বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: কয়েক ঘণ্টায় টিকিট শেষ, দর্শকদের হতাশা

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইপর্বের বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছিল মঙ্গলবার (২৭ মে) দুপুর ১টা থেকে। তবে শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম।
সাইটে প্রবেশ করলে এখন দেখা যাচ্ছে “টিকিট বিক্রি বন্ধ” বার্তা। ফলে মাঠে বসে প্রিয় খেলোয়াড়দের খেলা উপভোগ করতে চাওয়া হাজারো দর্শক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতিখার ইফতি জানান, দুপুর ১টা থেকে বিক্রি শুরু হওয়ার পর মাত্র দেড় ঘণ্টার মধ্যেই বরাদ্দকৃত টিকিটের প্রায় ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে। তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি, বলেও জানিয়েছেন, টিকিট সংক্রান্ত চূড়ান্ত তথ্য দিতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউসকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বর্তমানে তিনি টিকিট সংক্রান্ত একটি বৈঠকে ব্যস্ত এবং পরবর্তীতে বিস্তারিত জানাবেন। ফলে টিকিট বিক্রির মোট পরিমাণ নিয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এ ম্যাচ ঘিরে আগ্রহের পারদ অনেক উঁচুতে। কারণ একদিকে জাতীয় দলের ম্যাচ, অন্যদিকে সংস্কারের পর নতুন রূপে সাজানো ঢাকা জাতীয় স্টেডিয়াম—সব মিলিয়ে সরাসরি মাঠে বসে খেলা উপভোগ করতে উদগ্রীব সমর্থকরা।
তবে টিকিফাইয়ের দুর্বল প্রস্তুতি ও টেকনিক্যাল গোলযোগে সেই আগ্রহ অনেকের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রাথমিকভাবে টিকিট বিক্রি শুরুর কথা ছিল শনিবার দুপুর ১২টায়, কিন্তু তা আট ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এরপরও সাইট চালু থাকলো মাত্র কয়েক মিনিট। বাফুফে এক বিবৃতিতে দাবি করে, সাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছিল। এ ঘটনায় ফুটবল ফেডারেশন দুঃখ প্রকাশ করলেও সমস্যার পুনরাবৃত্তি থামছে না।
