শনিবার, ২২ মার্চ ২০২৫ | ৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

কারা, কীভাবে বানালেন পিনোকিও’র পাপেটগুলো

‘পিনোকিও’ নামের বিখ্যাত সিনেমাটি এবার অস্কার জয় করেছে অ্যানিমেশনে। গিয়েরমো দেল তোরোকে এনে দিয়েছে জীবনের তৃতীয় অস্কার। এই পাপেটগুলো তৈরি করে দিয়েছেন ব্রিটেনের একদল পাপেটিয়ার। তাদের কাহিনী ও কিভাবে তৈরি করেছেন, বিশেষত্ব কী লিখেছেন ওমর শাহেদ

ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের পাপেট মাস্টাররাই তৈরি করে দিয়েছেন গিয়েরমো দেল তোরোর পাপেটগুলো। যেগুলো তার ‘পিনোকিও’ নামের বিশ্বখ্যাত উপন্যাসটির সিনেমার চরিত্রগুলোতে অভিনয় করেছে এবং হাজার, হাজার দর্শকদের মন জয় করে অস্কারও জিতে নিয়েছে। তাদের বসবাস অলট্রিনামে। তারা ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্স। হলিউডের পরিচালককে নিয়ে নেটফ্লিক্স স্টপ মোশন অ্যানিমেশনের হয়ে কাজ করেছেন। তাদের ‘পিনোকিও’ সেরা অ্যানিমেশন ছবির অস্কারটি পেয়েছে। এর আগে বাফটা এবং গোল্ডেন গ্লোবের পুরস্কারগুলোও নিয়ে এসেছে।

‘পিনোকিও’ হলো বিশ্বের প্রথম পাপেট ছবি যেটি তৈরি করতে থ্রিডি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। মেইড স্মার্টারের নর্থ ওয়েস্ট অ্যাডপশন প্রগ্রামের মাধ্যমে এই আবিস্কার করা সম্ভব হয়েছে। এই প্রকল্পটি সরকারী অনুদানে পরিচালিত হয়। সাহায্য করেছে ক্ষুদ্র ও কুটির শিল্পীদের ডিজিটালাইজ কার্যক্রমগুলো। প্রকল্পটিতে নতুন প্রযুক্তি ও মেধা এবং দক্ষতাগুলো ব্যবহার করা হয়েছে। সাহায্যগুলো লাভ করার ফলে ম্যাককিনন ও স্যান্ডার্স খুব ভালোভাবে তাদের কাজগুলো করতে পেরেছেন। তারা তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও লাভ করেছেন। একেবারেই নতুন ও ব্যান্ডের থ্রিডি প্রযুক্তিগুলো লেজার প্রটোটাইপ ইউরোপকে নিয়ে তৈরি করেছেন। সেগুলোর বারবার অনুশীলন করেছেন।

ম্যাককিনন অ্যান্ড স্যান্ডর্সের সহ-প্রতিষ্ঠাতা পিটার স্যান্ডাস বলেছেন, ‘এত বেশি দেখা ও ভালোবাসা এবং দারুণ সফল ছবিটিতে পাপেটগুলো নির্মাণ অংশে কাজ করতে পেরে আমরা প্রবল উত্তেজনা বোধ করেছি। সবশেষে এটির মানে হলো এই, আমাদের দলের ভুবনটি একটি অস্কার জয়ী ছবিতে কাজ করেছে। এখানে টেস্ট করা হয়েছে আরো স্মাটভাবে তৈরি করার প্রকল্পের মাধ্যমে কী, কী লাভ ও সম্পন্ন করা যায়। যারা আমাদের এমন মূল্যবান প্রযুক্তিগত সাহায্য এবং অভিযানের সুবিধাগুলো প্রদান করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা ইতিহাস বদলে দেওয়া প্রযুক্তিগত উন্নয়ন করেছি। তাদের সবার সাহায্যেই আমাদের এই কাজের মাধ্যমে আগামী অস্কারজয়ী প্রযোজনাগুলোতে মনোযোগ দিয়ে কাজ করার বিরাট মানসিক শক্তি প্রদান করেছে।’

তাদের কোম্পানিটি পাপেটিয়ার পিটার স্যান্ডার্স ও ইয়ান ম্যাককিনের হাত ধরে ৩০ বছর আগে তৈরি হয়েছে। এই বিখ্যাত কোম্পানিটি শিশুদের সবচেয়ে প্রিয় টিভি চরিত্রগুলোর অন্যতম ‘বব দ্যা বিল্ডার’, ‘পোস্টম্যান প্যাট’ ও ‘দ্যা নিউ ক্ল্যাঞ্জারস’র পাপেটগুলো তৈরি করার ইতিহাসের স্বাক্ষী। এবারের অস্কার জয়ের আগে তাদের প্রতিষ্ঠানটি হলিউডের পরিচালক টিম বারটনের সঙ্গে তার ‘মাস অ্যাটাকস’ ছবিতে কাজ করেছে। তারা ২০১২ সালের থ্রিডি অ্যানিমেটেড সায়েন্স ফিকশন হরর কমেডি সিনেমা ‘ফ্রাঙ্কেনউইনি’তে কাজ করেছেন। ছবিটি স্যাটার্ন অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যানিমেটেড ফিল্মের পুরস্কারটি জয় করেছে। তারা ২০০৫ সালে টিম বারটনের ‘ক্রপস ব্রাইড’ ছবিতেও কাজ করেছেন। বারটনের প্রথম এই স্টপ মোশন ছবিটি ওয়ার্নার ব্রস পিকচার্স পরিবেশন করেছে। টেকনিক্যাল অ্যাচিভমেন্ট শাখায় অ্যানি অ্যাওয়ার্ড জয়ী সিনেমা হয়েছে। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে তারা তার ‘ফ্যানটাসটিক মি.ফক্স’ ছবিতে কাজ করেছেন। সেটি ২০০৪ সালের ঘটনা।


স্যান্ডার্স বলেছেন, “থ্রিডি প্রিন্টিংয়ের ক্ষেত্রগুলোতে এতগুলো বছরে আমরা বিপুল পরিমাণ জ্ঞানের জন্ম দিয়েছি ও অনেক কিছু আবিস্কার করেছি। সেগুলোর সবই এই ‘পিনোকিও’ ছবিতে আছে। আমাদের জন্য ‘মেইড স্মার্টার’ প্রকল্পটি একেবারে ঠিক সময়ে এসেছিল। আমাদের ফান্ড যোগাড় হয়ে দিয়েছে এই প্রকল্পটিই। মেটাল প্রিন্টিং মেশিনগুলোতে আমাদের সর্বশেষ উন্নয়নগুলো পরীক্ষা করার সুযোগটিও এসেছে। আমাদের লেজার প্রটোটাইপ ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব সত্যিকারভাবে সবাইকে বুঝতে স্বক্ষম করেছে যে, আমরা কিসের জন্য সংগ্রাম করছিলাম ও একটি চলমান পাপেট তৈরি করতে তাদের মেশিনগুলো সর্বোচ্চটি লাভ করতে সাহায্য করেছে। আমরা এই কাজগুলো মেটাল পেইনটিংয়ের ওপর কাজ করেও করেছি।”

“যে অ্যানিমেটররা পিনোকিও’র পাপেটগুলো ব্যবহার করেছেন তারা এর ফলাফলগুলোতে খুবই খুশি হয়েছেন। আর এটি ছিল খুবই আনন্দিত পাপেট ছবি।” তিনি আরো জানিয়েছেন, ‘আমাদের মেধাবীদের এই দলটিতে ১শ বেশি উদ্ভাবনীশক্তিসম্পন্ন এবং যোগ্যতাসম্পন্ন মানুষরা কাজ করেছেন। তবে সবাইকে খেয়াল রাখতে হয়েছে যে, আমরা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক শিল্পবাজারে কাজ করছি। আমরা আমাদের সিনেমা শত্রুদের কাছে মাছের পোনার মতোই ছিলাম। ফলে পিনোকিওতে আমরা যা কিছুই লাভ করেছি, সেগুলোর কোনোটিই এই মেইড স্মার্টার প্রকল্পটি ছাড়া লাভ করতে পারতাম না। এই খেলায় আমাদের সামনে এগিয়ে দিতে সত্যিকারভাবে সাহায্য করেছেন তারা।’
‘দ্যা নথ ওয়েস্ট অ্যাডাপশন প্রোগ্রাম’র পরিচালক ডোনা এডওয়ার্ডস ‘পিনোকিও’র অস্কার জয়ের পর বলেছেন, ‘আমি পিনোকিওকে এমন একটি সাফল্যের জন্য তৈরি করতে নিজেদের ভূমিকার জন্য ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্সকে অভিনন্দন জানাই। তাদের কোম্পানিটির প্রযুক্তিকে সঠিকভাবে আত্মীকরণের জন্য আচরণ ও কর্মপ্রক্রিয়া মেইড স্মার্টারের মূল্যাবোধের সঙ্গে পুরোপুরিভাবে উপযোগী ছিল ও গতিবেগ সম্পন্ন ছিল। আমি আরো খুশি যে, তারা আমাদের দক্ষতা ও বিনিয়োগকে পুরোপুরি গ্রহণ করতে পেরেছেন ও এগুলোর মাধ্যমে নিজেদের তারা বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছেন। আমি যেকোনো নর্থ ওয়েস্ট পাপেট প্রস্তুতকারকে উৎসাহিত করছি, যারা প্রযুক্তিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে ভয় পাচ্ছেন। এভাবে তারা প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যবসাগুলোকে আরো কার্যকরভাবে করতে পারবেন ও সামনের দিকে এগিয়ে যাবেন। নিজেদের ব্যবসাকে তারা প্রযুক্তির মাধ্যমে টেকসইও করতে পারবেন। এজন্য তাদের মেইড স্মার্টার দলের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

 

ওএসএফ/ ডিএসএস

Header Ad
Header Ad

বারিধারায় চলছে বাড়ির সংস্কার, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান    

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।

এম এ মালেক বলেন, ডাক্তাররাও সে অনুপাতে প্রস্তুতি নিয়ে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক-সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

এসময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তিনি দেশে ফিরবেন। একসাথে দুইজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি।

অবশ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ব্যাপারটি বেশ জোর দিয়েই জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, এটি এখন সম‌য়ের ব‌্যাপার মাত্র। তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন। ঢাকায় তার থাকার জন্য বাসা সংস্কারসহ সব প্রস্তু‌তি চলছে।

বাড়ির বিষয়ে জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধীকার সূত্রে বারিধারা ডিওএইচএসে এক‌টি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুমসহ অনেক অংশ ভেঙে আধু‌নিক ডিজাইনে কাজ করানো হচ্ছে।

গত ২০ মার্চ হাইকোর্ট থেকে সব মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

 

Header Ad
Header Ad

গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো: নুর    

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবিঃ সংগৃহীত

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াত তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, নতুন করে এটা নিয়ে জাতীয় ঐকমত্যের প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি বন্ধে ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, হাসান আল-মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

Header Ad
Header Ad

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের ঘোষণা সেনাবাহিনীর  

ছবিঃ সংগৃহীত

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ ফের প্যারালিমিটারি বাহিনীর হাত থেকে দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ব্যাকফুটে ছিল। তবে সম্প্রতি সাফল্য অর্জন করতে শুরু করে এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছ থেকে দেশের কেন্দ্রস্থল পুনরুদ্ধার করেছে।

এদিকে আরএসএফ পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ সুসংহত করেছে, যুদ্ধে তাদের অবস্থান শক্ত করেছে এবং দেশকে কার্যত বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। আরএসএফ তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একটি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

যদিও তারা বড় আকারে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না বলেই ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্য খার্তুমের বিভিন্ন মন্ত্রণালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, আরএসএফ যোদ্ধারা প্রায় ৪০০ মিটার দূরে সরে গেছে।

প্রেসিডেন্ট প্রাসাদে সেনা সদস্যদের উল্লাস করার ভিডিও শেয়ার করেছে সেনাবাহিনী। ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট প্রাসাদের জানালার কাচ ভেঙে গেছে এবং দেওয়াল বুলেটের দাগে ভরা।রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদাল্লাহ জানিয়েছেন, সেনাবাহিনীর প্রাসাদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে।

আবদাল্লাহ জানিয়েছেন, আমাদের বাহিনী শত্রু যোদ্ধাদের পুরো সরিয়ে দিয়েছে এবং তাদের বিরাট অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জয় পুরোপুরি না আসা পর্যন্ত এই লড়াই চলবে। তবে এনিয়ে আরএসএফে মন্তব্য পাওয়া যায়নি। এর আগে সশস্ত্র বাহিনীতে আধাসামরিক বাহিনীর একীকরণকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর আরএসএফ দ্রুত খার্তুমের প্রাসাদসহ শহরের বাকি অংশও দখল করে নেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বারিধারায় চলছে বাড়ির সংস্কার, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান    
গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো: নুর    
সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের ঘোষণা সেনাবাহিনীর  
আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে আমার সাথে আলোচনা হয়নি : সোহেল তাজ
দুপুরের মধ্যে তিন বিভাগে কালবৈশাখী আঘাত হানবে  
গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালও ধ্বংস করে দিল ইসরায়েল  
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির
ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ: নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের ক্ষোভ
শেখ হাসিনার মতো নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করছে: জি এম কাদের
ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩
তাসকিনের আইপিএল অভিষেকের সম্ভাবনা, যোগাযোগে মিলেছে ইতিবাচক সাড়া!
স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায়, এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না: তারেক রহমান
ট্রেনের ১৩০ টিকিটসহ নৌবাহিনী কর্মচারী আটক
জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই: রিজভী
বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : মামুনুল হক
টাঙ্গাইলে আগুনে পুড়ল ২১ দোকান, ৮০ লাখ টাকার ক্ষতি
ব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না
রাত ১টার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
নরসিংদীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধসহ আহত ১০