শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

উৎসবের রাতেও পেলেকে স্মরণ করল সবাই

উৎসবের রাতে পেলেকে ভুলে যায়নি ফিফা। বরং অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তিকে স্মরণ করা হয়। শুধু কিছু শব্দে দায় সারেনি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। পেলেকে বিশেষ স্বীকৃতিস্বরূপ ট্রফি উৎসর্গ করেছে তারা, যা গ্রহণ করেছেন তার স্ত্রী মার্সিয়া আওকি।

প্যারিসের মঞ্চে আওকিতে ডাকেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো। পেলের স্ত্রী মঞ্চের দিকে পা বাড়াতে করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা হল। তখন বুঝতে বাকি ছিল না যে ফুটবলের রাজার প্রতি কতটা শ্রদ্ধা ও ভালোবাসা সবার হৃদয়ে।

সোমবার ফিফা অ্যাওয়ার্ড নাইটে পেলের ক্যারিয়ারের কিছু দারুণ মুহূর্তও তুলে ধরা হয় বড় পর্দায়। এরপরই বিশেষ ট্রফি দেওয়া হয় আওকিকে। বিশেষ এই সম্মাননা পাওয়ার পর তিনি বলেন, ‘ফিফার এই শ্রদ্ধাঞ্জলি পাওয়া সত্যিই অনেক বড় সম্মানের।’

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি এই ফুটবলারের স্মরণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘পেলে সম্পর্কে আমরা কী বলতে পারি? এক কথায়, পেলেই ফুটবল। আমরা তাকে হারিয়েছি, আমরা তাকে অনেক মিস করি কিন্তু পেলে চিরন্তন।’

এসএন

Header Ad
Header Ad

জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নিয়মতান্ত্রিক রাজনীতি করতে চায়— এমন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতীয় পার্টি। তিনি বলেন, “আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। অতীতে আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করেছিল, তখনও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।”

শনিবার (১০ মে) জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জিএম কাদের বলেন, “যদি গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে, তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় গণহত্যার জন্য দায়ী সংগঠনগুলোর বিষয়েও প্রশ্ন উঠবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা ঘটেছিল সেই সময়।”

তিনি আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয়ভাবে অংশ নিয়েছে। তিনি বলেন, “রংপুরে আমাদের দুই নেতা শহীদ হয়েছেন, চারজন কারাবরণ করেছেন। অথচ এখন সেই আন্দোলনে আমাদের ভূমিকা অস্বীকার করা হচ্ছে। এমনকি ছাত্র হত্যার মামলায় অন্যায়ভাবে আমাদের আসামি করা হচ্ছে।”

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “২০১৪ সালে আমি নিজে নির্বাচন বর্জন করেছিলাম, তখন আমি মন্ত্রী ছিলাম। পরেও আমাকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়, আমি প্রত্যাখ্যান করি। ২০১৮ সালে বিএনপিসহ সব দল নির্বাচনে অংশ নিয়েছিল, তাহলে কি তারা আওয়ামী লীগকে বৈধতা দেয়নি? ২০২৪ সালের নির্বাচনে আমাদের দলকে ভাঙনের মুখে ফেলে, চাপে ফেলে অংশ নিতে বাধ্য করা হয়।”

তিনি আরও বলেন, “আমরা যদি বেআইনি কিছু করে থাকি, তাহলে সেটা জনগণই নির্বাচনের মাধ্যমে বিচার করবে। জনগণের রায়ই শ্রেষ্ঠ বিচার।”

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম প্রিন্স, সদস্য সচিব মো. আরিফ আলীসহ পার্টির সিনিয়র নেতারা ও ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতারা।

Header Ad
Header Ad

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পরিবহন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ-এর প্রতিষ্ঠাতা মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন। শনিবার (১০ মে) দুপুরে তিনি লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

হানিফের আগমনের খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন। তিনি বলেন, “স্যার এখনো বিমানবন্দরে আছেন। তাকে স্বাগত জানাতে আমরা সবাই এসেছি।”

বিমানবন্দরে মো. হানিফকে স্বাগত জানাতে উপস্থিত হয় হানিফ এন্টারপ্রাইজের শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী। তাদের বহনের জন্য আনা হয়েছিল কোম্পানির নিজস্ব ৩৫টি বাস।

জানা যায়, ২০১০ সালের দিকে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি দেশের বাইরে চলে যান এবং দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন। তবে প্রবাসে থেকেও তিনি হানিফ এন্টারপ্রাইজের নীতিনির্ধারণী সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন।

Header Ad
Header Ad

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তার স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এবং বড় ভাই তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। পাশে ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।

এদিকে, ঢাকায় অবস্থানকালে ডা. জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (CSF) সদস্যদের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গেও চলছে নিরাপত্তা সমন্বয়।

প্রসঙ্গত, আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি বিএফ শাহীন কলেজে পড়াশোনা করেন এবং পিতার চাকরিসূত্রে বেড়ে ওঠেন চট্টগ্রামের ষোলশহরে। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কোকো। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়: জিএম কাদের
১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান
ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প
মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবক আটক
চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল
শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের সেরা একাদশে হামজা চৌধুরী
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার