বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Dhaka Prokash

নতুনের কেতন উড়লো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

লেখা ও ছবি : মাহমুদুল হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-’২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার নবীন শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেছেন, ‘তোমরা প্রত্যেকে যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছ, একই প্রত্যয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে বলে আমরা আশাবাদী। সুখী-সমৃদ্ধ এই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে তোমরা।’ উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, ‘দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে।’

র‌্যাগিং বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোনো ইতিহাস নেই। আমরা এমন কোনো কাজের সবসময় বিরোধী। যেকোনো অন্যায়ের প্রতিবাদে মুখর। যদি কোনো ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব বিভাগে নবীনবরণ হয়েছে। কোনো, কোনো বিভাগে ক্লাস শুরু হয়েছে। এই উপলক্ষ্যেই সকাল থেকে নবীন শিক্ষার্থীদের আগমন ঘটেছে ক্যাম্পাসে।
কেউ, কেউ আগের দিন সোমবার ক্যাম্পাসে এসেছেন।
হলে বড়ভাই, বোনদের কাছে থেকেছেন।
আত্মীয়স্বজনের বাসায় ছিলেন।
সব নতুন শিক্ষার্থীকে নিজ, নিজ বিভাগ বিভিন্নভাবে বরণ করে নিয়েছে।
বিভাগের বাইরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও তাদের বরণ করে নিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের পরীক্ষায় তিন ইউনিটে মোট ২ লক্ষ ৭৮ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
তিনটি ইউনিটে তাদের আসন সংখ্যা ৪ হাজার ২০টি।
সে হিসেবে এবার ১২টি অনুষদের আওতায় ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় ৪ হাজার শিক্ষার্থী মতিহারের সবুজ ক্যাম্পাসে এসেছেন।
ক্লাস শুরু হলেও অন্তত ১০০টি আসন এখনও ফাঁকা রয়েছে বলে জানা গেছে। সেগুলোও আগামী ১৫ দিনের মধ্যে পূরণ হয়ে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল থেকেই দেখা যায়, নতুন শিক্ষার্থীদের আগমনবাণী। নতুন জামা-কাপড় পরে তারা ক্যাম্পাসে এসেছেন। সঙ্গে, সঙ্গে তারা তাদের নিজ, নিজ বিভাগে গিয়ে উপস্থিত হয়েছেন ও সেলফি ইত্যাদি তুলেছেন। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শিক্ষকদের সঙ্গে আলাপ করেছেন।
নবীনবরণের পর অধিকাংশ বিভাগের ক্লাস শুরু হয়েছে।
প্রত্যেক বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণে ছোট্ট আয়োজন করেছে। মিষ্টি খাইয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
বিভাগের বড় ভাই-বোনেরা এসেছেন।
বিভিন্ন সংগঠনও তাদের সঙ্গে পরিচয় হতে এসেছে।
ওরিয়েন্টেশন ক্লাস শেষে শিক্ষার্থীরা দলবেঁধে ক্যাম্পাসে বের হয়েছেন।
প্যারিস রোড, শহীদ জোহা চত্বর, শহীদ মিনারসহ বিভিন্ন ভাস্কর্যের সামনে তারা সেলফি তুলেছেন।
কোনো, কোনো সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে।
সারা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের হাতে ফুল, নতুন ফাইলপত্র সেই সঙ্গে চোখে-মুখে ছিলো উচ্ছ্বাস। তাদের পেয়ে সবাই দারুণ খুশি।
বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়েছেন মো. সোহান। তিনি বলেছেন, ‘আমার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশও দেখার মতো। প্রথম দিন আমার খুব ভালো কেটেছে।’
রসায়ন বিভাগে ভর্তি হওয়া আবির ইসলাম গতকাল সোমবার রাজশাহীতে এসেছেন। তার বাড়ি কিশোরগঞ্জে। বলেছেন, ‌‘গতকাল বিকেলেই ক্যাম্পাস ঘুরেছি। আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য্যে আমরা বিমোহিত।’
আইন বিভাগে ভর্তি হওয়া আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমার নবীনবরণের পর প্রথম ক্লাসটি শুরু হয়েছে বেলা ১২টায়। বিভাগের অধ্যাপকরা আমাদের বরণ করে নিয়েছেন। ফুল তুলে দিয়েছেন হাতে, হাতে। বিভাগের বড় ভাই-বোনেরা এসে আমাদের সঙ্গে কথা বলেছেন।’ অনেক সময় কাটিয়ে বিকেলে তিনি মেসে ফিরেছেন। তিনি হলে উঠবেন।
ওএফএস।

আজকের ইফতারের সময় (ঢাকা)

0

ঘণ্টা

0

মিনিট

0

সেকেন্ড

৮ বছর পর বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

সরকারি বাঙলা কলেজ। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ৮ বছর পর রাজধানীর সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ফয়েজ আহমেদ নিজু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুবেল হোসেন।

বুধবার (২৭ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি পদে ফয়েজ আহমেদ নিজু ও ও সাধারণ সম্পাদক পদে মো. রুবেল হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটিতে ১৯ জন সহসভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৬ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

কমিটির সহসভাপতিরা হলেন- আক্তারুজ্জামান হাওলাদার হাফিজ, সাইফুল বাদশা, মো. সাদ্দাম হোসেন, মো. রাসেল হাওলাদার, ফরহাদ হোসেন রানা, কাউসার আহমেদ জনি, মো. রাসেল মোল্লা, রবিউল আউয়াল সানি, ইসরাত খান বাবু, মো. আরিফ হোসেন, মো. আল-আমিন মজুমদার, কাজী অমিত, মো. শাহরিয়ার আল ইমাম সাগর, মো. শাহরিয়ার নাফিজ সজীব, মো. জিয়ারুল ইসলাম, মো. রবিউল হাসান, বিপ্লব মীর উজ্জ্বল, মোহাম্মদ শামীম ও হযরত আলী হিমু।

এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আক্তার হোসেন, মো. হামিদুল্লাহ জিহাদ, মো. সাখাওয়াত হোসেন অর্নব, সোহাগ খান, মো. শিপন শিকদার এবং মো. মাহাবুব আলম। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম সাগর, মিঠুন হালদার আকাশ, মেহেদী হাসান, সালাহউদ্দীন সরকার, মো. শফিকুর রহমান এবং আদনান হাবিবের নাম রয়েছে।

‘নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলব, এটুক অন্যায় করবোই’

বক্তব্য দিচ্ছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা যেভাবেই হোক তুলবো। এতটুকু অনিয়ম করবো। এরপর আর করবো না- এমন মন্তব্য করেছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৬ মার্চ) লালপুর উপজেলা পরিষদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পরদিন বুধবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে সচেতন মহলে শুরু হয়েছে সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে এমপি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, এই নির্বাচনে জয়লাভ করতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ করতে হয়েছে। এই টাকা আমি তুলব তা যেভাবেই হোক। একটু অন্যায় আমি করবোই। তার বেশি করব না। এ সময় এমপি আবুল কালাম আজাদ তার আরও টাকা জমা ও খরচের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলীসহ উপজেলা আওয়ামী লীগ নেতা–কর্মীরা।

এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এমপি আবুল কালাম আজাদ বলেন, ‘বক্তব্য দেওয়ার সময় মজা করে আমি কথাটা বলেছি। এমন অনেক কথায় বলতে হয় আমাদের। এসব সিরিয়ার কোনো বক্তব্য নয়। আমার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।’

এ বিষয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে একজন সংসদ সদস্যের এমন বক্তব্য খুব দুর্ভাগ্যজনক। তার (সংসদ সদস্যের) এমন বক্তব্যে তার সহকারী এবং দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে উৎসাহিত হবেন। এটা একদিকে যেমন, পরিষ্কারভাবে শপথের লংঘন, অন্যদিকে নির্বাচনী বিধিরও লংঘন। নির্বাচনী ব্যয় অনুযায়ী একজন সংসদ সদস্য ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করতে পারেন না। এছাড়া সংসদ সদস্যের কাছে গঠনমূলক বক্তব্যেরও প্রত্যাশা জানান তিনি।

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে শরফুদ্দৌলা

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

ইতিহাসে নাম লেখালেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বার্ষিক মূল্যায়ন এবং নির্বাচন প্রক্রিয়ায় সৈকতকে এই সম্মাননা দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০০৬ সাল থেকেই আন্তর্জাতিক প্যানেলে আছেন সৈকত। ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করেন এই আম্পায়ার।

ছেলেদের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ১০টি টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন সৈকত। নারী ক্রিকেটেও অনফিল্ড আম্পায়ার হিসেবে হয়েছে ১৩ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি পরিচালনার অভিজ্ঞতা।

বিস্তারিত আসছে...

সর্বশেষ সংবাদ

৮ বছর পর বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা
‘নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলব, এটুক অন্যায় করবোই’
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে শরফুদ্দৌলা
পাঁচ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ভারতীয় নাগরিককে হস্তান্তর
কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভুটানের রাজা ওয়াংচুক
শিগগিরই ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
রেলমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়িতে কাঁথাও বানায় না: রিজভী
ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
বিশ্বকাপ না জিতলে আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম: মেসি
জিম্মি নাবিকদের উদ্ধারে অনেক দূর এগিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
কারওয়ান বাজার স্থানান্তরপ্রক্রিয়া শুরু
বিরামপুরে জমজ সন্তানের একজন জন্ম নিলো এক পা নিয়ে
দায়িত্ব নিয়েই বিএসএমএমইউ উপাচার্য বললেন ‘দুর্নীতি করবো না, প্রশ্রয়ও দেব না’
ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ নিহত ৩
এপ্রিলে ঢাকায় আসছেন কাতারের আমির
টাকার বিছানায় ঘুমিয়ে ভাইরাল নেতা
অ্যানেসথেসিয়া ব্যবহারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
দ্রুত ভিসা দিতে নতুন যেসব নির্দেশনা দিলো ইতা‌লি দূতাবাস