বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী মেসি, সিদ্ধান্ত নেবেন সময়মতো

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন উঠছে—লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ সালের বিশ্বকাপে? বারবারই আশাব্যঞ্জক ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এবারও তার কথায় সেই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি ‘সিম্পিলিমেন্টে ফুটবল’ নামক এক সাক্ষাৎকারে মেসি বলেন, তিনি ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাবছেন এবং দলে থাকতে চান। তবে সিদ্ধান্ত নেবেন নিজের শারীরিক ও মানসিক ফিটনেস বিবেচনা করে।

“নিজের প্রতি সৎ থাকতে হবে আমাকে। আমি যদি দেখি যে বিশ্বকাপে খেলার মতো ফিট আছি, দলকে সাহায্য করতে পারব—তবেই সিদ্ধান্ত নেব। আমি কোনোভাবেই দলের বোঝা হতে চাই না।” — বললেন মেসি।

আগামী জুনে ৩৮ বছরে পা রাখবেন তিনি, আর ২০২৬ বিশ্বকাপে বয়স হবে ৩৯। এমন বয়সে বিশ্বকাপ খেলাটা সহজ নয়। তাই মেসি বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যাচাই করে এগোচ্ছেন।

সাক্ষাৎকারে তিনি ফিরেছেন ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের কথায়ও, যেখানে আর্জেন্টিনা হেরে গিয়েছিল জার্মানির কাছে। এ প্রসঙ্গে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নিজের একটি তুলনা টেনেছেন তিনি।

“এমবাপ্পে ২০২২ বিশ্বকাপ ফাইনালে চার গোল করেও জিততে পারেনি। এটা অনেকটা আমার ২০১৪ সালের অনুভূতির মতো। যদিও তার কাছে ২০১৮ সালের একটি বিশ্বকাপ শিরোপা আছে, সেটা একটা সান্ত্বনা। কিন্তু ওই হার আমার জন্য মানসিকভাবে খুবই কষ্টদায়ক ছিল। এখনো ভাবলে মনে হয়, আমারও দুটি বিশ্বকাপ থাকতে পারত।”

তবে কাতারে বিশ্বকাপ জয়ের পর মেসি নিজেকে পরিপূর্ণ মনে করছেন। তিনি বলেন, “আমার আর কিছু চাওয়ার নেই। ফুটবলে যা কিছু অর্জন করা সম্ভব, আমি তা পেয়েছি। বিশ্বকাপটাই শুধু ছিল না, সেটাও এখন আছে। ঈশ্বরের প্রতি আমি কৃতজ্ঞ—তিনি আমাকে সব দিয়েছেন।”

Header Ad
Header Ad

সিসিডিবির তিনমাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত

ছবি : ঢাকাপ্রকাশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সক্ষম জনগোষ্ঠী তৈরীতে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) তাদের ক্লাইমেট প্রোগ্রামের আওতায় ৭ম বারের মতো তিনমাসব্যাপী একটি ফ্ল্যাগশিপ ট্রেনিং প্রদান করেছে।

আজ বুধবার (৩০শে এপ্রিল) সিসিডিবি ক্লাইমেট সেন্টারে ‘ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন এন্ড মিটিগেশন’ শীর্ষক এই ফ্ল্যাগশীপ ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান (পিএইচডি)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর চন্দন চার্লস গোমেজসহ জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত আরো অনেকেই।

অনুষ্ঠানে ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, “জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যা ঠ্যাকাতে প্রতিটি পর্যায়ের সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এধরণের ফ্ল্যাগশিপ ট্রেনিং জনগণকে দক্ষ করে তুলতে আরো বেশি সহায়তা করবে।”

সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার বলেন, “জলবায়ু পরিবর্তন নিয়ে বহু বছর যাবত সিসিডিবি কাজ করছে। এরই অংশ হিসেবে ৭ম বারের মতো আমরা ফ্ল্যাগশীপ ট্রেনিং প্রদান করছি। বৈশ্বিকভাবে আবহাওয়া এবং জলবায়ুর যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে তা একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। আমরা চেষ্টা করছি এমন একটি জনগোষ্ঠী তৈরী করতে যারা জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারবে।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

প্রসঙ্গত, সিসিডিবি অন্যান্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছে। তারই প্রয়াস থেকে চালু করা এই ফ্ল্যাগশিপ ট্রেনিং এর বিশেষত্ব হলো এটি বাংলাদেশের একমাত্র জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্টেনিং যা অংশগ্রহণকারীদের ক্লাসরুমের বাইরে এনে হাতে কলমে শিক্ষা প্রদান করে থাকে। তিনমাসের এই ট্রেনিং -কে তিনটি ধাপে ভাগ করে প্রতি মাসে একসপ্তাহ জুড়ে অংশগ্রহণকারীরা একত্রিত হয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। এর প্রথম এবং শেষ সপ্তাহ সিসিডিবি ক্লাইমেট সেন্টারে আয়োজন করা হলেও, মাঝের এক সপ্তাহ অংশগ্রহণকারীরা ভ্রমণ করেছিলো জলবায়ু ঝুকিপূর্ণ এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। সেখানে তারা জলবায়ু পরিবর্তনের রিয়েলটাইম ইমপ্যাক্ট এবং সলিউশন সম্পর্কে হাতেকলমে শিক্ষা গ্রহণ করেছে।

Header Ad
Header Ad

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন

ইসকন নেতা চিন্ময় দাস। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় আটক প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া।

অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “আজকের জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিতে আর কোনো বাধা নেই।”

এর আগে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময়ের জামিন চেয়ে রুল জারি করেছিলেন। আজ রুল নিষ্পত্তি করে তাকে জামিন দেওয়া হলো।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরে ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের পর ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। সেদিন চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। চলতি বছরের ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে আবেদন করেন চিন্ময় দাস, যার শুনানি আজ শেষ হয়।

Header Ad
Header Ad

অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার

প্রীতম হাসান ও জেফার রহমান। ছবি: সংগৃহীত

গান ও অভিনয়ে সমানতালে জনপ্রিয়তা পাওয়া প্রীতম হাসান এবার নতুন এক রোমান্টিক ওয়েব ফিল্মে জুটি বাঁধতে যাচ্ছেন গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানের সঙ্গে। এই প্রথমবারের মতো অভিনয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। ওয়েব ফিল্মটির নাম ‘তুমি আমি শুধু’, যেটি পরিচালনা করছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

নির্মাতা গণমাধ্যমকে জানান, “এই প্রজেক্টটি দুই বছর আগে পরিকল্পনা করা হয়েছিল। তখন জেফার অভিনয়ে আসেনি। ইচ্ছা ছিল এই কাজ দিয়েই তাকে অভিনয়ে নিয়ে আসব। তবে সময়ের কারণে কিছুটা পিছিয়ে যায় বিষয়টি, এবং এর মধ্যেই জেফার অন্য কিছু প্রজেক্টে অভিনয় করে ফেলে।”

তিনি আরও বলেন, “প্রীতম ও জেফারকে নিয়ে নতুন এক স্ক্রিন-জুটি তৈরির চিন্তা থেকেই এই কাস্টিং করা হয়েছে। দর্শক এখানে নতুন কিছু পাবে। কাস্টিংয়ে আরও কিছু চমক থাকছে।”

 

প্রীতম হাসান ও জেফার রহমান। ছবি: সংগৃহীত

ওয়েব ফিল্মটির শুটিং শুরু হচ্ছে আগামী ৪ মে থেকে। ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও কক্সবাজারে হবে এর দৃশ্যধারণ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হচ্ছে ফিল্মটি। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে এর কাজ।

উল্লেখ্য, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে, আর জেফার অভিনয় করেছেন শিহাব শাহীনের নির্মিত ‘অ্যালেন স্বপন সিজন ২’-তে। এদিকে, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমার মাধ্যমে নির্মাতা শিহাব শাহীন দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিসিডিবির তিনমাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন
অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার
পুতিন ইউক্রেনে শান্তি চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প
প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নেত্রকোণায় পুলিশ ডেকে বন্ধুকে ফাঁসিয়ে হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
একটু আদরে আমাকে রাখো: মাহি
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ধসে ৮ জন নিহত, তদন্তে কমিটি গঠন
হাসিনা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: ফখরুল
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
সৌদি আরবে পৌঁছেছেন ৩২৬৯ হজযাত্রী
বিএনপি নেতা আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল
গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
রেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
৪০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
১৯ দিন পর কারামুক্ত আলোচিত মডেল মেঘনা আলম
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪
উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় মামলা