সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মায়ের পরকীয়ার বলি ৩ বছরের শিশুকন্যা, প্রেমিকের বাড়ি পুড়িয়ে দিল এলাকাবাসী

প্রেমিকের বাড়ি পুড়িয়ে দিল এলাকাবাসী। ছবি: সংগৃহীত

মায়ের সঙ্গে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড মেনে নিতে না পেরে জীবন দিতে হলো মেয়েকে। তবে বাঁচতে পারলেন না মা-ও। কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর মাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তার মাথাও আলাদা করে নদীতে ফেলে দেয়। লোমহর্ষক এ ঘটনাটি রংপুরের পীরগঞ্জের।

পুলিশ কথিত প্রেমিক আতিকুরকে গ্রেফতার এবং মা ও মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আতিকুরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগঞ্জের চাতরা বদনা বাজার এলাকার পুলিশের ক্রাইম সিনের ফরেনসিক টিম পরীক্ষার পরে নিশ্চিত করে নিহতের নাম দেলোয়ারা। এ নিয়ে শুরু হয় তদন্ত। তদন্তের পর এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তথ্য।

পুলিশ জানায়, কয়েক মাস আগে যাত্রাদলের নাট্যকর্মী দেলোয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনে আতিকুর। তার সাথে ছিল ৬ বছর বয়সী মেয়ে সায়মা। মায়ের সাথে আতিকুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুটি। পরে শিশু সায়মাকে হত্যা করে বাড়ির পাশে পুতে রাখে আতিকুর। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে শুক্রবার দেলোয়ারাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় বিচ্ছিন্ন মাথা। আতিকুরের দেয়া তথ্য অনুযায়ী রোববার শিশুটির মরদেহ ও মায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফা আফরোজ আদুরী জানান, আতিকুরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রথমে সে কিছুই বলছিল না। অধিকতর জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে। বাচ্চাটাকে (সায়মাকে) সে মেরে ফেলেছে। প্রথমে প্রচণ্ড মারে। পরে জ্ঞান হারিয়ে ফেললে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরেই রেখে দেয়। রাতের বেলা বাচ্চাটার লাশ বাড়ির পাশে একটি গর্ত করে রেখে দেয়। এরপর সে স্বাভাবিক ছিল। পরে বাচ্চাটাকে নিয়ে দেলোয়ারার সাথে বিরোধে জড়ায়। এ নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার ভোরে তাকে গলা কেটে হত্যা করে লাশ মাথা পাশের করতোয়া নদীতে ফেলে যায়।

পুলিশ জানায়, আতিকুর এলাকায় জুয়ারী হিসেবে পরিচিত। বিভিন্ন স্থানে যাত্রাগানে জুয়ার আসর বসাতেন তিনি। সেখান থেকেই দেলোয়ারার সাথে পরিচয় ও প্রেম গড়ে ‍ওঠে। দেলোয়ারা একটি যাত্রাগানের নাট্যকর্মী ছিলেন। সেখানে ঝিনুকমালা নামে পরিচিত ছিলেন তিনি। সেই সুবাদেই মাস তিনেক আগে বাসায় এনে রেখেছিলেন দেলোয়ারা ও তার মেয়ে সায়মাকে।

এদিকে ঘটনা প্রকাশ্যে আসলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রোববার বিকেলে আতিকুরের বাড়ি পুড়িয়ে দেয় তারা।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম, জানান, নৃশংস এই হত্যাকাণ্ডে হতবাক ‍পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে সাড়ে ১১ হাজার টন চাল নিয়ে এমভি ডিডিএস মারিনা নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে সাড়ে ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমবি ডিডিএস মারিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ০৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে।

এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলেও জানিয়েচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রাকগা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা

ছবি: সংগৃহীত

ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক স্বাবলম্বিতা ও কল্যাণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনরা এবার পাচ্ছেন সুদমুক্ত ক্ষুদ্রঋণ। ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’-এর অধীনে এ সহায়তা প্রদান করা হচ্ছে, যা ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে ৬০০ জন ইমাম-মুয়াজ্জিনকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ হিসেবে প্রদান করা হয়েছে। একই সময়কালে ৪ হাজার ৬২০ জন অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসেবে বিতরণ করা হচ্ছে ২ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে শুধু ঢাকা জেলার ২৯৫ জন ইমাম-মুয়াজ্জিন পেয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার টাকা। বাকি অর্থ ইতোমধ্যেই নির্বাচিতদের মাঝে বিতরণের কার্যক্রম চলছে।

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অধীনে এই দুই খাতে মোট ৪ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হলে বা আকস্মিক মৃত্যুবরণ করলে তাদের জন্য আর্থিক সহায়তা ও ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

ইমাম-মুয়াজ্জিনদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০০১ সালে গঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে তাদের আর্থিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

Header Ad
Header Ad

হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তার হওয়ায় তুরস্কে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মেয়রের পদ থেকেও বরখাস্ত করা হয়েছে। এর ফলস্বরূপ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি হয়েছে।

ইমামোগলু, যিনি রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-এর নেতা, কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার দলের প্রার্থী হতে যাচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে 'অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুস গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড করা' এবং 'টেন্ডার জালিয়াতি'র মতো গুরুতর অপরাধের। তবে ইমামোগলু এ সব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা।

তবে, তার গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়েছে, যা এখনও চলমান। তুরস্কের বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়, এবং পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। ইস্তাম্বুলের সিটি হলের কাছেও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা দেখা যায়, যাদের হাতে তুরস্কের পতাকা ছিল এবং তারা এরদোয়ান সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল।

রোববার রাতে তুরস্কে ভয়াবহ অস্থিরতার সৃষ্টি হয়, যা দেশটির ইতিহাসে এক দশক পর সবচেয়ে বড় বিক্ষোভে পরিণত হয়। সমালোচকরা মনে করছেন, এরদোয়ানের শাসনকাল দীর্ঘায়িত করার জন্য এই গ্রেপ্তার ও দমন-পীড়ন কার্যক্রম চালানো হচ্ছে, বিশেষ করে গত বছর স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় পরাজয়ের পর।

এই পরিস্থিতির মধ্যে এরদোয়ান সরকারের ওপর চাপ বাড়ছে, এবং তার বিরোধীরা এটিকে তার ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল
সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা
হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান
বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত
তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রেমিকের যোগসাজশে স্বামীকে হত্যা, একই সঙ্গে কারাগারে থাকতে চাইলেন প্রেমিকা
ট্রেনে ঈদযাত্রা শুরু, জেনে নিন বিভিন্ন রুটের বিস্তারিত সময়সূচি
শাকিব খানকে নকল করলেন সালমান খান! ‘সিকান্দার’ নিয়ে তুমুল বিতর্ক
তামিমের হার্টে রিং পরিয়েছেন ডাক্তাররা, রাখা হয়েছে সিসিইউতে
সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি: হাসনাত
মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
কানাডার নির্বাচন ২৮ এপ্রিল, ক্ষমতা যাবে কার হাতে?
নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার  
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান  
ফের ৪ দিনের রিমান্ডে পলক
দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে যে সিদ্ধান্ত  
রামপুরায় সিএনজি ও অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড  
আজ ঢাকার তাপমাত্রা বাড়বে