ভয়ংকর হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, নজর নেই সরকারের 

৩০ ডিসেম্বর ২০২২, ১১:০৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ এএম


ভয়ংকর হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, নজর নেই সরকারের 

বাতাসে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক কণা। এই প্লাস্টিক কণা মানবশরীরে ঢুকে সৃষ্টি করছে নানা রোগ। এটি মরণঘাতী হিসেবে আবির্ভূত হলেও সরকারের এদিকে নজর নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

গবেষকরা বলছেন, পানি থেকে শুরু করে প্রতিদিনের খাবার-সবখানেই মিশে আছে এই মরণঘাতক মাইক্রোপ্লাস্টিক।চলতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। 

গবেষকরা বলছেন, মানবসভ্যতার জন্য হুমকি হয়ে উঠবে এই প্লাস্টিক। নিত্যব্যবহার্য এই বস্তটি আরও উন্নত করে পচনশীল করা না গেলে মানবসভ্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে বলে মনে করছেন তারা। গবেষকদের সুপারিশ হলো, প্লাস্টিক যাতে পরিবেশের সঙ্গে মিশে যায় তেমন উপায় বের করতে হবে। না হলে এর ব্যবহার বন্ধ করতে হবে।

প্লাস্টিকের আবিষ্কার ১৯৫০ সালে। ইংরেজ উদ্ভাবক আলেক্সান্ডার পার্কস প্লাস্টিক আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৩০ কোটি মেট্রেক টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে। এর মধ্যে প্রায় ৬৩০ কোটি মেট্রিক টন প্লাস্টিক পরিণত হয়েছে আবর্জনায়। মাত্র ৯ শতাংশ প্লাস্টিকের পুনর্ব্যবহার করা হয়। ১২ শতাংশ পুড়িয়ে ফেলা হয়। বাকি প্রায় ৮৯ শতাংশ প্লাস্টিক বর্জ্য হিসেবে রয়ে যায় প্রকৃতিতে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে প্রতিদিন প্রায় ২৪৯ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়। এটি ২০৫২ সালের মধ্যে বেড়ে প্রতিদিন ৪২৮ টনে গিয়ে দাঁড়াতে পারে। এসব বর্জ্যের মধ্যে সিঙ্গেল-ইউজ বোতল, বাসনকোসন, স্যাশে অন্যতম। এসব বর্জ্যের ৫৬ শতাংশই সংগ্রহ করা হয় না। এ কারণে বাংলাদেশ পরিণত হয়েছে প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ একটি দেশে।

প্লাস্টিক নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন নাসার কোলাবরেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম ও তার দল। তাদের গবেষণাতেই ধরা পড়ে শুধু পানিতেই নয় বাতাসেও ছড়িয়ে পড়ছে মারাত্মক প্লাস্টিক কণা। 

ড. আব্দুস সালাম ঢাকাপ্রকাশ-কে বলেন, এতদিন তেজস্ক্রিয় গ্যাস হাইড্রোকার্বনসহ বাতাসে নানারকম গ্যাস ও বস্তুকণার উপস্থিতি পাওয়া গেলেও এবারই প্রথম পাওয়া গেল প্লাস্টিক কণা। এগুলো অতিক্ষুদ্র।  

খাবার ও শ্বাসনালীর মাধ্যমে এই প্লাস্টিক কণা মানবশরীরে ঢুকে সৃষ্টি করছে নানা জটিল রোগ এমনটা জানিয়ে ড. আব্দুস সালাম বলেন, রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বাচ্চাদের সবচেয়ে হলিফুড যে মায়ের দুধ সেই দুধেও মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি। পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাাল আর এই মাইক্রোপ্লাস্টিকের ক্যানসার রোগীর সংখ্যাও দিনদিন বাড়ছে। 

প্রতিকার হিসেবে মাস্ক পড়া, প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা  ছাড়াও নিত্য ব্যবহার্য্য পণ্যে এর ব্যবহার বন্ধ করার কথা উল্লেখ করেন ড. আব্দুস সালাম। 

এ সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম দূষণ রোধে উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিতে বলছেন। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, তারা দূষণের জন্য দায়ী তাদের উপরই দূষণ রোধের দায়িত্ব দেওয়ার কথা বলাটা বোধ হয় হাস্যকর। 

সম্প্রতি এক অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, বিশেষ করে বেভারেজ কোম্পানিগুলো কোমল পানীয় বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে। তারা ব্যবসা করে পরিবেশের দূষণ করবে এটা হতে পারে না। প্লাস্টিক দূষণ রোধ করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই দায়িত্ব নিতে হবে। তবে জনগণকেও যত্রতত্র প্লাস্টিক বোতল ফেলা বন্ধ করতে হবে। 

আরইউ/এমএমএ/


তদন্তের প্রয়োজনে ড. ইউনুসকে ডাকা হয়েছে, আসা না আসা তার ব্যাপার :দুদক চেয়ারম্যান

০৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩৬ এএম


তদন্তের প্রয়োজনে ড. ইউনুসকে ডাকা হয়েছে, আসা না আসা তার ব্যাপার :দুদক চেয়ারম্যান
ড. মুহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন তাই ডেকেছেন। ড. মুহাম্মদ ইউনুস দুদকে আসবেন কি না, এটা তার ব্যাপার।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব করা হয়েছে। আগামী ৪ ও ৫ অক্টোবর ‍দুদকের জিজ্ঞাসাবাদ চলবে।

এদিন বিকেলে দুদক চেয়ারম্যান বলেন, কাউকে জিজ্ঞাসাবাদের বিষয়টি কমিশনের কাজ নয়। মামলা হবে কি, হবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় দুদক। এ ব্যাপারে মামলা হয়েছে, এখন তদন্ত কর্মকর্তা ঠিক করবেন কাকে ডাকবেন তিনি। যাকে প্রয়োজন মনে করবেন তাকে ডাকবেন। তার নিজস্ব বিষয় এটা।

তিনি আরও বলেন, তলবের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর জানতে পেরেছি আমি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন, তাই ডেকেছেন। তিনি আসলে ভালো, আর না আসলে সেটা তার ব্যাপার।

এছাড়া ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, কেন হয়রানি করা হবে তাকে। শ্রমিকদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে কারখানা পরিদপ্তর থেকে তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে তদন্ত করেছে দুদক এবং মামলা হয়েছে। আপনারা এটাকে কেন হয়রানি বলছেন?

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি।

 

 


আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে :ওবায়দুল কাদের

০৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩৭ এএম


আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে :ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।ফাইল ছবি

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই।

মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনও চিন্তা নেই, এটা সঠিক সময় অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।

দেশের জনগণকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার রাতের ঘুম হারাম।


অবৈধ সরকারকে বিদায় করেই ঘরে ফিরব: বিএনপির আমির খসরু

০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩২ এএম


অবৈধ সরকারকে বিদায় করেই ঘরে ফিরব: বিএনপির আমির খসরু
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি সংগৃহিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবৈধ সরকারকে বিদায় করেই তার পর আমরা ঘরে ফিরব।

মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ২ ঘণ্টাব্যাপী রোডমার্চ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমির খসরু মাহমুদ চৌদুরী।

তিনি বলেন, মানবতার মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে চিকিৎসা করা খুবই জরুরি কিন্তু সরকার নানান রকম দোহাই দিয়ে কালক্ষেপণ করছে।

তিনি বলেন, একটি অবৈধ সরকার ক্ষমতা টেকানোর জন্যে একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে। তাদের ভয়, বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান, তবে তাদের ক্ষমতাচ্যুত হতে হবে, তবে তারেক রহমান দেশে চলে আসবেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান বক্তা বেগম সেলিমা রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া,বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং একদফা আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

অনুসরণ করুন