রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

লাখ টাকার ফোল্ডিং ফোনের যুগে টেকনো!

অনেক তো হল গেমিং আর ক্যামেরা ফোনের গল্প। এখন বাজারে নতুন ট্রেন্ড চলছে। হ্যাঁ ফোল্ডিং ফোনের কথাই বলছি। কোম্পানিগুলো একের পর এক পাল্লা দিয়ে ফোল্ডিং ফোন বাজারে ছেড়েই চলছে। ২০১৮ সালে চীনা স্মার্টফোন কোম্পানি রয়লে এর ফ্লেক্সপাই দিয়ে ফোল্ডিং স্মার্টফোনের যাত্রা শুরু হলেও ২০১৯ সালের শেষে বাজারে এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলে স্যামসাং। যদিও এর আগেই চীনের অপর টেক জায়ান্ট শাওমি তাদের মিক্স আলফা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল কিন্তু কোনো এক বিশেষ কারণে ফোনটি ডিজাইন করা হলেও আর বাজারে ছাড়া হয়নি। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাজারে আসে স্যামসাং এর গ্যালাক্সি ফোল্ড তারপর একে একে হুয়াওয়ে, মটোরলা, শাওমি, অপ্পো, ভিভো সবাই ফল্ডিং ফোন বাজারে ছাড়ে। তবে দেরিতে হলেও এবার সে তালিকায় নাম লেখালো চীন ভিত্তিক স্মার্টফোন কোম্পানি টেকনো মোবাইল

কম বাজেটের স্মার্টফোনের ব্র্যান্ড হিসেবে উপমহাদেশের বাজার বেশ ভালোই দাপিয়ে বেড়াচ্ছে টেকনো। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ফোল্ডিং স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে টেকনো। তাদের নতুন এই স্মার্টফোনের মডেল ফ্যান্টম ভি ফোল্ড। টেকনোর ওয়েবসাইট সূত্রে জানা গেছে স্মার্টফোনোটির ডিসপ্লে ও আকৃতি অন্যসব ফোল্ডিং স্মার্টফোন থেকে বড় বলা যায় সবচেয়ে বড় আকৃতির কাছাকাছি তবে শাওমি ও ভিভোর কারণে সে খেতাবটি নেওয়া হল না টেকনোর। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি বাজারে পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হবে মিডিয়াটেকের সর্বাধুনিক চার মিলিমিটার প্ল্যাটফরমের 'ডাইমেনসিটি ৯০০০ প্লাস' চিপসেট। আট কোরের এই প্রসেসরটির কার্যক্ষমতা ৩.২ গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হবে মালি জি ৭১০ এমসি টেন (G710 MC10)। স্টোরেজে ব্যবহার করা হবে ইউএফএস ৩.১ টেকনলজি। যা বেশ পুরাতন প্রযুক্তি। হয়তো খরচ কমাতেই পুরাতন প্রযুক্তির ব্যবহার করছে টেকনো। সহায়ক হিসাবে থাকবে ১২ গিগাবাইট র‍্যাম আর স্টোরেজ সুবিধা থাকবে ২৫৬ গিগাবাইট থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত। স্মার্টফোনটি পাওয়া যাবে ১২/২৫৬ ও ১২/৫১২ দুটি ভ্যারিয়েন্টে। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড থারটিন অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই থাকবে এইচআইওএস থারটিন (HiOS 13)।

ফোনটিতে মূল ডিসপ্লে হিসাবে দেওয়া হবে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৭.৮৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড মনিটর। ডিসপ্লের রেজুলেশন ২০০০বাই২২৯৬ (টু কে)। ডিসপ্লে অপারেট করা যাবে ১২০ হার্জ রিফ্রেশ রেটে। মূল ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে কি গ্লাস ব্যবহার করা হবে তা জানা যায়নি। আর কাভার ডিসপ্লে হিসাবে দেওয়া হবে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৬.৪২ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড মনিটর। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৫৫০ (আল্ট্রা এইচডি প্লাস)। এই ডিসপ্লেটিও ১২০ হার্জ রিফ্রেশ রেটে অপারেট করা যাবে। এই ডিসপ্লেটির সুরক্ষায় ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাসের সর্বশেষ ও সর্বাধুনিক সংস্করণ গরিলা গ্লাস ভিক্টাস।

ফোনটির পিছনের ক্যামেরা প্যানেলে থাকবে ৩টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ১.৯ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ওয়াইড। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স টেলিফটো। তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ১৩ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১২০ ডিগ্রি আল্ট্রাওইয়াইড। মূল ডিসপ্লেতে সেলফি ক্যামেরা হিসাবে থাকবে ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সর আর কাভার ডিসপ্লেতে সেলফি ক্যামেরা হিসাবে থাকবে ৩২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর।

সাউন্ড সিস্টেম হিসাবে থাকবে স্টেরিও স্পিকার তবে থাকছেনা ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ও আলাদা মেমোরি কার্ড স্লট।

ফ্যান্টম ভি ফোল্ড এর দৈর্ঘ্য ৬.২৭ ইঞ্চি। ভাঁজ করা অবস্থায় এর প্রস্থ ২.৮৩ ইঞ্চি ও পুরুত্ব প্রায় আধা ইঞ্চি এবং ভাঁজ খোলা অবস্থায় এর প্রস্থ ৫.৫২ ইঞ্চি ও পুরুত্ব ৬.৯ মিলিমিটার। স্মার্টফোনটির ওজন ৩০০ গ্রাম। ফোনের নিরাপত্তায় ব্যবহার করা হবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইনভার্টেড অন পাওয়ার বাটন টেকনলজি। ফোনটি পাওয়া যাবে সাদা ও কালো দুটো রঙে।

ফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ক্যাবল-টাইপ সি। টেকনো জানিয়েছে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা।

টেকনো ইন্ডিয়া সূত্রে জানা গেছে অচিরেই ফোনোটি বাজারে পাওয়া যাবে যার মূল্য হবে ১ লাখ রুপি। তবে অফার মূল্য হতে পারে ৮০ হাজার রুপি অর্থাৎ বাংলাদেশি অর্থে প্রায় ১ লাখ ২ হাজার টাকা।

বাংলাদেশে টেকনো মোবাইলের অফিসিয়াল পরিবেশক থাকায় এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। তবে দাম জানতে হলে আনুষ্ঠানিক ঘোষোনার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে টেকনো বাংলাদেশ

/এএস

Header Ad
Header Ad

‘আওয়ামী লীগ পালিয়েছে’ বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

বাঙ্গরা বাজার থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে কথাকাটাকাটির জেরে বিএনপির চার নেতাকর্মীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ‘আওয়ামী লীগ পালিয়েছে’ এমন মন্তব্য করায় ছাত্রলীগ-আওয়ামী লীগ সমর্থিত একদল দুর্বৃত্ত তাদের কুপিয়ে গুরুতর আহত করেছে।

শনিবার (১০ মে) রাতে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—জিয়া মঞ্চের সদস্যসচিব ও বিএনপি নেতা জুয়েল মিয়া, তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহিদুল (পিতা: জাহের মিয়া) ও শাকিল (পিতা: ইউনুস মিয়া)। তাদের মধ্যে জাহিদুল আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। বাকি তিনজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত ৩ মে বাঙ্গরায় বিএনপির একটি সমাবেশে যাওয়ার সময় জুয়েল মিয়ার ছেলে সৌরভ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেখানে সৌরভ মন্তব্য করেন—‘আওয়ামী লীগ পালিয়েছে’। এই কথাটি কেন্দ্র করে তখনই উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও উত্তেজনা থেকে যায়।

ঘটনার দিন রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে জিহাদ, জিসানসহ ৫-৬ জনের একটি দল অতর্কিতে সৌরভের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে ছুরিকাঘাতের শিকার হন তার বাবা জুয়েল, চাচা শাকিল এবং প্রতিবেশী বিএনপি কর্মী জাহিদুল। তাদের চোখ, পেট, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জাহিদুলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত জুয়েলের ভাই হাবীবুর রহমান বলেন, “বিষয়টি এলাকায় সামাজিকভাবে মীমাংসা হয়েছিল। এরপরও এমন নিষ্ঠুর হামলা চালানো হয়েছে, যা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। জাহিদুলের এক চোখ নষ্ট হয়ে গেছে। আমরা ঘটনার বিচার চাই।”

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad
Header Ad

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় শাস্তি দেওয়ার ক্ষমতা দিয়ে সংশোধিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩। এ লক্ষ্যে আইনের দ্বিতীয় সংশোধনীসহ গেজেট প্রকাশ করেছে সরকার।

শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট গেজেটটি প্রকাশ করা হয়।

নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫’ জারি করেছেন। এতে ট্রাইব্যুনালকে সংগঠনভিত্তিক বিচারের সুস্পষ্ট আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।

সংশোধনী অনুযায়ী, “সংগঠন” বলতে বোঝাবে—কোনো রাজনৈতিক দল, তার অধীনস্থ বা সংশ্লিষ্ট অঙ্গসংগঠন, সহযোগী বা সমর্থক সত্তা, কিংবা এমন কোনো ব্যক্তি-গোষ্ঠী, যা ট্রাইব্যুনালের মতে উক্ত সংগঠনের কার্যকলাপ প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধে যুক্ত থেকেছে।

আইনের ৩ ধারা ও সংশ্লিষ্ট উপধারার আওতায়, যদি ট্রাইব্যুনাল মনে করে কোনো সংগঠন গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ বা সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত করেছে, নির্দেশ দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহায়তা করেছে বা প্ররোচনা দিয়েছে—তাহলে ট্রাইব্যুনাল ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে পারবে। এমনকি সংগঠনটির নিবন্ধন বা লাইসেন্স বাতিল, স্থগিত এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতেও ট্রাইব্যুনাল ক্ষমতাবান থাকবে।

এ সংশোধনী আসে এমন এক সময়, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। গত রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, এ সংশোধনীর মাধ্যমে সংগঠনকে বিচারের আওতায় আনার আইনি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “গণহত্যার অভিযোগের বিচারে কোনো দল বা সংগঠনকে ছাড় দেওয়ার সুযোগ নেই। সংশোধিত আইনে সেই সক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে।”

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে গত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই আন্দোলনের বিভিন্ন শরিক দল ও সাধারণ ছাত্র-জনতা। তারা অভিযোগ করছে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনে আওয়ামী লীগ সরাসরি জড়িত।

Header Ad
Header Ad

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার গোলাম মর্তুজা। ছবি: ঢাকাপ্রকাশ

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা গোলাম মতুর্জা। গ্রেফতার গোলাম মর্তুজা (৭২) চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে দর্শনা থানা হেফাজতে প্রেরণ করে।

গ্রেফতার গোলাম মর্তুজা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মেহের আলীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯-২০১৪ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় একটি এফআইআর (মামলার সাধারণ ডায়েরি) রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি দর্শনা থানা হেফাজতে রয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘আওয়ামী লীগ পালিয়েছে’ বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে: রিজভী
লা লিগার মোড় ঘুরাতে আজ এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া
যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি
‘এই মোটু’ বলে কটাক্ষ, রেগে গিয়ে গুলি
গেজেটের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
আবারও শাহবাগ অবরোধ
বিশ্ব মা দিবস আজ
আইনের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই
জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে
‘লীগ ধর, জেলে ভর’: হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
অবশেষে ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না গ্রেফতার
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে: রিশাদ