শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মেসিই হলেন ‘ফিফা দ্য বেস্ট’

গুঞ্জনটাই সত্য হলো। লিওনেল মেসির হাতে উঠল ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড। সোমবার দুই ফরাসি প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন আর্জেন্টাইন খুদেরাজ। ১৪ বছরে সপ্তমবার এই ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন মেসি।

গেল বছর ক্যারিয়ার সেরা সাফল্য পেয়েছেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড। মধ্যপ্রাচের দেশ কাতারে জিতেছেন বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা। তখন থেকেই শোনা যাচ্ছিল, আরও একবার ফিফা দ্য বেস্ট হতে চলেছেন তিনি। শেষতক সেটাই হলো।

ভোটিংয়ে ৫২ পয়েন্ট পেয়েছেন মেসি। এমবাপ্পে পেয়েছেন ৪৪ ও বেনজেমা ৩৪। পুরস্কার বুঝে নেওয়ার পর মেসি বলেছেন, ‘বাহ, এটা আশ্চর্যজনক। দুর্দান্ত একটি বছর পার করেছি। এই পুরস্কারটি জিততে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’

আর্জেন্টাইন খুদেরাজ যোগ করেন, ‘আমার সতীর্থরা (পাশে) না থাকলে আমি এখানে থাকতে পারতাম না। আমি যে স্বপ্নটি এতদিন ধরে দেখেছি তা অর্জন করেছি। খুব কম লোকই এটা অর্জন করতে পারে এবং আমি ভাগ্যবান বলেই এটা করতে পেরেছি।’

এসএন

Header Ad
Header Ad

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পরিবহন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ-এর প্রতিষ্ঠাতা মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন। শনিবার (১০ মে) দুপুরে তিনি লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

হানিফের আগমনের খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন। তিনি বলেন, “স্যার এখনো বিমানবন্দরে আছেন। তাকে স্বাগত জানাতে আমরা সবাই এসেছি।”

বিমানবন্দরে মো. হানিফকে স্বাগত জানাতে উপস্থিত হয় হানিফ এন্টারপ্রাইজের শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী। তাদের বহনের জন্য আনা হয়েছিল কোম্পানির নিজস্ব ৩৫টি বাস।

জানা যায়, ২০১০ সালের দিকে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি দেশের বাইরে চলে যান এবং দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন। তবে প্রবাসে থেকেও তিনি হানিফ এন্টারপ্রাইজের নীতিনির্ধারণী সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন।

Header Ad
Header Ad

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তার স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এবং বড় ভাই তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। পাশে ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।

এদিকে, ঢাকায় অবস্থানকালে ডা. জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (CSF) সদস্যদের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গেও চলছে নিরাপত্তা সমন্বয়।

প্রসঙ্গত, আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি বিএফ শাহীন কলেজে পড়াশোনা করেন এবং পিতার চাকরিসূত্রে বেড়ে ওঠেন চট্টগ্রামের ষোলশহরে। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কোকো। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান তিনি।

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দীর্ঘদিনের শত্রুতা ও সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে অবশেষে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে রাতভর আলোচনা শেষে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজেদের অসাধারণ বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতার জন্য দুই দেশকে অভিনন্দন।”

ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
তিনি বলেন, “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চেয়েছে, তবে কখনোই আমাদের সার্বভৌমত্ব নিয়ে আপস করিনি।”

অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে বলেন, “স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গুলিবর্ষণ ও সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। আজ (শনিবার) বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর থেকেই সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

ভারত প্রথমে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে আঘাত হানে, যেখানে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করে তারা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় অপারেশন বুনইয়ানুম মারসুস, যেখানে ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে ফেলার দাবি করে ইসলামাবাদ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান
ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প
মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবক আটক
চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল
শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের সেরা একাদশে হামজা চৌধুরী
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান