ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার গোলাম মর্তুজা। ছবি: ঢাকাপ্রকাশ
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা গোলাম মতুর্জা। গ্রেফতার গোলাম মর্তুজা (৭২) চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে দর্শনা থানা হেফাজতে প্রেরণ করে।
গ্রেফতার গোলাম মর্তুজা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মেহের আলীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯-২০১৪ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় একটি এফআইআর (মামলার সাধারণ ডায়েরি) রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি দর্শনা থানা হেফাজতে রয়েছেন।
