি বলেন, “যদি ঐক্য ভেঙে যায়, মানুষ কষ্ট পাবে। আমরা সেই কষ্ট দিতে চাই না। মানুষ এখন দেশ গড়তে চায়।”
এ সময় জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।
