বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পারভেজ হত্যার ঘটনায় সেই দুই নারী শিক্ষার্থী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পূর্ব জুরাইনের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ২ শিক্ষার্থী হলেন- ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা।

ডিবি জানায়, ওই দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হোল্ডিং একটি ভবনের ২য় তলায় ২ দিন আগে বাসা ভাড়া নেয়। এই তথ্যের ভিত্তিতে ডিবির টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

এর আগে পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে পারভেজ হত্যা মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মাহাথির হাসান আদালতে সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে আলোচিত এই মামলায় মোট দুই আসামি জবানবন্দি দিল। এর আগে দায় স্বিকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন আরেক আসামি আল কামাল শেখ।

Header Ad
Header Ad

অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার

প্রীতম হাসান ও জেফার রহমান। ছবি: সংগৃহীত

গান ও অভিনয়ে সমানতালে জনপ্রিয়তা পাওয়া প্রীতম হাসান এবার নতুন এক রোমান্টিক ওয়েব ফিল্মে জুটি বাঁধতে যাচ্ছেন গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানের সঙ্গে। এই প্রথমবারের মতো অভিনয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। ওয়েব ফিল্মটির নাম ‘তুমি আমি শুধু’, যেটি পরিচালনা করছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

নির্মাতা গণমাধ্যমকে জানান, “এই প্রজেক্টটি দুই বছর আগে পরিকল্পনা করা হয়েছিল। তখন জেফার অভিনয়ে আসেনি। ইচ্ছা ছিল এই কাজ দিয়েই তাকে অভিনয়ে নিয়ে আসব। তবে সময়ের কারণে কিছুটা পিছিয়ে যায় বিষয়টি, এবং এর মধ্যেই জেফার অন্য কিছু প্রজেক্টে অভিনয় করে ফেলে।”

তিনি আরও বলেন, “প্রীতম ও জেফারকে নিয়ে নতুন এক স্ক্রিন-জুটি তৈরির চিন্তা থেকেই এই কাস্টিং করা হয়েছে। দর্শক এখানে নতুন কিছু পাবে। কাস্টিংয়ে আরও কিছু চমক থাকছে।”

 

প্রীতম হাসান ও জেফার রহমান। ছবি: সংগৃহীত

ওয়েব ফিল্মটির শুটিং শুরু হচ্ছে আগামী ৪ মে থেকে। ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও কক্সবাজারে হবে এর দৃশ্যধারণ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হচ্ছে ফিল্মটি। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে এর কাজ।

উল্লেখ্য, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে, আর জেফার অভিনয় করেছেন শিহাব শাহীনের নির্মিত ‘অ্যালেন স্বপন সিজন ২’-তে। এদিকে, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমার মাধ্যমে নির্মাতা শিহাব শাহীন দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছেন।

Header Ad
Header Ad

পুতিন ইউক্রেনে শান্তি চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি চুক্তি করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৯ এপ্রিল) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি, পুতিন শান্তি চান।”

তিনি এ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রোমে পোপের শেষকৃত্যে অনুষ্ঠিত এক নাটকীয় বৈঠকের পর।

তবে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “পুতিন গত কয়েকদিন ধরে বেসামরিক এলাকা ও শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, যার কোনও যুক্তি নেই। আমি মনে করি হয়তো তিনি এখনো যুদ্ধ থামাতে চান না। শুধু আমার সঙ্গেই যোগাযোগ রাখছেন।”

এদিন সাক্ষাৎকারে ট্রাম্প আরও ইঙ্গিত দেন, পুতিন ইউক্রেনের পুরো নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন, “কিন্তু আমার কারণে তিনি তা করতে পারবেন না।”

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু এই প্রতিশ্রুতি এখনো বাস্তবে ফলপ্রসূ হয়নি বলে সমালোচকরা মনে করছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, “যদি উভয় পক্ষ (রাশিয়া ও ইউক্রেন) শক্তিশালী শান্তি প্রস্তাব না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।”

সূত্র: এএফপি

Header Ad
Header Ad

প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি রয়েছে। এই বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী।”

আজ (বুধবার) বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয় ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে অনুষ্ঠিত এই মহড়ায় বিমানবাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন ড. ইউনূস।

তিনি বলেন, “আমি যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা চাই না। তবে যুদ্ধপ্রস্তুতিরও একটা বিপজ্জনক দিক আছে। কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় চোখ বন্ধ রাখা চলে না। এই পরিবেশে যুদ্ধের প্রস্তুতি না রাখা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। আর প্রস্তুতি নিলে সেটা পূর্ণমাত্রায় নিতে হয় - অর্ধেক প্রস্তুতির কোনো স্থান নেই।”

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অর্থনীতি এখন দুর্বল। বিগত সরকারের কারণে অর্থনীতি লুট হয়ে গেছে। এ পরিস্থিতিতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। এতে শুধু বাহিনীর নয়, দেশের মানুষের মনোবলও বাড়বে।”

বিমানবাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “বিমানবাহিনী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে। তারা দেশীয় প্রযুক্তির ব্যবহারে আত্মনির্ভরতার উদাহরণ তৈরি করেছে। সরকারও অত্যাধুনিক প্রযুক্তির সরবরাহ ও সহযোগিতায় সর্বাত্মক ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে এবং পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রেখে একটি আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র গড়তে বিমানবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার
পুতিন ইউক্রেনে শান্তি চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প
প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নেত্রকোণায় পুলিশ ডেকে বন্ধুকে ফাঁসিয়ে হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
একটু আদরে আমাকে রাখো: মাহি
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ধসে ৮ জন নিহত, তদন্তে কমিটি গঠন
হাসিনা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: ফখরুল
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
সৌদি আরবে পৌঁছেছেন ৩২৬৯ হজযাত্রী
বিএনপি নেতা আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল
গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
রেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
৪০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
১৯ দিন পর কারামুক্ত আলোচিত মডেল মেঘনা আলম
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪
উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় মামলা
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা