নরেন্দ্র মোদির কথায় বিয়ের ভেন্যু পাল্টালেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড তারকা রাকুল প্রীত সিং। পাত্র নায়ক-প্রযোজক জ্যাকি ভাগনানি। জীবনের এই বিশেষ মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলতে বিভিন্ন প্ল্যান থাকে। রাকুল প্রীতেরও ঠিক তেমনটাই ছিল। স্থির করেছিলেন বিদেশে গিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তবে সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে সেই মত পরিবর্তন করেছেন তিনি।
দেশের ব্যবসার কথা মাথায় রেখে সবার উদ্দেশে প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন, দেশের বুকে বিয়ে করতে। যে ক্যাম্পেনিংয়ের নাম দিয়েছিলেন, ‘ওয়েড ইন ইন্ডিয়া’। রাকুল প্রীত সিং সেই ডাকে সাড়া দিতেই এবার পাল্টে ফেললেন ভেন্যু।
জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন রাকুল ও ভাগনানি। ভারতীয় সিনে সংবাদমাধ্যম পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ডেসটিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছিলেন। প্রায় ছয় মাসের সূক্ষ্ম পরিকল্পনার পরে, সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিল। তবে, ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ধনী ও প্রভাবশালী পরিবারগুলিকে তাদের জীবনের বড় অনুষ্ঠানের স্থান হিসেবে ভারতকে বেছে নেওয়ার আহ্বান জানান। এরপরই মন বদলান হবু বর-কনে।রাকুল ও জ্যাকি তাদের বিয়ের সব পরিকল্পনা বদলে ফেলেন।
সূত্রটি আরও জানায়, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পরিকল্পনায় এই পরিবর্তন আনা হয়। মধ্যপ্রাচ্য নয়, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়ায় চারহাত এক হবে রাকুল-জ্যাকির।
২০২১ সালে নিজেদের সম্পর্কে অফিসিয়াল প্রেমে আছেন বলে জানিয়েছিলেন রাকুল ও ভাগনানি। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘এ বছরে তুমিই আমার সবচেয়ে বড় উপহার।’ তারপর কেটেছে প্রায় দু-বছর। ২২-এর নভেম্বরেই নাকি বিয়ে করে নিতেন দুজনে। তবে কাজ নিয়ে ব্যস্ততার জেরে সেবার ভেস্তে যায় পরিকল্পনা। তবে এবার দিনক্ষণ পাকা।
View this post on Instagram
বলিউডের নামী পরিচালক-প্রযোজক বাবা বসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি। বাবার প্রযোজনায় ২০০৯ সালে ‘কল কিলনে দেখা’ ছবিতে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জ্যাকি। প্রথম ছবিতে বিশেষ সাফল্য মেলেনি। তারপর একাধিক বার পর্দায় তাঁকে দেখা গেলেও দর্শক-মনে চাপ ফেলতে পারেননি জ্যাকি। এর পরেই পর্দার সামনে থেকে নেপথ্যে স্থানান্তর। আপাতত প্রযোজনা নিয়ে ব্যস্ত রাকুলের হবু বর।
অন্যদিকে, ২০২৩ সালটা পেশাগতভাবে মোটেই ভালো যায়নি রাকুলের। তাঁর বক্স অফিসে একমাত্র হিন্দি রিলিজ ছিল ‘ছাত্রিওয়ালি’।