শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Dhaka Prokash

কারা, কীভাবে বানালেন পিনোকিও’র পাপেটগুলো

‘পিনোকিও’ নামের বিখ্যাত সিনেমাটি এবার অস্কার জয় করেছে অ্যানিমেশনে। গিয়েরমো দেল তোরোকে এনে দিয়েছে জীবনের তৃতীয় অস্কার। এই পাপেটগুলো তৈরি করে দিয়েছেন ব্রিটেনের একদল পাপেটিয়ার। তাদের কাহিনী ও কিভাবে তৈরি করেছেন, বিশেষত্ব কী লিখেছেন ওমর শাহেদ

ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের পাপেট মাস্টাররাই তৈরি করে দিয়েছেন গিয়েরমো দেল তোরোর পাপেটগুলো। যেগুলো তার ‘পিনোকিও’ নামের বিশ্বখ্যাত উপন্যাসটির সিনেমার চরিত্রগুলোতে অভিনয় করেছে এবং হাজার, হাজার দর্শকদের মন জয় করে অস্কারও জিতে নিয়েছে। তাদের বসবাস অলট্রিনামে। তারা ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্স। হলিউডের পরিচালককে নিয়ে নেটফ্লিক্স স্টপ মোশন অ্যানিমেশনের হয়ে কাজ করেছেন। তাদের ‘পিনোকিও’ সেরা অ্যানিমেশন ছবির অস্কারটি পেয়েছে। এর আগে বাফটা এবং গোল্ডেন গ্লোবের পুরস্কারগুলোও নিয়ে এসেছে।

‘পিনোকিও’ হলো বিশ্বের প্রথম পাপেট ছবি যেটি তৈরি করতে থ্রিডি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। মেইড স্মার্টারের নর্থ ওয়েস্ট অ্যাডপশন প্রগ্রামের মাধ্যমে এই আবিস্কার করা সম্ভব হয়েছে। এই প্রকল্পটি সরকারী অনুদানে পরিচালিত হয়। সাহায্য করেছে ক্ষুদ্র ও কুটির শিল্পীদের ডিজিটালাইজ কার্যক্রমগুলো। প্রকল্পটিতে নতুন প্রযুক্তি ও মেধা এবং দক্ষতাগুলো ব্যবহার করা হয়েছে। সাহায্যগুলো লাভ করার ফলে ম্যাককিনন ও স্যান্ডার্স খুব ভালোভাবে তাদের কাজগুলো করতে পেরেছেন। তারা তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও লাভ করেছেন। একেবারেই নতুন ও ব্যান্ডের থ্রিডি প্রযুক্তিগুলো লেজার প্রটোটাইপ ইউরোপকে নিয়ে তৈরি করেছেন। সেগুলোর বারবার অনুশীলন করেছেন।

ম্যাককিনন অ্যান্ড স্যান্ডর্সের সহ-প্রতিষ্ঠাতা পিটার স্যান্ডাস বলেছেন, ‘এত বেশি দেখা ও ভালোবাসা এবং দারুণ সফল ছবিটিতে পাপেটগুলো নির্মাণ অংশে কাজ করতে পেরে আমরা প্রবল উত্তেজনা বোধ করেছি। সবশেষে এটির মানে হলো এই, আমাদের দলের ভুবনটি একটি অস্কার জয়ী ছবিতে কাজ করেছে। এখানে টেস্ট করা হয়েছে আরো স্মাটভাবে তৈরি করার প্রকল্পের মাধ্যমে কী, কী লাভ ও সম্পন্ন করা যায়। যারা আমাদের এমন মূল্যবান প্রযুক্তিগত সাহায্য এবং অভিযানের সুবিধাগুলো প্রদান করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা ইতিহাস বদলে দেওয়া প্রযুক্তিগত উন্নয়ন করেছি। তাদের সবার সাহায্যেই আমাদের এই কাজের মাধ্যমে আগামী অস্কারজয়ী প্রযোজনাগুলোতে মনোযোগ দিয়ে কাজ করার বিরাট মানসিক শক্তি প্রদান করেছে।’

তাদের কোম্পানিটি পাপেটিয়ার পিটার স্যান্ডার্স ও ইয়ান ম্যাককিনের হাত ধরে ৩০ বছর আগে তৈরি হয়েছে। এই বিখ্যাত কোম্পানিটি শিশুদের সবচেয়ে প্রিয় টিভি চরিত্রগুলোর অন্যতম ‘বব দ্যা বিল্ডার’, ‘পোস্টম্যান প্যাট’ ও ‘দ্যা নিউ ক্ল্যাঞ্জারস’র পাপেটগুলো তৈরি করার ইতিহাসের স্বাক্ষী। এবারের অস্কার জয়ের আগে তাদের প্রতিষ্ঠানটি হলিউডের পরিচালক টিম বারটনের সঙ্গে তার ‘মাস অ্যাটাকস’ ছবিতে কাজ করেছে। তারা ২০১২ সালের থ্রিডি অ্যানিমেটেড সায়েন্স ফিকশন হরর কমেডি সিনেমা ‘ফ্রাঙ্কেনউইনি’তে কাজ করেছেন। ছবিটি স্যাটার্ন অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যানিমেটেড ফিল্মের পুরস্কারটি জয় করেছে। তারা ২০০৫ সালে টিম বারটনের ‘ক্রপস ব্রাইড’ ছবিতেও কাজ করেছেন। বারটনের প্রথম এই স্টপ মোশন ছবিটি ওয়ার্নার ব্রস পিকচার্স পরিবেশন করেছে। টেকনিক্যাল অ্যাচিভমেন্ট শাখায় অ্যানি অ্যাওয়ার্ড জয়ী সিনেমা হয়েছে। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে তারা তার ‘ফ্যানটাসটিক মি.ফক্স’ ছবিতে কাজ করেছেন। সেটি ২০০৪ সালের ঘটনা।


স্যান্ডার্স বলেছেন, “থ্রিডি প্রিন্টিংয়ের ক্ষেত্রগুলোতে এতগুলো বছরে আমরা বিপুল পরিমাণ জ্ঞানের জন্ম দিয়েছি ও অনেক কিছু আবিস্কার করেছি। সেগুলোর সবই এই ‘পিনোকিও’ ছবিতে আছে। আমাদের জন্য ‘মেইড স্মার্টার’ প্রকল্পটি একেবারে ঠিক সময়ে এসেছিল। আমাদের ফান্ড যোগাড় হয়ে দিয়েছে এই প্রকল্পটিই। মেটাল প্রিন্টিং মেশিনগুলোতে আমাদের সর্বশেষ উন্নয়নগুলো পরীক্ষা করার সুযোগটিও এসেছে। আমাদের লেজার প্রটোটাইপ ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব সত্যিকারভাবে সবাইকে বুঝতে স্বক্ষম করেছে যে, আমরা কিসের জন্য সংগ্রাম করছিলাম ও একটি চলমান পাপেট তৈরি করতে তাদের মেশিনগুলো সর্বোচ্চটি লাভ করতে সাহায্য করেছে। আমরা এই কাজগুলো মেটাল পেইনটিংয়ের ওপর কাজ করেও করেছি।”

“যে অ্যানিমেটররা পিনোকিও’র পাপেটগুলো ব্যবহার করেছেন তারা এর ফলাফলগুলোতে খুবই খুশি হয়েছেন। আর এটি ছিল খুবই আনন্দিত পাপেট ছবি।” তিনি আরো জানিয়েছেন, ‘আমাদের মেধাবীদের এই দলটিতে ১শ বেশি উদ্ভাবনীশক্তিসম্পন্ন এবং যোগ্যতাসম্পন্ন মানুষরা কাজ করেছেন। তবে সবাইকে খেয়াল রাখতে হয়েছে যে, আমরা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক শিল্পবাজারে কাজ করছি। আমরা আমাদের সিনেমা শত্রুদের কাছে মাছের পোনার মতোই ছিলাম। ফলে পিনোকিওতে আমরা যা কিছুই লাভ করেছি, সেগুলোর কোনোটিই এই মেইড স্মার্টার প্রকল্পটি ছাড়া লাভ করতে পারতাম না। এই খেলায় আমাদের সামনে এগিয়ে দিতে সত্যিকারভাবে সাহায্য করেছেন তারা।’
‘দ্যা নথ ওয়েস্ট অ্যাডাপশন প্রোগ্রাম’র পরিচালক ডোনা এডওয়ার্ডস ‘পিনোকিও’র অস্কার জয়ের পর বলেছেন, ‘আমি পিনোকিওকে এমন একটি সাফল্যের জন্য তৈরি করতে নিজেদের ভূমিকার জন্য ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্সকে অভিনন্দন জানাই। তাদের কোম্পানিটির প্রযুক্তিকে সঠিকভাবে আত্মীকরণের জন্য আচরণ ও কর্মপ্রক্রিয়া মেইড স্মার্টারের মূল্যাবোধের সঙ্গে পুরোপুরিভাবে উপযোগী ছিল ও গতিবেগ সম্পন্ন ছিল। আমি আরো খুশি যে, তারা আমাদের দক্ষতা ও বিনিয়োগকে পুরোপুরি গ্রহণ করতে পেরেছেন ও এগুলোর মাধ্যমে নিজেদের তারা বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছেন। আমি যেকোনো নর্থ ওয়েস্ট পাপেট প্রস্তুতকারকে উৎসাহিত করছি, যারা প্রযুক্তিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে ভয় পাচ্ছেন। এভাবে তারা প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যবসাগুলোকে আরো কার্যকরভাবে করতে পারবেন ও সামনের দিকে এগিয়ে যাবেন। নিজেদের ব্যবসাকে তারা প্রযুক্তির মাধ্যমে টেকসইও করতে পারবেন। এজন্য তাদের মেইড স্মার্টার দলের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

 

ওএসএফ/ ডিএসএস

Header Ad

‘দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা চালানো হয়েছে ।

শনিবার (২৭ জুলাই) সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এর বিচার দেশবাসীর কাছে চাই। আন্দোলনের নামে এতোগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব্য কার? আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে সরকার।’

বিস্তারিত আসছে......

দুর্নীতির দায়ে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দুর্নীতির দায়ে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দিমিত্রি বুলকাভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পদচ্যুত করা হয় তাকে। তারপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন এফএসবির এক কর্মকর্তা।

বস্তুত, দিমিত্রি বুলগাকভের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ গত বেশ কয়েক বছরের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি। এর আগে গত ২৩ এপ্রিল রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী তিমুর ইভানভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে পদচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছিল। তিমুর ইভানভ সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ ছিলেন।

তারপর থেকে এ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সর্বশেষ গ্রেপ্তার হলেন বুলগাকভ। তার গ্রেপ্তারের পর রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা ও সামরিক খাতকে দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধ পরিকর।

৬৯ বছর বয়সী বুলগাকভ রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন তিনি। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’-ও পেয়েছেন তিনি।

 

আজও ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিল

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ শনিবারও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৯ ঘণ্টা) কারফিউ শিথিল থাকবে।।

গতকাল শুক্রবারও এসব এলাকায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে ছুটির দুই দিন ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখার ঘোষণা দেন। এর আগে ওই দিন রাত সাড়ে ১০টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান।

গত বৃহস্পতিবার ও গত বুধবার ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত অন্তত ২০৯ জন নিহত হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা’
দুর্নীতির দায়ে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী গ্রেপ্তার
আজও ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিল
আবু সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
সহিংসতার অভিযোগে ঢাকায় ২০৯ মামলায় গ্রেপ্তার ২৩৫৭
‘মুক্তিযোদ্ধা কোটার বাইরে বাকি ৯৫ শতাংশ নিয়ে আদালতে বোঝাপড়া করব’
কোটা আন্দোলনে নিহত রুদ্রের নামে শাবিপ্রবির প্রধান ফটকের নামকরণ
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী
এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুতে ৬ কোটি টাকা লোকসান
পাকিস্তানের ইসলামাবাদ-পাঞ্জাবে ১৪৪ ধারা জারি
রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর
ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই সরকারের: মির্জা ফখরুল
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার
বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ভারত
মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানাল বিটিআরসি
পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ: ডিবি হারুন
মৃত্যুর দিনক্ষণ গোপন রাখা হয়েছে যে কারণে
অলিম্পিক উদ্বোধনের আগেই প্যারিসে উচ্চগতির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা
তারেক রহমানের নির্দেশেই রাষ্ট্রের ওপর হামলা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি