অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি রয়েছে। এই বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী।”
আজ (বুধবার) বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয় ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে অনুষ্ঠিত এই মহড়ায় বিমানবাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন ড. ইউনূস।
তিনি বলেন, “আমি যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা চাই না। তবে যুদ্ধপ্রস্তুতিরও একটা বিপজ্জনক দিক আছে। কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় চোখ বন্ধ রাখা চলে না। এই পরিবেশে যুদ্ধের প্রস্তুতি না রাখা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। আর প্রস্তুতি নিলে সেটা পূর্ণমাত্রায় নিতে হয় - অর্ধেক প্রস্তুতির কোনো স্থান নেই।”
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অর্থনীতি এখন দুর্বল। বিগত সরকারের কারণে অর্থনীতি লুট হয়ে গেছে। এ পরিস্থিতিতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। এতে শুধু বাহিনীর নয়, দেশের মানুষের মনোবলও বাড়বে।”
বিমানবাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “বিমানবাহিনী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে। তারা দেশীয় প্রযুক্তির ব্যবহারে আত্মনির্ভরতার উদাহরণ তৈরি করেছে। সরকারও অত্যাধুনিক প্রযুক্তির সরবরাহ ও সহযোগিতায় সর্বাত্মক ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে এবং পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রেখে একটি আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র গড়তে বিমানবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।”