সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

সাগর-রুনি হত্যাকাণ্ড

যুক্তরাষ্টে ডিএনএ টেস্টে ২৫ জনের ছাপ, রিপোর্ট র‌্যাবের হাতে

যুক্তরাষ্ট্রে সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির হত্যাকাণ্ডের পর সংগ্রহ করা আলামত থেকে ডিএনএ পরীক্ষায় ২৫ জনের ছাপ পাওয়া গেছে। ভয়েজ অব বাংলার অনলাইনে প্রকাশিত এক খবরে এমনটাই দাবি করো হয়েছে। যুক্তরাষ্ট্রে পাঠানো ওই আলামতগুলোর ডিএনএ টেস্টের ফল হাতে পেয়েছে ঘটনার তদন্তের দায়িত্বে থাকা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব। বলা হচ্ছিল মামলার গুরুত্বপূর্ণ কিছু আলামতের ডিএনএ টেস্টের ফল পেলে তদন্তে অগ্রগতি হতে পারে।

দশ বছর আগে ঢাকার রাজাবাজারের বাসায় নৃশংস খুনের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের ১০ বছর পেরিয়ে গেলেও এখনও এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়নি। জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ। মামলা দায়েরের পর ৮৫ বার পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ।

 

র‍্যাব কর্মকর্তারা মনে করছেন, হাতে আসা ডিএনএ টেস্টের ফল পর্যালোচনায় র‍্যাব সিআইডিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের বিশেষজ্ঞ কর্মকর্তাদের পরামর্শও গ্রহণ করবে। ডিএনএ টেস্টে পাওয়া ছাপের সঙ্গে সন্দেহভাজন কারও ছাপ মিলে গেলে পরবর্তীদের মামলায় আসামি করা হতে পারে। তবে এখন পর্যন্ত এমন কারও বিষয়ে নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থা।

সাগররুনি হত্যাকাণ্ডের ৯ ধরনের আলামত ডিএনএ টেস্টের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। এর মধ্যে ছিল একটি ছুরি, একটি ছুরির বাঁট, সাগর ও রুনির রক্তমাখা জামাকাপড়ের অংশ, সাগরের হাতপায়ে বাঁধা দড়ির অংশ, সাগরের মোজা ও একটি কম্বল। এছাড়াও ডিএনএ পরীক্ষা করা হয়েছে ভিসেরা, ফুট প্রিন্ট ও ফিঙ্গার প্রিন্ট।

র‍্যাব বলছে, যে ২৫জনের ছাপ পাওয়া গেছে তাদের তদন্তের আওতায় আনা হয়েছে। র‍্যাব'র আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, ডিএনএ টেস্টে যাদের ছাপ পাওয়া গেছে তাদের বিষয়ে তদন্ত চলছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে খুনের সঙ্গে জড়িত বলার কোনো সুযোগ নেই।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজাবাজারের নিজ বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি। এ ঘটনায় মেহেরুন রুনির ছোট ভাই নওশের রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। দায়ের করা মামলাটির প্রথমে তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর। তবে এর দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় র‍্যাবকে। সেই থেকে ১০ বছর পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো অগ্রগতি নেই।

র‍্যাব সূত্র জানিয়েছে, তদন্তভার পাওয়ার পর অন্তত ৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। এদের মধ্যে যাচাইবাছাই শেষে অধিকতর সন্দেহভাজন কয়েকজনের তালিকাও তৈরি করা হয়েছিল। হাতে পাওয়া পূর্ণাঙ্গ ডিএনএ প্রতিবেদন এর সঙ্গে তাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে বরাবরই হতাশা প্রকাশ করে আসছে সাংবাদিক সংগঠনগুলো। প্রতি বছরই হত্যাকাণ্ডের বার্ষিকীর দিন বিভিন্ন কর্মসূচিও পালন করে থাকে বিভিন্ন সংগঠন।

 

Header Ad

টাঙ্গাইলে গরমে স্কুলছাত্রীর হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি

গরমে অসুস্থ হয়ে পড়েছেন এক স্কুলছাত্রী। ছবি: ঢাকাপ্রকাশ

তীব্র দাবদাহ ও গরমে টাঙ্গাইলের ভূঞাপুরে হিট‌স্ট্রো‌কে ফারজানা আক্তার মিরা নামে এক স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ্যাল‌য়ে এ ঘটনা ঘটে।

এরপর বিদ্যালয়েই প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায় স্কুল কর্তৃপক্ষ। পরে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে ওই বিদ্যালয়েই প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায় স্কুল কর্তৃপক্ষ। ফারজানা আক্তার মিরা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

শিক্ষকরা জানান, স্কুল বির‌তি চলাকালীন সময়ে হঠাৎ ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী প্রচণ্ড গর‌মে শ্বাসকষ্ট শুরু হয়। প‌রে ওই ক্লা‌সের শিক্ষার্থীরা শিক্ষকদের জানা‌নোর পর তা‌কে অ‌ফিস রু‌মে নি‌য়ে আসা হলে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয় এবং স্থানীয় চি‌কি‌ৎস‌কের পরাম‌র্শে ওই ছাত্রী‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অ‌ফিসার ডা. সৃ‌ষ্টি তনুকা ব‌লেন, ওই শিক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভূত হ‌চ্ছে। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে রেফার্ড করা হ‌য়ে‌ছে।

এ ব্যাপারে ফলদা শ‌রিফু‌ন্নেছা বালিকা উচ্চ‌ বিদ্যালয়ের প্রধান স‌ন্তোষ কুমার দত্ত ব‌লেন, প্রচণ্ড তাপদা‌হের কার‌ণে ওই শিক্ষার্থী অসুস্থ‌ হ‌য়ে প‌ড়েছে। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। প‌রে স্থানীয় চি‌কিৎসক‌দের দি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, প‌রে ওই শিক্ষার্থীকে শিক্ষকদের সা‌থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সেখান থে‌কে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতা‌লে পাঠি‌য়ে‌ছেন কর্তব্যরত চি‌কিৎসকরা।

বিশ্বের সবচেয়ে বড় সাপের খোঁজ মিলল ভারতে!

গুজরাটে খুঁজে পাওয়া সাপের জীবাশ্ম। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় সাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ৪ কোটি ৭০ লাখ বছর আগের এই সাপের দৈর্ঘ্য ছিল প্রায় ৫০ ফুট। ভারতের গুজরাটের এই সাপের জীবাশ্ম খুঁজে পেয়েছেন গবেষকরা।

ভারথীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাসুকি ইন্ডিকাস নামে বিশাল আকারের এই সাপ এখন পর্যন্ত আবিস্কৃত সবচেয়ে বড় সাপ।

সাপের জীবাশ্ম। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রুর্কির একদল গবেষক এই জীবাশ্ম আবিষ্কার করেছেন। অধ্যাপক সুনিল বাজপাই ও দেবজিত দত্ত এই সংক্রান্ত একটি গবেষণা প্রবন্ধ লিখেছেন, যা প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক জার্নাল সাইন্টিফিক রিপোর্টসে।

দেবজিত দত্ত বলেন, হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী বাসুকি নামে এক বিশাল সাপ রয়েছে। মূলত তার নামানুসারেই এই আবিস্কৃত সাপের নাম রাখা হয়েছে ভাসুকি ইন্ডিকাস।

সাপের জীবাশ্ম। ছবি: সংগৃহীত

গবেষকদের দাবি, এই সাপ যে সময় পৃথিবীতে বিচরণ করত তখনকার ভূতত্ত্ব এখনকার চেয়ে অনেক আলাদা। বিখ্যাত সাপ টাইটানোবোয়ার আকৃতির সঙ্গে এর তুলনা করা যেতে পারে। কলম্বিয়ায় এই সাপের জীবাশ্ম পাওয়া যায়। এর দৈর্ঘ্য ৪৩ ফুট পর্যন্ত হতো। সে হিসেবে ভারতে পাওয়া বাসুকি বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

দেবজিত দত্ত বলেন, আমাদের ধারণা ভাসুকি কিছুটা নম্র প্রজাতির সাপ ছিল। এর ওজন হতে পারে ১ টনের মতো।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, যাবেন আপিলে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত

চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে উচ্চ আদালতের এমন নির্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন বলেও জানান তিনি। এ সময় সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হয়।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই।

প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে মন্ত্রী বলেন, আসলে দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নয়। প্রাথমিকের ক্লাস যে সময়ের মধ্যে শেষ হয়, সেই সময়ের মধ্যে ঝুঁকি না থাকায় সেটা খোলা রেখেছে তারা।

শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়ে প্রশ্ন তিনি বলেন, স্কুল গরমের জন্য বিপজ্জনক, আর মাঠ-ঘাট নয়? যারা অসুস্থ হয়েছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন, তাও দেখার বিষয়।

এর আগে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল করে আদেশ দেন হাইকোর্ট। তখন শিক্ষামন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণা নির্বাহী এখতিয়ার। কদিন ছুটি থাকবে বা থাকবে না এটা একটা বিশেষায়িত বিষয়। এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়।

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে গরমে স্কুলছাত্রীর হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি
বিশ্বের সবচেয়ে বড় সাপের খোঁজ মিলল ভারতে!
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, যাবেন আপিলে
যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল
নওগাঁয় তাপমাত্রার পারদ ছাড়ালো ৪০.২ ডিগ্রি
জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন বুয়েটের ছাত্ররাজনীতি প্রত্যাশী ১৫ শিক্ষার্থী
স্কুল-কলেজ-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা
ধর্ষণ মামলায় আইডিয়ালের মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন
ঢেঁড়শে পোকার আক্রমণ, খরচ তোলা নিয়ে সংশয়ে কৃষকরা
নারী আম্পায়ার নিয়ে বিতর্ক, যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
যুদ্ধ করতে চায় না ইসরায়েলি সেনারা, বিপাকে নেতানিয়াহু
এবার ঝিনাইদহ উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
কারা বিক্রি করছে ফুটপাত, তালিকা চেয়েছেন হাইকোর্ট
এখনো উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া সেই শিশু
রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধের নির্দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে শিক্ষকদের উপর হামলার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে
সোনাইমুড়ীতে নতুন গ্যাস কূপের সন্ধান, আজ থেকে খনন