রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ছয় গোলের থ্রিলারে বার্সেলোনাকে রুখে দিল ইন্টার মিলান

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এক নাটকীয়, উত্তেজনাপূর্ণ ও ছয় গোলের রোমাঞ্চে বার্সেলোনাকে রুখে দিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। বুধবার (৩০ এপ্রিল) রাতে বার্সার অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ডসংখ্যক দর্শকের সামনে দুই দলই দেখিয়েছে এক অসাধারণ লড়াই, যার ফলাফল—৩-৩ গোলে ড্র।

ম্যাচের শুরুতেই বাজিমাত করেন ইন্টারের মার্কাস থুরাম। ম্যাচ শুরুর মাত্র ১ মিনিটেই ডেনজেল ডামফ্রিজের ক্রস থেকে চমৎকার ব্যাকহিল করে ইন্টারকে এগিয়ে দেন তিনি। ২১ মিনিটে আবারও ডামফ্রিজের ম্যাজিক—দিমারকোর কর্নার থেকে আকেরবির পাসে দুর্দান্ত অ্যাক্রোব্যাটিক ভলিতে ব্যবধান করেন ২-০।

তবে শুরুতে দুই গোল খেয়ে যেন আরও ক্ষিপ্র হয়ে ওঠে বার্সেলোনা। ২৩ মিনিটে বার্সার উদীয়মান তারকা লামিন ইয়ামাল একক নৈপুণ্যে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের কৌশলী শটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। এরপর প্রথমার্ধের শেষদিকে পেদ্রির চতুর ফ্লিকে রাফিনিয়ার দারুণ কন্ট্রোল, আর সেখান থেকে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা—২-২।

দ্বিতীয়ার্ধে ইনজুরিতে ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ মাঠ ছাড়লে বদলি হয়ে আসেন মেহেদি তারেমি। ৬০ মিনিটে কর্নার থেকে ডামফ্রিজের দুর্দান্ত হেড—এবার নিজের জোড়া গোল পূর্ণ করে আবারও এগিয়ে নেয় ইন্টারকে।

কিন্তু বার্সাও থামেনি। ৬৭ মিনিটে ছোট কর্নার থেকে রাফিনিয়ার শট পোস্টে লেগে ফেরত আসে, যা গোলরক্ষক ইয়ান সোমারের পিঠে লেগে বল গড়ায় জালে। স্কোরলাইন আবারও সমতায়—৩-৩।

৭৫ মিনিটে ইন্টারের মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান একবার বল জালে পাঠালেও ভিএআরে দেখা যায়—সামান্য অফসাইড। সেই বিতর্কিত সিদ্ধান্তেই বেঁচে যায় বার্সা।

রোমাঞ্চকর এই প্রথম লেগের পর এখন সব চোখ আগামী ৬ মে-তে, যখন জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে হবে ফিরতি লড়াই। সেখানেই নির্ধারণ হবে কে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় থাকবে পিএসজি ও আর্সেনালের মধ্যকার বিজয়ী।

Header Ad
Header Ad

একদিন পেছাল খালেদা জিয়ার দেশে ফেরা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন। তবে দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরবেন তিনি ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মহাসচিবের নির্দেশে আমাদেরকে জানিয়েছেন, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওয়ানা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন।

তিনি আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন।

খালেদা জিয়া ২০১৮ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। তবে তিনি কার্যত গৃহবন্দি ছিলেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

এরপর এ বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। এরপর গত ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন।

Header Ad
Header Ad

ইসরাইলের অবরোধ, গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু

ছবি: সংগৃহীত

ইসরাইলের দুই মাসেরও বেশি সময় সম্পূর্ণ অবরোধের কারণে গাজা উপত্যকায় ছিটমহলে কমপক্ষে ৫৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য পৌঁছানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার।

কাতার বলেছে, ইসরাইলের মন্তব্যে 'রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের অভাব' রয়েছে। খবর আলজাজিরার।

কাতার উপসাগরীয় দেশটিকে একটি পক্ষ বেছে নেওয়ার এবং সভ্যতার পক্ষে নাকি হামাসের বর্বরতার পক্ষে তা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ইসরাইল পূর্ববর্তী বিবৃতি প্রত্যাখ্যান করেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসনকে ‘সভ্যতার’ প্রতিরক্ষা হিসেবে চিত্রিত করা ইতিহাসজুড়ে সেই শাসকগোষ্ঠীর বক্তব্যের প্রতিধ্বনি, যারা নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা বর্ণনা ব্যবহার করেছে।

তিনি লেখেন, এদিকে, গাজার ফিলিস্তিনি জনগণ আধুনিক সময়ের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এটি কি সত্যিই ‘সভ্যতার’ মডেল প্রচার করা হচ্ছে?

ফ্রিডম ফ্লোটিলা বলছে, ‘কেউ সাহায্য করছে না’ কারণ আক্রান্ত জাহাজটি সমুদ্রে আটকে আছে। তাতে গাজার জন্যে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না।

মাল্টার কাছে ড্রোনের আঘাতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত জাহাজটি বর্তমানে নিরাপদ বন্দরে নোঙর করতে পারছে না, যেখানে চারজন স্বেচ্ছাসেবক সামান্য আহত হয়েছেন।

জোটের এক অভিনেত্রী এবং কর্মী নিকোল জেনেস বলেছেন, কেউ সাহায্য করছেন না।

তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের ক্রুদের বাঁচানোর জন্য অনুরোধ করছি, যাতে জাহাজটি বন্দরে আসতে পারে।

জেনেস বলেন, শুক্রবার এবং শনিবার জাহাজে পৌঁছানোর চেষ্টা করা একদল স্বেচ্ছাসেবককে মাল্টিজ কর্তৃপক্ষ থামিয়ে দেয় এবং গ্রেফতারের হুমকি দেয়। যারা জাহাজে রয়ে গেছেন তাদের বিদ্যুৎ নেই এবং আরেকটি আক্রমণের ভয় করছেন। আমরা জাহাজটি চালিয়ে যেতে ইচ্ছুক। আমরা কল্পনাও করতে পারি না যে গাজার জনগণের কাছে সাহায্য পৌঁছে দেওয়া আমাদের বিশ্বের খলনায়ক করে তুলতে পারে।

সাহায্য গোষ্ঠীগুলো সতর্ক করেছে যে, গাজার বেসামরিক জনগণ অনাহারের মুখোমুখি হচ্ছেন, এবং উদ্বেগ রয়েছে যে এই মরিয়াতা আইন-শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। যুদ্ধে সশস্ত্র গোষ্ঠী দ্বারা লুটপাটের ঘটনা ঘটলেও, সাহায্য কর্মীরা বলছেন যে, এই সপ্তাহের ঘটনাগুলো আরও তীব্রতর হওয়ার লক্ষণ, কারণ এটি কম সংগঠিত এবং শহরাঞ্চলে পৌঁছাচ্ছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে ইসরাইল এই অঞ্চলে যে কোনো মানবিক সাহায্য প্রবেশে বাধা দিয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার হাজার হাজার ফিলিস্তিনি তাদের গাজা সিটি ফিল্ড অফিসে প্রবেশ করে ওষুধ খাওয়ার পর তাদের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ইউএনআরডব্লিউএ-এর একজন জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা লুইস ওয়াটারিজ এই লুটপাটকে অসহনীয় এবং দীর্ঘস্থায়ী বঞ্চনার প্রত্যক্ষ ফলাফল বলে অভিহিত করেছেন।

 

Header Ad
Header Ad

শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতীয় মন্ত্রী

বিজেড জামির আহমেদ খান। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মন্ত্রী বিজেড জামির আহমেদ খানের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুক্রবার (৩ মে) রাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যেতে প্রস্তুত।

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। হামলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ‘যুদ্ধ নয়, শান্তি’পন্থী অবস্থান দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেয়। তার রেশ না কাটতেই কংগ্রেসের মন্ত্রী জামির খানের এই ‘যুদ্ধমুখী’ বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

সংবাদ সম্মেলনে বিজেড জামির খান বলেন, “আমরা ভারতীয়, আমাদের পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রয়োজন হয়, আমি সবার আগে যাব। প্রয়োজনে আত্মঘাতী বোমা বেঁধেই পাকিস্তানে যুদ্ধে অংশ নিতে রাজি আছি।”

তিনি আরও বলেন, “আমি কৌতুক করছি না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করবো, যদি দেশের প্রয়োজন হয়, তাহলে আমাকে একটি আত্মঘাতী বোমা দিন। আমি পাকিস্তানে গিয়ে আমার দায়িত্ব পালন করবো।”

বিজেড জামির খানের এই মন্তব্য কংগ্রেসের অভ্যন্তরেই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না গিয়ে কাশ্মিরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছিলেন, যা দেশটির ডানপন্থী শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়ে।

বিজেড জামির খানের বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কিছু সমর্থক তাকে ‘দেশপ্রেমিক’ বলেও প্রশংসা করেছেন।

এদিকে কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একদিন পেছাল খালেদা জিয়ার দেশে ফেরা
ইসরাইলের অবরোধ, গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু
শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতীয় মন্ত্রী
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক
কাউকে যদি করিডোর ব্যবহার করতে দেন তাহলে জনগণের অনুমতি লাগবে: টুকু
রাজধানীর পুরানা পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
নওগাঁয় আসামিদের নিয়মিত আদালতে উপস্থাপন না করায় ওসিকে শোকজ
মাদক সেবনের দায়ে নিষিদ্ধ রাবাদা
দুই পুত্রবধূসহ ফিরছেন খালেদা জিয়া, অভ্যর্থনা দিতে সবাই প্রস্তুত: মির্জা ফখরুল
চুয়াডাঙ্গায় প্রণোদনার সার মিলল গোডাউনে, অতঃপর...
মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪
কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৭ মে
উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
রাতেই ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত
মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে
ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না: সমাজকল্যাণ উপদেষ্টা