শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Dhaka Prokash

কারা, কীভাবে বানালেন পিনোকিও’র পাপেটগুলো

‘পিনোকিও’ নামের বিখ্যাত সিনেমাটি এবার অস্কার জয় করেছে অ্যানিমেশনে। গিয়েরমো দেল তোরোকে এনে দিয়েছে জীবনের তৃতীয় অস্কার। এই পাপেটগুলো তৈরি করে দিয়েছেন ব্রিটেনের একদল পাপেটিয়ার। তাদের কাহিনী ও কিভাবে তৈরি করেছেন, বিশেষত্ব কী লিখেছেন ওমর শাহেদ

ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের পাপেট মাস্টাররাই তৈরি করে দিয়েছেন গিয়েরমো দেল তোরোর পাপেটগুলো। যেগুলো তার ‘পিনোকিও’ নামের বিশ্বখ্যাত উপন্যাসটির সিনেমার চরিত্রগুলোতে অভিনয় করেছে এবং হাজার, হাজার দর্শকদের মন জয় করে অস্কারও জিতে নিয়েছে। তাদের বসবাস অলট্রিনামে। তারা ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্স। হলিউডের পরিচালককে নিয়ে নেটফ্লিক্স স্টপ মোশন অ্যানিমেশনের হয়ে কাজ করেছেন। তাদের ‘পিনোকিও’ সেরা অ্যানিমেশন ছবির অস্কারটি পেয়েছে। এর আগে বাফটা এবং গোল্ডেন গ্লোবের পুরস্কারগুলোও নিয়ে এসেছে।

‘পিনোকিও’ হলো বিশ্বের প্রথম পাপেট ছবি যেটি তৈরি করতে থ্রিডি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। মেইড স্মার্টারের নর্থ ওয়েস্ট অ্যাডপশন প্রগ্রামের মাধ্যমে এই আবিস্কার করা সম্ভব হয়েছে। এই প্রকল্পটি সরকারী অনুদানে পরিচালিত হয়। সাহায্য করেছে ক্ষুদ্র ও কুটির শিল্পীদের ডিজিটালাইজ কার্যক্রমগুলো। প্রকল্পটিতে নতুন প্রযুক্তি ও মেধা এবং দক্ষতাগুলো ব্যবহার করা হয়েছে। সাহায্যগুলো লাভ করার ফলে ম্যাককিনন ও স্যান্ডার্স খুব ভালোভাবে তাদের কাজগুলো করতে পেরেছেন। তারা তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও লাভ করেছেন। একেবারেই নতুন ও ব্যান্ডের থ্রিডি প্রযুক্তিগুলো লেজার প্রটোটাইপ ইউরোপকে নিয়ে তৈরি করেছেন। সেগুলোর বারবার অনুশীলন করেছেন।

ম্যাককিনন অ্যান্ড স্যান্ডর্সের সহ-প্রতিষ্ঠাতা পিটার স্যান্ডাস বলেছেন, ‘এত বেশি দেখা ও ভালোবাসা এবং দারুণ সফল ছবিটিতে পাপেটগুলো নির্মাণ অংশে কাজ করতে পেরে আমরা প্রবল উত্তেজনা বোধ করেছি। সবশেষে এটির মানে হলো এই, আমাদের দলের ভুবনটি একটি অস্কার জয়ী ছবিতে কাজ করেছে। এখানে টেস্ট করা হয়েছে আরো স্মাটভাবে তৈরি করার প্রকল্পের মাধ্যমে কী, কী লাভ ও সম্পন্ন করা যায়। যারা আমাদের এমন মূল্যবান প্রযুক্তিগত সাহায্য এবং অভিযানের সুবিধাগুলো প্রদান করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা ইতিহাস বদলে দেওয়া প্রযুক্তিগত উন্নয়ন করেছি। তাদের সবার সাহায্যেই আমাদের এই কাজের মাধ্যমে আগামী অস্কারজয়ী প্রযোজনাগুলোতে মনোযোগ দিয়ে কাজ করার বিরাট মানসিক শক্তি প্রদান করেছে।’

তাদের কোম্পানিটি পাপেটিয়ার পিটার স্যান্ডার্স ও ইয়ান ম্যাককিনের হাত ধরে ৩০ বছর আগে তৈরি হয়েছে। এই বিখ্যাত কোম্পানিটি শিশুদের সবচেয়ে প্রিয় টিভি চরিত্রগুলোর অন্যতম ‘বব দ্যা বিল্ডার’, ‘পোস্টম্যান প্যাট’ ও ‘দ্যা নিউ ক্ল্যাঞ্জারস’র পাপেটগুলো তৈরি করার ইতিহাসের স্বাক্ষী। এবারের অস্কার জয়ের আগে তাদের প্রতিষ্ঠানটি হলিউডের পরিচালক টিম বারটনের সঙ্গে তার ‘মাস অ্যাটাকস’ ছবিতে কাজ করেছে। তারা ২০১২ সালের থ্রিডি অ্যানিমেটেড সায়েন্স ফিকশন হরর কমেডি সিনেমা ‘ফ্রাঙ্কেনউইনি’তে কাজ করেছেন। ছবিটি স্যাটার্ন অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যানিমেটেড ফিল্মের পুরস্কারটি জয় করেছে। তারা ২০০৫ সালে টিম বারটনের ‘ক্রপস ব্রাইড’ ছবিতেও কাজ করেছেন। বারটনের প্রথম এই স্টপ মোশন ছবিটি ওয়ার্নার ব্রস পিকচার্স পরিবেশন করেছে। টেকনিক্যাল অ্যাচিভমেন্ট শাখায় অ্যানি অ্যাওয়ার্ড জয়ী সিনেমা হয়েছে। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে তারা তার ‘ফ্যানটাসটিক মি.ফক্স’ ছবিতে কাজ করেছেন। সেটি ২০০৪ সালের ঘটনা।


স্যান্ডার্স বলেছেন, “থ্রিডি প্রিন্টিংয়ের ক্ষেত্রগুলোতে এতগুলো বছরে আমরা বিপুল পরিমাণ জ্ঞানের জন্ম দিয়েছি ও অনেক কিছু আবিস্কার করেছি। সেগুলোর সবই এই ‘পিনোকিও’ ছবিতে আছে। আমাদের জন্য ‘মেইড স্মার্টার’ প্রকল্পটি একেবারে ঠিক সময়ে এসেছিল। আমাদের ফান্ড যোগাড় হয়ে দিয়েছে এই প্রকল্পটিই। মেটাল প্রিন্টিং মেশিনগুলোতে আমাদের সর্বশেষ উন্নয়নগুলো পরীক্ষা করার সুযোগটিও এসেছে। আমাদের লেজার প্রটোটাইপ ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব সত্যিকারভাবে সবাইকে বুঝতে স্বক্ষম করেছে যে, আমরা কিসের জন্য সংগ্রাম করছিলাম ও একটি চলমান পাপেট তৈরি করতে তাদের মেশিনগুলো সর্বোচ্চটি লাভ করতে সাহায্য করেছে। আমরা এই কাজগুলো মেটাল পেইনটিংয়ের ওপর কাজ করেও করেছি।”

“যে অ্যানিমেটররা পিনোকিও’র পাপেটগুলো ব্যবহার করেছেন তারা এর ফলাফলগুলোতে খুবই খুশি হয়েছেন। আর এটি ছিল খুবই আনন্দিত পাপেট ছবি।” তিনি আরো জানিয়েছেন, ‘আমাদের মেধাবীদের এই দলটিতে ১শ বেশি উদ্ভাবনীশক্তিসম্পন্ন এবং যোগ্যতাসম্পন্ন মানুষরা কাজ করেছেন। তবে সবাইকে খেয়াল রাখতে হয়েছে যে, আমরা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক শিল্পবাজারে কাজ করছি। আমরা আমাদের সিনেমা শত্রুদের কাছে মাছের পোনার মতোই ছিলাম। ফলে পিনোকিওতে আমরা যা কিছুই লাভ করেছি, সেগুলোর কোনোটিই এই মেইড স্মার্টার প্রকল্পটি ছাড়া লাভ করতে পারতাম না। এই খেলায় আমাদের সামনে এগিয়ে দিতে সত্যিকারভাবে সাহায্য করেছেন তারা।’
‘দ্যা নথ ওয়েস্ট অ্যাডাপশন প্রোগ্রাম’র পরিচালক ডোনা এডওয়ার্ডস ‘পিনোকিও’র অস্কার জয়ের পর বলেছেন, ‘আমি পিনোকিওকে এমন একটি সাফল্যের জন্য তৈরি করতে নিজেদের ভূমিকার জন্য ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্সকে অভিনন্দন জানাই। তাদের কোম্পানিটির প্রযুক্তিকে সঠিকভাবে আত্মীকরণের জন্য আচরণ ও কর্মপ্রক্রিয়া মেইড স্মার্টারের মূল্যাবোধের সঙ্গে পুরোপুরিভাবে উপযোগী ছিল ও গতিবেগ সম্পন্ন ছিল। আমি আরো খুশি যে, তারা আমাদের দক্ষতা ও বিনিয়োগকে পুরোপুরি গ্রহণ করতে পেরেছেন ও এগুলোর মাধ্যমে নিজেদের তারা বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছেন। আমি যেকোনো নর্থ ওয়েস্ট পাপেট প্রস্তুতকারকে উৎসাহিত করছি, যারা প্রযুক্তিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে ভয় পাচ্ছেন। এভাবে তারা প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যবসাগুলোকে আরো কার্যকরভাবে করতে পারবেন ও সামনের দিকে এগিয়ে যাবেন। নিজেদের ব্যবসাকে তারা প্রযুক্তির মাধ্যমে টেকসইও করতে পারবেন। এজন্য তাদের মেইড স্মার্টার দলের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

 

ওএসএফ/ ডিএসএস

আজকের ইফতারের সময় (ঢাকা)

0

ঘণ্টা

0

মিনিট

0

সেকেন্ড

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে লরি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহিম (৩০) নামে এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

নিহত মো. আব্দুর রহিম তিনি রংপু্র জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। এছাড়াও এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন- কাভার্ডভ্যান চালকের সহকারী শাকিল (২৫) ও নোমান (২৪)। আহত দুইজনই একই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকার চর এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী লরি ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান জোকারচর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতেই আগুন ধরে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

তিনি জানান, দূর্ঘটনার কারণে মহাসড়কে দুইপাশের সড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্থ গাড়ি দুইটি সড়ক থেকে সড়িয়ে নেয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সন্তানের মুখ দেখার আগেই ট্রাকচাপায় প্রাণ গেল বাবার

সজিবুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ট্রাকচাপায় সজিবুল ইসলাম সুজন (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ির ফিরছিলেন। আগামী ১৫ এপ্রিল তার বাবা হওয়ার কথা থাকলেও সন্তানের মুখ দেখার আগেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোড়াই-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত সুজন সখীপুর উপজেলার বড়চওনা চটানপাড়া গ্রামের আবদুল বাছেদ মেলেটারির ছেলে। সুজন বড়চওনা বাজারের ব্যবসায়ী ছিলেন। আগামী ১৫ এপ্রিল সুজনের অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসব হওয়ার কথা ছিল। কিন্তু সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হয় তাঁর।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন সুজন। রাত ৮টার দিকে গোড়াই-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগুনে পুড়লো ‘ভূঞাপুর থানা’ মার্কেটের ৪ দোকান

ভূঞাপুর থানা মার্কেটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকান। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুর থানা মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোররাতে থানা মার্কেটের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কেটের লামিয়া স্টোর পুরোপুরি ক্ষতি হয়েছে। এছাড়া মৌ কনফেকশনারী, উৎসব মডেল মেডিসিন ও মা-বাবার দোয়া ফ্যাশনের আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

বাজারের নৈশ প্রহরী মিন্টু জানান, রাতে বাজারে টহলরত অবস্থায় দেখতে পাই থানা মার্কেটের একটি মুদিখানা দোকান থেকে ব্যাপক ধোয়া বের হচ্ছিল। পরে মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে। বিষয়টি থানায় অবহিত করা হয়।

ভূঞাপুর ফায়ার স্টেশন সার্ভিসের টিম লিডার স্বপন আলী জানান, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে একটি দোকানের পুরোপুরি ক্ষতি হয়েছে। এছাড়া আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানটিতে আগুন লেগেছে তার কয়েক মিটার পরেই ভূঞাপুর থানা ভবন।

তিনি আরও জানান, থানা মার্কেটের পাশে ভূমি অফিসের পুকুর থেকে পানি পাওয়া না গেলে আরও বড় ধরণের ক্ষয়ক্ষতি হতো। এতে ঝুঁকিতে পড়তো থানা ভবনও। তবে- ওই পুকুরের পানিতে ব্যাপক ময়না-আবর্জনা থাকায় পানি তুলতে অনেক কষ্ট হয়েছে।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, থানা মার্কেটে আগুন লাগার খবরটি বাজারের নৈশ প্রহরী জানানোর পর তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে লরি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সন্তানের মুখ দেখার আগেই ট্রাকচাপায় প্রাণ গেল বাবার
আগুনে পুড়লো ‘ভূঞাপুর থানা’ মার্কেটের ৪ দোকান
পছন্দের শীর্ষে ভারতীয় নায়ক-নায়িকাদের নামে দেশে তৈরি পোশাক
‘জিম্মি নাবিকদের মুক্তিপণের বিষয়ে এখনো কথা হয়নি’
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রী নিহত, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে অশ্লীল খেলায় মেতেছে ইসরায়েলি সেনারা
যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন : স্বরাষ্ট্রমন্ত্রী
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরোধিতা করায় সাংবাদিকের কারাদণ্ড
বাতিঘরের শ্যুটিংয়ে হিমাচলে শিরোনামহীন ব্যান্ড
যৌনস্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন খাদ্যতালিকায় রাখুন এ সব
গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
ডিজিটাল হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকালমৃত্যু: বিশ্বব্যাংক
বরিশালে নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
নওগাঁয় পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
গুলি করে মারা হলো বিশ্বের সবচেয়ে বড় সেই সাপটিকে