লাখ টাকার ফোল্ডিং ফোনের যুগে টেকনো!

০১ মার্চ ২০২৩, ০৭:১৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ০৯:১১ এএম


লাখ টাকার ফোল্ডিং ফোনের যুগে টেকনো!

অনেক তো হল গেমিং আর ক্যামেরা ফোনের গল্প। এখন বাজারে নতুন ট্রেন্ড চলছে। হ্যাঁ ফোল্ডিং ফোনের কথাই বলছি। কোম্পানিগুলো একের পর এক পাল্লা দিয়ে ফোল্ডিং ফোন বাজারে ছেড়েই চলছে। ২০১৮ সালে চীনা স্মার্টফোন কোম্পানি রয়লে এর ফ্লেক্সপাই দিয়ে ফোল্ডিং স্মার্টফোনের যাত্রা শুরু হলেও ২০১৯ সালের শেষে বাজারে এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলে স্যামসাং। যদিও এর আগেই চীনের অপর টেক জায়ান্ট শাওমি তাদের মিক্স আলফা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল কিন্তু কোনো এক বিশেষ কারণে ফোনটি ডিজাইন করা হলেও আর বাজারে ছাড়া হয়নি। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাজারে আসে স্যামসাং এর গ্যালাক্সি ফোল্ড তারপর একে একে হুয়াওয়ে, মটোরলা, শাওমি, অপ্পো, ভিভো সবাই ফল্ডিং ফোন বাজারে ছাড়ে। তবে দেরিতে হলেও এবার সে তালিকায় নাম লেখালো চীন ভিত্তিক স্মার্টফোন কোম্পানি টেকনো মোবাইল

কম বাজেটের স্মার্টফোনের ব্র্যান্ড হিসেবে উপমহাদেশের বাজার বেশ ভালোই দাপিয়ে বেড়াচ্ছে টেকনো। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ফোল্ডিং স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে টেকনো। তাদের নতুন এই স্মার্টফোনের মডেল ফ্যান্টম ভি ফোল্ড। টেকনোর ওয়েবসাইট সূত্রে জানা গেছে স্মার্টফোনোটির ডিসপ্লে ও আকৃতি অন্যসব ফোল্ডিং স্মার্টফোন থেকে বড় বলা যায় সবচেয়ে বড় আকৃতির কাছাকাছি তবে শাওমি ও ভিভোর কারণে সে খেতাবটি নেওয়া হল না টেকনোর। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি বাজারে পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হবে মিডিয়াটেকের সর্বাধুনিক চার মিলিমিটার প্ল্যাটফরমের 'ডাইমেনসিটি ৯০০০ প্লাস' চিপসেট। আট কোরের এই প্রসেসরটির কার্যক্ষমতা ৩.২ গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হবে মালি জি ৭১০ এমসি টেন (G710 MC10)। স্টোরেজে ব্যবহার করা হবে ইউএফএস ৩.১ টেকনলজি। যা বেশ পুরাতন প্রযুক্তি। হয়তো খরচ কমাতেই পুরাতন প্রযুক্তির ব্যবহার করছে টেকনো। সহায়ক হিসাবে থাকবে ১২ গিগাবাইট র‍্যাম আর স্টোরেজ সুবিধা থাকবে ২৫৬ গিগাবাইট থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত। স্মার্টফোনটি পাওয়া যাবে ১২/২৫৬ ও ১২/৫১২ দুটি ভ্যারিয়েন্টে। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড থারটিন অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই থাকবে এইচআইওএস থারটিন (HiOS 13)।

ফোনটিতে মূল ডিসপ্লে হিসাবে দেওয়া হবে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৭.৮৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড মনিটর। ডিসপ্লের রেজুলেশন ২০০০বাই২২৯৬ (টু কে)। ডিসপ্লে অপারেট করা যাবে ১২০ হার্জ রিফ্রেশ রেটে। মূল ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে কি গ্লাস ব্যবহার করা হবে তা জানা যায়নি। আর কাভার ডিসপ্লে হিসাবে দেওয়া হবে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৬.৪২ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড মনিটর। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৫৫০ (আল্ট্রা এইচডি প্লাস)। এই ডিসপ্লেটিও ১২০ হার্জ রিফ্রেশ রেটে অপারেট করা যাবে। এই ডিসপ্লেটির সুরক্ষায় ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাসের সর্বশেষ ও সর্বাধুনিক সংস্করণ গরিলা গ্লাস ভিক্টাস।

ফোনটির পিছনের ক্যামেরা প্যানেলে থাকবে ৩টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ১.৯ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ওয়াইড। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স টেলিফটো। তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ১৩ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১২০ ডিগ্রি আল্ট্রাওইয়াইড। মূল ডিসপ্লেতে সেলফি ক্যামেরা হিসাবে থাকবে ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সর আর কাভার ডিসপ্লেতে সেলফি ক্যামেরা হিসাবে থাকবে ৩২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর।

সাউন্ড সিস্টেম হিসাবে থাকবে স্টেরিও স্পিকার তবে থাকছেনা ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ও আলাদা মেমোরি কার্ড স্লট।

ফ্যান্টম ভি ফোল্ড এর দৈর্ঘ্য ৬.২৭ ইঞ্চি। ভাঁজ করা অবস্থায় এর প্রস্থ ২.৮৩ ইঞ্চি ও পুরুত্ব প্রায় আধা ইঞ্চি এবং ভাঁজ খোলা অবস্থায় এর প্রস্থ ৫.৫২ ইঞ্চি ও পুরুত্ব ৬.৯ মিলিমিটার। স্মার্টফোনটির ওজন ৩০০ গ্রাম। ফোনের নিরাপত্তায় ব্যবহার করা হবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইনভার্টেড অন পাওয়ার বাটন টেকনলজি। ফোনটি পাওয়া যাবে সাদা ও কালো দুটো রঙে।

ফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ক্যাবল-টাইপ সি। টেকনো জানিয়েছে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা।

টেকনো ইন্ডিয়া সূত্রে জানা গেছে অচিরেই ফোনোটি বাজারে পাওয়া যাবে যার মূল্য হবে ১ লাখ রুপি। তবে অফার মূল্য হতে পারে ৮০ হাজার রুপি অর্থাৎ বাংলাদেশি অর্থে প্রায় ১ লাখ ২ হাজার টাকা।

বাংলাদেশে টেকনো মোবাইলের অফিসিয়াল পরিবেশক থাকায় এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। তবে দাম জানতে হলে আনুষ্ঠানিক ঘোষোনার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে টেকনো বাংলাদেশ

/এএস


খালেদা জিয়াকে নিয়ে তুরস্কের গণমাধ্যমে সংবাদ প্রকাশ

০২ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৬ এএম


খালেদা জিয়াকে নিয়ে তুরস্কের গণমাধ্যমে সংবাদ প্রকাশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি ‘বিরোধীদলীয় নেতাকে বিদেশে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিরোধীদলীয় নেত্রী ও দুইবারের প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিয়েছে বাংলাদেশ সরকার।

প্রতিবেদনে চিকিৎসকদের বরাতে বলা হয়, গত ৯ আগস্ট থেকে ঢাকার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীনে রয়েছেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া।

আইনমন্ত্রী আনিসুল হক জিয়ার পরিবারের পক্ষ থেকে ফরোয়ার্ড করা আপিলকে ‘না’ জানিয়ে বলেছেন, মন্ত্রণালয় বিদ্যমান আইন অনুযায়ী তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিতে পারে না।‌ সরকারের আইনগত অনুমতি দেওয়ার সুযোগ নেই। সব কাজ আইনি কাঠামো অনুযায়ী করতে হবে। আইনকে বাইপাস করা, যে কোনো ক্ষেত্রেই একটি খারাপ উদাহরণ তৈরি করে।

প্রতিবেদনে বলা আরও বলা হয়, ৭৮ বয়সী বেগম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং উচ্চ লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।

প্রতিবেদনে গত শনিবার ভয়েস অব আমেরিকায় প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে চিকিৎসার অনুমোদন নেওয়ার আগে খালেদা জিয়াকে অবশ্যই কারাগারে ফিরে যেতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাতে প্রতিবেদনে বলা হয়, জিয়ার দল অবশ্য তার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাখ্যান করেছে এবং খালেদা জিয়াকে তার অবস্থা গুরুতর উল্লেখ করে অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড লিভার ট্রান্সপ্লান্টের সুপারিশ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদেশে একটি উন্নত মাল্টি-ডিসিপ্লিনারি সেন্টারে পাঠানো দরকার।

প্রতিবেদনে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা স্ত্রী দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত। কোভিড মহামারি চলাকালে ২০২০ সালের ২৫ মার্চ, বর্তমান সরকার তাকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাড়িতে থাকা এবং দেশ ছেড়া যাবে না এই দুই শর্তে মুক্তি দেওয়া হয়।

 


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

০২ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৫ এএম


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ভূমিকম্পের উৎসস্থল ভারতের মেঘালয় রাজ্য। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

গত সেপ্টেম্বর মাসে তিনবার দেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে গত ১৭ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে।

এর আগে ১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত–মিয়ানমার সীমান্ত। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা।

আগস্ট মাসে দুই দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে একটি অনুভূত হয় ২৯ আগস্ট। এর উৎপত্তিস্থল ছিল সিলেট। এর আগে ১৪ আগস্ট আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়।


কোভিড-১৯ টিকার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী

০২ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৫ এএম


কোভিড-১৯ টিকার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী
নোবেল পুরস্কারজয়ী কাতালিন কারিকো ও ড্রু ওয়েইজম্যান

চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় এ বছর নোবেল পুরস্কার জিতলেন কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইন্সটিটিউট সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়, নিউক্লিওসাইড বেজ মডিফিকেশন সংক্রান্ত আবিষ্কারের জন্য চিকিৎসায় ২০২৩ সালের নোবেল পুরস্কার দেয়া হয়েছে কাতালিন কারিকো ও ড্রু ওয়েইজম্যানকে। তাদের এ আবিষ্কারের ওপর ভর করে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর এমআরএনএ টিকা উদ্ভাবন করা হয়।

১৯০১ সাল থেকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। এ যাবত ১২ জন নারী চিকিৎসায় নোবেল পেয়েছেন।

চিকিৎসায় সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হরেন ফ্রেডরিক জি. ব্যান্টিং। তিনি ইনসুলিন আবিষ্কারের জন্য ১৯২৩ সালে নোবেল পেয়েছিলেন। চিকিৎসায় সবচেয়ে বেশি বয়সী নোবেলজয়ীর নাম পেটন রৌস। তিনি ৮৭ বছর বয়সে এ পুরস্কার পান।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

নোবেল পুরস্কারের মধ্যে চিকিৎসাশাস্ত্রের পুরস্কারটি সোমবার সুইডেনের স্টকহোমে ঘোষণা করা হয়। মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানের পুরস্কার। বুধবার রসায়ন ও বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যের পুরস্কার।

আগামী শুক্রবার অসলো থেকে ঘোষণা করা হবে বহুল কাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কার। আর অর্থনীতির পুরস্কারটি ঘোষণা করা হবে ৯ অক্টোবর।


বিভাগ : সারাবিশ্ব

বিষয় : নোবেলজয়ী


অনুসরণ করুন