মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি

ছবি: সংগৃহীত
লিওনেল মেসির দারুণ এক গোলও ইন্টার মায়ামিকে বড় পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ এক ম্যাচে মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মায়ামি।
রোববার (১১ মে) সকালে অনুষ্ঠিত এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে মেসির দল ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরাজয় হিসেবে রেকর্ড হয়ে গেছে। এর আগে সর্বোচ্চ তিনবার ৩-১ ব্যবধানে হেরেছিল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিনেসোটা। ৩২তম মিনিটেই লংওয়ানের গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্টনি মার্কানিকের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে মেসিরা। অবশেষে ৬৫তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি, যদিও আগের চার ম্যাচে ছিলেন গোলবঞ্চিত।
মেসির সেই গোলে মায়ামির সমর্থকরা কিছুটা আশাবাদী হলেও খুব দ্রুতই সেই আশা ভেঙে যায়। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মায়ামির ডিফেন্ডার মার্সেলো উইগান্ট। এরপর মাত্র দুই মিনিট পর, দূরপাল্লার এক চোখধাঁধানো শটে চতুর্থ গোলটি করেন মিনেসোটার রবিন লুদ।
এই পরাজয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে কলম্বাস ক্রু।
