মঙ্গলবার, ৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

অলিখিত ফাইনালে মুখোমুখি শেখ জামাল-আবাহনী

লিগ ম‌্যাচে সাধারণত ফাইনাল খেলা হয় না। পয়েন্ট টেবিলে সবার থেকে এগিয়ে থাকা দলটিই চ‌্যাম্পিয়ন হয়। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণী ম‌্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

শনিবার (১৩ মে) লড়াইয়ে অবতীর্ণ হবে বর্তমান চ‌্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী। যেহেতু অলিখিত ফাইনাল তাই এখানে আর কোনো সমীকরণ নেই। নেই বাইলজের কোনো হিসাব-নিকাশ। জয়-ই একমাত্র সমীকরণ! বাইলজ তখনই আসবে যদি বৃষ্টির কারণে খেলা পরিত‌্যক্ত হয়। অবশ‌্য রিজার্ভ ডে আছে পরের দিন। তাতেও ফয়সালা না হলে আসবে বাইলজ। এই বাইলজে আবার এগিয়ে শেখ জামাল। প্রথম লিগে তারা মুখোমুখি লড়াইয়ে জয়ী হয়েছিল।

শেখ জামাল ও আবাহনীর লড়াইটা এবারের লিগের শুরু থেকেই চলে আসছে। শুরুতে এই দুই দলের সঙ্গে আরও একাধিক দল ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা একে একে হারাধনের ছেলেদের মতো খসে পড়তে থাকে। ক্রমেই স্পষ্ট হয়ে উঠে দুই দলের আধিপত‌্য। প্রথম পর্ব শেষ করে দুই দল সমান ২০ পয়েন্ট করে নিয়ে। কিন্তু শেখ জামালের কাছে আবাহনী হেরে যাওয়ায় বাইলজ অনুযাযী শেখ জামালই শীর্ষে থাকে।

সুপার লিগ শুরু হলে প্রথম ম‌্যাচেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে শেখ জামাল হেরে যাওয়ায় আবাহনী শীর্ষে উঠে যায় নিজেদের ম‌্যাচ জিতে। সেই শীর্ষ স্থান তারা ধরে রেখেছিল সুপার লিগের তৃতীয় রাউন্ড পর্যন্ত। চতুর্থ রাউন্ডে গিয়ে আবাহনী শীর্ষস্থান হারায় সেই গাজী গ্রুপের কাছে হেরে গিয়ে। এই রাউন্ডে আবার শেখ জামাল নিজেদের ম‌্যাচ জিতে আবাহনীর সমান পয়েন্ট অর্জন করে। দুই দলের পয়েন্ট হয় ২৬ করে। কিন্তু প্রথম পর্বে যেহেতু আবাহনী হেরেছিল শেখ জামালের কাছে। তাই বাইলজে আবার শেখ জামাল উঠে যায় শীর্ষে। তবে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অলিখিত ফাইনালে পয়েন্ট টেবিলের এক কিংবা দুইয়ে থাকার কোনো মূল‌্য নেই। চ‌্যাম্পিয়ন হতে হলে জিততে হবেই।

ব‌্যাট হাতে আবাহনীর দুই ইনফর্ম ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ৮৬৪ ও এনামুল হক বিজয় ৭৬২ রান করে শীর্ষ রান সংগ্রাহকের প্রথম দুটি স্থানে আছেন। পিছিয়ে নেই শেখ জামালের ব‌্যাটসম‌্যানরাও। তাদের ফজলে মাহমুদ রাব্বি ৬৩১ ও সাইফ হাসান ৬৩০ রান করে আছেন চার ও পাঁচে। তিনে আছেন ৬৩৬ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জের ভারতীয় ক্রিকেটার চেরাগ জানি।

দুই দলের এই চার ব‌্যাটসম‌্যান ছাড়াও শেখ জামালের অমিত হাসান ৪৯৬ রান করে দলের ভরসার প্রতীক হয়ে আছেন। আবাহনীর হয়ে এ আশা দেখাচ্ছেন আফিফ হোসেন ৪৯০ রান করে। এ ছাড়া শেখ জামালের হয়ে সৈকত আলী ৪৫৮ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৪২২ রান করে দলকে এ পর্যন্ত নিয়ে আসতে বড় ভূমিকা পালন করেছেন। এরকম রান সংগ্রাহক আবাহনীর ক্ষেত্রে আছেন তাদের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি করেছেন ৩৭৩ রান।

ব‌্যাট হাতে শীর্ষ দুইটি স্থান যেমন আবাহনীর ব‌্যাটসম‌্যানদ্বয়ের, তেমনি বল হাতে শীর্ষ স্থান শেখ জামালের বোলার ভারতের পারভেজ রাসুলের। তিনি নিয়েছেন ৩১ উইকেট। এখানে আবাহনীর হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম। তিনি নিয়েছেন ২২ উইকেট। শেখ জামালের উইকেটশিকারির তালিকায় আছেন আরিফ আহমেদ ২০টি, শফিকুল ইসলাম ১৬টি, তাইবুর রহমান ১১টি। আবাহনীল এই তালিকা সমৃদ্ধ করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ১৮, তানজিম হাসান সাকিব ১৫, রকিবুল হাসান ১২ উইকেট নিয়ে। এই ম‌্যাচে শেখ জামাল মৃত‌্যুঞ্জয় চৌধুরীর অভাব খুব বেশ অনুভব করবে। লিগে ১৫ উইকেট নেওয়া এই বোলার জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়ায় বর্তমানে দলের সঙ্গে আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল‌্যান্ডে আছেন।

প্রিমিয়ার লিগের শুরু থেকেই তিনটি করে ম‌্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। আগামীকাল শনিবার শেষ দিনও আছে তিনটি ম‌্যাচ। কিন্তু ফতুল্লায় প্রাইম ব‌্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম‌্যাচের দিকে খুব একটা নজর থাকবে না কারও।

এমপি/এসজি

Header Ad

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে একজন নিহত, যান চলাচল স্বাভাবিক

কাভার্ডভ্যানের সংঘর্ষে দুমরে মুচরে যাওয়া ট্রাক। ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে সুজন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়‌কের উপ‌জেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরা‌তৈল নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত সুজন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপু্র গ্রামের মো. মজিবুরের ছেলে। তিনি ট্রাক চালক ছিলেন।

আহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের একলাজুর রহমানের ছেলে ইবরাহীম (৩৫), নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আফাজের ছেলে বাবুল (৫০) ও একই উপজেলার বাসিন্দা মো. আজাহার (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী ট্রা‌কের সা‌থে উত্তরবঙ্গগামী কাভার্ডভ‌্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাক চালক ছিঁটকে সড়কে পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার হেলপারসহ ট্রাকে থাকা ৩ জন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো প্রেরণ করেন।

এদিকে, দুই পরিবহনে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬ থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা।

অপরদিকে, মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক-কাভার্ডভ্যান সরাতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। সকাল ৮ টার দিকে অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও আরেকজনকে সিরাজগঞ্জ এনায়েতপুর খাঁজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়ক বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীর গতি ও যানজট সৃষ্টি হয়েছিল। পরে দুর্ঘটনা কবলিত দুইটি পরিবহন রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

স্বাভাবিক রুটিনে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গত কয়েক দিন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচিতে পাঠদান চলছিল। গরম কমে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বিদ্যালয়ও ফিরেছে স্বাভাবিক সময়সূচিতে।

মঙ্গলবার থেকে শিক্ষাপঞ্জি অনুযায়ী আগের সময়সূচিতে পুরোদমে চালু হয়েছে ক্লাস।

সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারে শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে।

উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে একজন নিহত, যান চলাচল স্বাভাবিক
স্বাভাবিক রুটিনে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু
উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, দুই নম্বর হুঁশিয়ারি সংকেত
হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম
অ্যান্ড্রয়েড ফোনে ভয়ংকর ত্রুটির খোঁজ, নিরাপত্তাঝুঁকিতে শতকোটি ব্যবহারকারী
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারও বিএনপিকে দাওয়াত করা হবে: ওবায়দুল কাদের
গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি
আপাতত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই: জনপ্রশাসনমন্ত্রী
ঝিনাইদহ-১ উপনির্বাচন স্থগিত
প্রিমিয়ার লিগে বিধ্বংসী বোলিংয়ে নতুন রেকর্ড গড়লেন রাজা
দুদকের ‘ধাওয়ায়’ বিদেশ পালিয়েছেন বেবিচকের ৭ কর্মকর্তা
জনগণকে কবর দিয়ে আ.লীগ ক্ষমতায় থাকতে চায়: রিজভী
‘মঙ্গল গ্রহে গেলেও সেরা ক্লাব হবে রিয়াল মাদ্রিদ’
আমার জীবনের পাঁচটা বছর আমি গাঁজা খেয়ে নষ্ট করেছি : হানি সিং
মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাসায় টাকার পাহাড়
স্বামীকে মাঠে খাবার দিতে গিয়ে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু
এক ফোনে ২ সিম ব্যবহার করলেই গুণতে হবে বাড়তি খরচ