রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিএমবিএএ প্রকাশ করছে ‘বাংলাদেশ ক্যাশ বুক’

‘বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন (বিএমবিএএ)’ প্রকাশ করতে যাচ্ছে ‘বাংলাদেশ ক্যাশ বুক’। বইটি হলো অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে প্রথম এই ধরণের গ্রন্থ। প্রকাশনা উৎসব হবে ২৪ সেপ্টেম্বর, শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রিশন (আইবিএ)’র আইবিএ অডিটোরিয়ামে।

বিএমবিএএ বাংলাদেশের সবচেয়ে পুরোনো নিবন্ধিত ‘এমবিএ’ ডিগ্রিধারীদের সংগঠন। ১৯৮৬ সালে সংগঠনের যাত্রা জৈষ্ঠ্য কজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারীদের হাতে। তাদের সঙ্গে ছিলেন পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়, হার্ভাড বিজনেস স্কুল, ওয়ারটন বিজনেস স্কুল ও স্টানফোর্ড গ্রাজুয়েট স্কুল থেকে এমবিএ পাশ করা পেশাজীবিরা।

এখন বিএমবিএএ’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি। তার সঙ্গে আরো কজন কমিটিতে আছেন, যারা নামী ব্যবসায় ব্যক্তিত্ব ও করপোরেট শীর্ষ নির্বাহী। আছেন শীর্ষ ব্যাংক কমকতারা।

এ দিন বিএমবিএএ তাদের ১০ম বার্ষিক সাধারণ সভা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিবাচনও করবে। অনুষ্ঠানের শুরু হবে বিকেল পাঁচটায়।

নির্বাচিতরা ২০২২-২৩ অর্থ বছরের দায়িত্ব পালন করবেন।

ওএফএস।

Header Ad
Header Ad

ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি: কবে শুরু হচ্ছে আইপিএল

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। এখন প্রশ্ন, দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল কবে শুরু হতে পারে?

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে, আইপিএল আবার শুরু হতে পারে ১৫ মে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে পিএসএল শুরু করতেও তোড়জোড় শুরু হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা বলতে পারেনি।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘যুদ্ধ বন্ধ হয়েছে। এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার (১১ মে) বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সময় হয়।’

৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধপরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। ১৫ মে যদি আবার আইপিএল শুরু হয়, তাহলে ঠিক এক সপ্তাহই বিরতি থাকবে।

স্থগিত হওয়ার আগে আইপিএলের অষ্টাদশ আসর থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। বাকি সাতটি দল এখনও প্লে-অফের দৌড়ে আছে। অবশ্য এর মধ্যে শীর্ষে (যথাক্রমে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস) থাকা দলগুলোরই সম্ভাবনা বেশি।

 

Header Ad
Header Ad

‘আওয়ামী লীগ পালিয়েছে’ বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

বাঙ্গরা বাজার থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে কথাকাটাকাটির জেরে বিএনপির চার নেতাকর্মীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ‘আওয়ামী লীগ পালিয়েছে’ এমন মন্তব্য করায় ছাত্রলীগ-আওয়ামী লীগ সমর্থিত একদল দুর্বৃত্ত তাদের কুপিয়ে গুরুতর আহত করেছে।

শনিবার (১০ মে) রাতে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—জিয়া মঞ্চের সদস্যসচিব ও বিএনপি নেতা জুয়েল মিয়া, তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহিদুল (পিতা: জাহের মিয়া) ও শাকিল (পিতা: ইউনুস মিয়া)। তাদের মধ্যে জাহিদুল আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। বাকি তিনজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত ৩ মে বাঙ্গরায় বিএনপির একটি সমাবেশে যাওয়ার সময় জুয়েল মিয়ার ছেলে সৌরভ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেখানে সৌরভ মন্তব্য করেন—‘আওয়ামী লীগ পালিয়েছে’। এই কথাটি কেন্দ্র করে তখনই উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও উত্তেজনা থেকে যায়।

ঘটনার দিন রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে জিহাদ, জিসানসহ ৫-৬ জনের একটি দল অতর্কিতে সৌরভের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে ছুরিকাঘাতের শিকার হন তার বাবা জুয়েল, চাচা শাকিল এবং প্রতিবেশী বিএনপি কর্মী জাহিদুল। তাদের চোখ, পেট, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জাহিদুলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত জুয়েলের ভাই হাবীবুর রহমান বলেন, “বিষয়টি এলাকায় সামাজিকভাবে মীমাংসা হয়েছিল। এরপরও এমন নিষ্ঠুর হামলা চালানো হয়েছে, যা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। জাহিদুলের এক চোখ নষ্ট হয়ে গেছে। আমরা ঘটনার বিচার চাই।”

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad
Header Ad

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় শাস্তি দেওয়ার ক্ষমতা দিয়ে সংশোধিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩। এ লক্ষ্যে আইনের দ্বিতীয় সংশোধনীসহ গেজেট প্রকাশ করেছে সরকার।

শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট গেজেটটি প্রকাশ করা হয়।

নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫’ জারি করেছেন। এতে ট্রাইব্যুনালকে সংগঠনভিত্তিক বিচারের সুস্পষ্ট আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।

সংশোধনী অনুযায়ী, “সংগঠন” বলতে বোঝাবে—কোনো রাজনৈতিক দল, তার অধীনস্থ বা সংশ্লিষ্ট অঙ্গসংগঠন, সহযোগী বা সমর্থক সত্তা, কিংবা এমন কোনো ব্যক্তি-গোষ্ঠী, যা ট্রাইব্যুনালের মতে উক্ত সংগঠনের কার্যকলাপ প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধে যুক্ত থেকেছে।

আইনের ৩ ধারা ও সংশ্লিষ্ট উপধারার আওতায়, যদি ট্রাইব্যুনাল মনে করে কোনো সংগঠন গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ বা সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত করেছে, নির্দেশ দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহায়তা করেছে বা প্ররোচনা দিয়েছে—তাহলে ট্রাইব্যুনাল ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে পারবে। এমনকি সংগঠনটির নিবন্ধন বা লাইসেন্স বাতিল, স্থগিত এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতেও ট্রাইব্যুনাল ক্ষমতাবান থাকবে।

এ সংশোধনী আসে এমন এক সময়, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। গত রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, এ সংশোধনীর মাধ্যমে সংগঠনকে বিচারের আওতায় আনার আইনি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “গণহত্যার অভিযোগের বিচারে কোনো দল বা সংগঠনকে ছাড় দেওয়ার সুযোগ নেই। সংশোধিত আইনে সেই সক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে।”

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে গত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই আন্দোলনের বিভিন্ন শরিক দল ও সাধারণ ছাত্র-জনতা। তারা অভিযোগ করছে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনে আওয়ামী লীগ সরাসরি জড়িত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি: কবে শুরু হচ্ছে আইপিএল
‘আওয়ামী লীগ পালিয়েছে’ বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে: রিজভী
লা লিগার মোড় ঘুরাতে আজ এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া
যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি
‘এই মোটু’ বলে কটাক্ষ, রেগে গিয়ে গুলি
গেজেটের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
আবারও শাহবাগ অবরোধ
বিশ্ব মা দিবস আজ
আইনের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই
জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে
‘লীগ ধর, জেলে ভর’: হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
অবশেষে ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না গ্রেফতার
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা