শুক্রবার, ২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আনন্দ মোহন কলেজে ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছর পূর্তি

ময়মনসিংহে অবস্থিত আনন্দমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে আনন্দ মোহন ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে নগরীর গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল মাঠে বর্ষপূতির উদ্বোধন করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মার্টিন বিভাস দে।

কেকাটা, আনন্দ র‍্যালী, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য আনন্দ ন্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রায় দেড় হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং পরিবার এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। বর্ষপূতি অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দে ফেটে পড়েন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, আমরা ৫০ বর্ষপূতি অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করতেছি।এটা আমাদের জন্য বিশাল পাওয়া আমরা খুবই খুশি।
এএজেড

Header Ad
Header Ad

ভারতে আতঙ্কে কাশ্মীরিরা: বাড়ছে হয়রানি, মারধর ও ধরপাকড়

ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমানে ভয়াবহ সময় পার করছেন কাশ্মীরিরা। পাহেলগাঁওয়ে সাম্প্রতিক এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে কাশ্মীরিদের ওপর চড়াও হয়েছে হিন্দু ডানপন্থী গোষ্ঠীগুলো। হামলার দায় পাকিস্তানের ওপর চাপালেও, এর জেরেই কাশ্মীরি সাধারণ নাগরিকদের বিরুদ্ধে শুরু হয়েছে অব্যাহত হয়রানি, লাঞ্ছনা ও সহিংসতা।

মুসৌরিতে পশমিনা শাল বিক্রেতা শাবির আহমেদ দার ও তার সহকর্মীকে প্রকাশ্যে মারধর ও অপমান করা হয়। তাদের স্টল ভাঙচুর করা হয় এবং শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। দারের ভাষায়, “আমার হাজার হাজার ডলার মূল্যের মালপত্র পড়ে রয়েছে, কিন্তু আমরা এতটাই ভীত, ফিরে যেতে সাহস পাচ্ছি না।”

হামলাকারীদের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে। অনেক কাশ্মীরি ব্যবসায়ী, যারা বহু বছর ধরে সেখানে ব্যবসা করছেন, এখন নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়ছেন।

অন্যদিকে, কাশ্মীরি শিক্ষার্থীদেরও বিভিন্ন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে। মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। পাঞ্জাবের এক কাশ্মীরি ছাত্রী উম্মত শাবির জানান, “আমার সহপাঠীকে কেবল কাশ্মীরি হওয়ায় ট্যাক্সি থেকে নামিয়ে দেওয়া হয়। আমাদের বেরিয়ে আসতেই হলো।”

কাশ্মীরে ফের ধরপাকড় শুরু হয়েছে। হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, পর্যটনকেন্দ্র বন্ধ, সেনা মোতায়েন এবং সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ নিরপরাধ মানুষদের ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সরকারকে সতর্ক করে বলছেন, সন্ত্রাসী ও সাধারণ নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে।

এই পরিস্থিতিতে কাশ্মীরিদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। “উত্তেজনা বাড়লেই আমরা প্রথম ক্ষতিগ্রস্ত হই”—বিবিসিকে বলেন এক কাশ্মীরি শিক্ষার্থী।

Header Ad
Header Ad

গণমাধ্যম নিয়ে কেউ চাপাচাপি করছে না: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

মানুষ এখন মন খুলে লিখছেন, সমালোচনা করছেন, এমনকি গালিও দিচ্ছেন—কাউকে কিছু বলা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা কোনো কলম ভাঙিনি, কোনো প্রেসে তালা দেইনি। কোনো সাংবাদিকের চাকরিচ্যুতি হলে গণমাধ্যম অফিসের সামনেই প্রতিবাদ করুন।”

শুক্রবার (২ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “মানুষ এখন ভিডিও দেখে, নিউজ পড়ে না। এই সুযোগে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যা সমাজ ও রাজনীতিতে সংঘাত সৃষ্টি করছে। সামনে নির্বাচন, গণমাধ্যমকে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।”

তিনি জাতিসংঘকে ১৫ বছরের সাংবাদিকতার মান নিয়ে একটি প্রতিবেদন তৈরির আহ্বান জানান। বিশেষ করে তিনটি জাতীয় নির্বাচন, যুদ্ধাপরাধ মামলার রায়, শাপলা চত্বরের ঘটনা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের প্রস্তাব দেন।

আলোচনা সভায় চট্টগ্রামের সাংবাদিকদের বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে প্রেস সচিব বলেন, “এটি গুরুতর বিষয়। তদন্ত করে সত্য উদঘাটন জরুরি। প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন মিলে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত।”

অনুষ্ঠানে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের হাত-পা বাঁধতে ব্যবহার করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার এই আইন বাতিল করবে।” তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেয়েছে সরকার এবং সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা। আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি।

Header Ad
Header Ad

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিলসহ চার দফা দাবিতে শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ কর্মসূচি সফল করতে শুক্রবার (২ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “নারী সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন-সুন্নাহ বিরোধী, ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিশ্বাসের ওপর আঘাত। এই কমিশন সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে, তা না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।”

বক্তারা দাবি করেন, এই কমিশনের মাধ্যমে নারী-পুরুষের স্বাভাবিক সম্পর্ক ও ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা চলছে। সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাশেমী বলেন, “আগামীকালের সমাবেশ নারীবিরোধী নয় বরং নারী-পুরুষ উভয়ের জন্য সম্মান ও ন্যায়ের পক্ষে। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, তা অন্য কোনো ব্যবস্থা দিতে পারেনি।”

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি আজহারুল ইসলাম, অধ্যক্ষ আবু তাহের খান, মাওলানা ইউসুফ সিদ্দিকীসহ অনেকে।

হেফাজতের ঘোষিত চার দফা দাবি হলো:

১. নারী সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল;

২. সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল;

৩. হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরসহ অন্যান্য ‘গণহত্যার’ বিচার;

৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে সরকারের কার্যকর ভূমিকা গ্রহণ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে আতঙ্কে কাশ্মীরিরা: বাড়ছে হয়রানি, মারধর ও ধরপাকড়
গণমাধ্যম নিয়ে কেউ চাপাচাপি করছে না: শফিকুল আলম
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
দেওয়ানি-ফৌজদারি পৃথক আদালত স্থাপনে সুপ্রিমকোর্টের চিঠি
ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
এনসিপির সমাবেশে ‘জুলাই আহতরা’ সামনের সারিতে, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি
রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ কাল, সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক প্রস্তুতি
বনানীতে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল পথচারীর, আহত ২
দিনাজপুরে ২ কৃষককে নিয়ে গেছে বিএসএফ, পাল্টা ২ ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী
দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত: তারেক রহমান
দুই পুত্রবধূকে নিয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া
পারমিট ছাড়া হজ নয়, ভিজিট ভিসায় হজে অংশ নিলে ৩২ লাখ টাকা জরিমানা
পেপারলেস পদ্ধতিতে ঢাকা ইমপিরিয়াল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন শুরু
নির্দেশনা মানেননি পাইলট, বিমানের ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে নামলো সিলেটে
পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি
বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা, নিহত আরও ৩১ ফিলিস্তিনি