সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘ডেঙ্গু শক সিনড্রোমে’ চলে যাচ্ছে শিশুরা

হঠাৎ করেই ডেঙ্গু ভয়ংকর রূপ ধারণ করেছে। আর তাতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে শিশুরা। এ পর্যন্ত ডেঙ্গুতে যত সংখ্যাক লোক মারা গেছে তারমধ্যে ৩৫ শতাংশই শিশু। আক্রান্তদেরও ৩৮ শতাংশ শিশু। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়ার পর খুব অল্প সময়েই ডেঙ্গু ‘শক সিনড্রোম’-এ চলে যাচ্ছে শিশুরা।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু শক সিনড্রোম হলে রোগীদের অনেকেই মারা যাচ্ছে। আগে যেমন ডেঙ্গুর একটা প্যাটার্ন ছিল। একটার পর একটা লক্ষণ বোঝা যেত এখন সেটা হয় না। এখন পুরো প্যাটার্নটাই পরিবর্তন হয়ে গেছে। এখন দেখা যায় একদিন দুই দিনের জ্বরেই ডেঙ্গু শক সিনড্রোমে চলে যায় রোগী এবং তাদের অনেকে মরণাপন্ন হয়ে পড়ে।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যে গাইডলাইন থাকে সেটা অুনসরণ করে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে পর্যাপ্ত ইকুইপমেন্ট ও জনবলের সংকট থাকায় সেটা সম্ভব হচ্ছে না।

চিকিৎসকরা বলছেন, এখন দেখা যায় একদিনেই একটা শিশু খারাপ অবস্থার দিকে যাচ্ছে। যা হওয়ার কথা না তাই হচ্ছে। যখন জ্বর কমে আসে তখন থেকে ৫-৭ দিন পর্যন্ত যে সময় থাকে তখনো শিশুর শারিরীক অবস্থা খারাপ হতে পারে। তাই জ্বর যখন কমে আসবে তখনো সাবধানে থাকতে হবে যাতে ‘শক সিনড্রোম’ বা খারাপ সময় আসতে না পারে।

নেই সঠিক গাইডলাইন

ডেঙ্গু সম্পর্কে ডাক্তারদের ওরিয়েন্টেশন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং একটা গাইডলাইনও তৈরি করেছে সরকার। কিন্তু সবার জন্যই একই গাইডলাইন তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি রোগীই আলাদা। কাজেই একটি ইন্ডিভিজুয়াল গাইডলাইন তৈরি করে বসে থাকলে সব রোগীকে ম্যানেজ করা যাবে না। একেক রোগীর একেক রকম প্রকাশ এবং তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হয়ত কিছু ডিফিকাল্টি আসছে।

আরেকটা হচ্ছে প্রেডিকশন। চিকিৎসকরা ধরেই নিচ্ছেন এই কয়টা ব্যবস্থা নিলেই ডেঙ্গু থাকবে না। কিন্তু এটা বুঝতে হবে যে এটি কোনো সময় খারাপ হবে তার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই।

পর্যাপ্ত ব্যবস্থা নেই, সংকট জনবলেরও

চিকিৎসকরা বলছেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু ম্যানেজমেন্টের প্রয়োজনীয় ব্যবস্থাও তেমন নেই। যেমন ঘণ্টায় ঘণ্টায় ব্লাড প্রেসার মাপা, রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা ইত্যাদি।

ডেঙ্গু রোগীকে অনেক সময় প্রেসার বাড়ানোর জন্য স্যালাইন দিতে হয়। ওই সময় হয়তো রোগী ভাল হয়। কিন্তু পরে রোগীর নানা সমস্যা তৈরি হয়। পরবর্তীতে পেটে বা ফুসফুসে পানি চলে আসে।

এবার মারাত্মক লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। একারণেই ওই সময়টায় আইসিইউ প্রয়োজন হচ্ছে। কিন্তু আইসিইউ তো বাংলাদেশে অল্প কয়েকটা হাসপাতালে আছে। ফলে ওই ধরনের ম্যানেজমেন্টে পাচ্ছে না এবং আলটিমেটলি বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।

সব ডেঙ্গু তো ক্রিটিকাল স্টেজে যাচ্ছে না। যে ডেঙ্গুগুলো ক্রিটিকাল স্টেজে যাচ্ছে তাদেরকে ম্যানেজ করার জন্য পর্যাপ্ত জনবল-হাসপাতাল-বেড স্বল্পতা রয়েছে বাংলাদেশে।

জানতে চাইলে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল-মামুন ঢাকাপ্রকাশ-কে বলেন, এখন সবাই চিন্তিত প্লাটিলেট কাউন্ট নিয়ে। রক্ত দেওয়া বা এটা-সেটা সেগুলো। এই ব্যাপারটা ঠিক এমন না।

তিনি বলেন, ডেঙ্গু শক সিনড্রোমে যেটা হয় সেটা হলো প্লাজমা লিকেজ। মানে আমাদের রক্তনালী থেকে কিছু উপাদান বাইরে চলে যায় এবং শরীরের প্রেসার ধরে রাখার জন্য যেগুলো দরকার সেগুলো বাইরে চলে যায়। আল্টিমেটলি ব্লাড প্রেসার কমে যায় এবং প্রেসার স্বাভাবিকে ফেরত নিয়ে না আসতে পারলে শিশুর অবস্থা খারাপ হয়ে যায়।

ডা. আল মামুন বলেন, আরেকটি বিষয় হলো ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য যে ধরনের হাসপাতাল বা যে ধরনের প্রিপারেশন দরকার যেমন ঘণ্টায় ঘণ্টায় ব্লাড প্রেসার মাপতে হবে। এখন কোনো পাবলিক হাসপাতালে ঘণ্টায় ঘণ্টায় ব্লাড প্রেসার মাপা যায়?

শুধুমাত্র আইসিইউ ছাড়া কোথাও ঘণ্টায় ঘণ্টায় ব্লাড প্রেসার মাপা, সার্বক্ষণিক যে জিনিসগুলো প্রয়োজন এগুলো আসলে সম্ভব না।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলেছে, হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিন থেকে ছয় দিনের মধ্যে ১৮ জন, ছয় থেকে নয় দিনের মধ্যে ছয়জন এবং নয় থেকে ৩০ দিনের মধ্যে তিনজন মারা গেছে।

এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৫৯২ জন। আক্রান্তের দিক থেকে যা গত দুই বছরের চেয়ে বেশি।

সর্বশেষ রবিবার (১৬অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন পাঁচ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন।

আরএ/

Header Ad
Header Ad

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর ছয় দিন আগেই দুবাইয়ে পৌঁছে গেছে টাইগাররা। গত শুক্রবার বিকেলে সেখানে পৌঁছানোর পর পরের দিনই আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ঠিক তার পরের দিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজ (সোমবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়, দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে। মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে পেসার তানজিম হাসান সাকিব বলেন, "আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি, তারপর বিশ্রাম নিয়েছি। আমাদের রিকভারি ভালো হয়েছে, অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের জন্য উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। কোন লেন্থে বল করলে ব্যাটারদের সমস্যা হবে, সেটাও বুঝতে চাই।"

তবে বাংলাদেশের বিপক্ষে যে পাকিস্তান দল খেলবে, সেটির কোনো খেলোয়াড়ই মূল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। পাকিস্তান স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও রয়েছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীর।

বাংলাদেশের স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

Header Ad
Header Ad

রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবিঃ সংগৃহীত

রমজানে সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল দেয়া হবে। চাল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি জানান, রমজানকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেয়া হবে। মার্চ-এপ্রিল মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে পৌঁছাতে ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধায়ন করবেন। এই কর্মসূচির আওতায় ঢাকায় ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে চাল বিক্রি হবে বলেও জানান তিনি।

আলী ইমাম মজুমদার আরও জানান, দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে। আবার খারাপ নির্বাচনও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়েই ভালো নির্বাচন হবে।

Header Ad
Header Ad

ঢাকায় সাংবাদিকদের উপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে : আরএসএফ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি গণমাধ্যম কর্মীদের উপর হামলা বৃদ্ধি পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই সংগঠনটি তাদের রিপোর্টে বলেছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে সাংবাদিকদের উপর লাঠি এবং হাতুড়ি দিয়ে আঘাতসহ গুরুতর হামলা বৃদ্ধি পাচ্ছে, এবং নিউজরুমে আক্রমণ চালানো হচ্ছে।

গত ১৪ ফেব্রুয়ারি আরএসএফ-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ অফিসার এবং রাজনৈতিক কর্মীরা মূলত এই হামলাগুলো চালাচ্ছে। তারা প্রতিটি অপরাধীর বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষর প্রতি আহ্বান জানায়।

আরএসএফ-এর দক্ষিণ এশিয়া ডেস্ক প্রধান সিলিয়া মেরসিয়ের বলেন, ২০২৪ সালের অগাস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর গণমাধ্যমের পরিবেশে উন্নতির আশা সৃষ্টি হলেও, সাংবাদিকদের নিরাপত্তা অনিশ্চিতই রয়ে গেছে।

তিনি বলেন, “গত কয়েক দিনে সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণ মিডিয়ার বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। রিপোর্টিং করার সময় আক্রমণ করা হচ্ছে, লেখার জন্য শারীরিকভাবে প্রতিশোধ নেয়া হচ্ছে, এবং বিক্ষোভকারীরা নিউজরুমে হামলা করছে।”

বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরে প্রতিবেদনে আরও বলা হয়, প্রকাশিত প্রতিবেদন মুছে ফেলার দাবিতে হামলা হয়েছে। রাজনৈতিক কারণে হামলার পাশাপাশি সাংবাদিকদের কাজে পুলিশের বাধা প্রদান ও আক্রমণ হয়েছে।

রিপোর্টে বলা হয়, ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আনুমানিক ২০ জন সমর্থক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এটিএন নিউজ-এর জাভেদ আক্তারকে আক্রমণ করে। এনটিভির হাসান জাবেদ এবং দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু আক্তারকে সাহায্য করার জন্য এগিয়ে আসলে তাদেরও আক্রমণ করা হয়। সাংবাদিকরা ওই সময়ে একটি মামলায় রায় কাভার করতে গিয়েছিলেন।

‘একদিন পরেই, ইন্ডিপেন্ডেন্ট২৪ টিভি’র মোহাম্মাদ ওমোর ফারুক, একাত্তর টিভি’র সাইয়েদ মাইনুল আহাসান মারুফ এবং অন্যান্য সাংবাদিকদের উপর বিক্ষোভকারীরা হামলা করে। ঐ সময় তারা ঢাকা ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ও স্মৃতি জাদুঘর ভাঙ্গার ঘটনা কাভার করছিল। পুলিশ কোন হস্তক্ষেপ করেনি’ উল্লেখ করা হয় আরএসএফ’র প্রতিবেদনে।

এতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি ৬ জন সাংবাদিক আক্রান্ত হয় পুলিশের হাতে। দ্য রিপোর্ট লাইভ-এর কাওসার আহমেদ রিপন, কালের কণ্ঠ থেকে আসিফ-উজ জামান এবং মুহাম্মাদ মাহাদি, বাংলাদেশ প্রতিদিন-এর আজহার রাকিব, জাগো নিউজ-এর মোহাম্মাদ রাদওয়ান এবং ব্রেকিং নিউজ-এর শিমুল খানকে পুলিশ লাঠি দিয়ে পিটায়, ঘুষি এবং লাথি দেয়। আহত সাংবাদিকরা জানায়, তাদের প্রেস কার্ড দেখানো সত্ত্বেও পুলিশ তাদের ইচ্ছা করে হামলা করে।

‘ঢাকার বাইরে শরিয়তপুরে কয়েকজন সাংবাদিক তাদের কাজের জন্য নৃশংসতার মুখে পড়ে। গত ৩ ফেব্রুয়ারি, সমকাল-এর প্রতিনিধি সোহাগ খানের উপর হাতুড়ি এবং ছুঁড়ি দিয়ে হামলা চালানো হয়। একটি ক্লিনিকের অবহেলা নিয়ে প্রতিবেদন করায় ক্লিনিকের মালিকের ভাই এবং তার সাঙ্গপাঙ্গরা আক্রমণ করে। অন্য তিনজন সাংবাদিক – নিউজ২৪ টিভি’র বিধান মজুমদার ওনি, বাংলা টিভি’র নয়ন দাস এবং দেশ টিভি’র শফিউল ইসলাম আকাশ সহকর্মীর সাহায্যে এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদের উপরও হামলা চালায়।’

সহিংসতার এসব ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে মিডিয়া পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিতে হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওাতায় নিয়ে আসার দাবি জানিয়েছে আরএসএফ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
ঢাকায় সাংবাদিকদের উপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে : আরএসএফ
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা ৫ দিনের রিমান্ডে  
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২০  
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি  
সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা  
তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন    
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন    
আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি
ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর    
বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত  
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার
গঙ্গা পানি চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ে জয়শঙ্করের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার
মিঠাপুকুরে এক যুগেও চালু হয়নি ইকোপার্ক, শত কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত
কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি
‘হজযাত্রী প্রতি অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’
হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি: অবস্থান কর্মসূচির ঘোষণার পর খুলল ৬ জলকপাট