৫৭ বছর বয়সে ফের বাবা হতে যাচ্ছেন আরবাজ খান!

আরবাজ খান ও স্ত্রী সুরা খান। ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খান এখনো ব্যাচেলর, কিন্তু তার ছোট ভাই আরবাজ খান ব্যক্তিগত জীবনে একাধিকবার আলোচনায় এসেছেন। প্রথম স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সম্পর্ক ভেঙে এবার নতুন জীবন শুরু করেছেন আরবাজ। আর সেই নতুন জীবনে আসছে আরও বড় সুখবর—৫৭ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন তিনি।
২০২৩ সালের ডিসেম্বরে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ। বিয়ের কয়েক মাস পরই গুঞ্জন ওঠে, এই দম্পতি শিগগিরই নতুন অতিথি বরণ করতে চলেছেন। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি তারা, তবে তাদের সাম্প্রতিক আচরণ ও উপস্থিতিতে ইঙ্গিত মিলেছে সুখবরটির।
সম্প্রতি একটি অনুষ্ঠানে আরবাজ-সুরার একসঙ্গে উপস্থিতি যেন অনেক প্রশ্নের জবাব দিয়ে দেয়। গাড়িতে ওঠার সময় স্ত্রীর প্রতি আরবাজের অতিরিক্ত যত্ন, সাবধানে ওঠার অনুরোধ এবং সুরার বিনয়ী সাড়া—সবই যেন একটি আগাম বার্তা।
একটি রেস্তোরাঁয় দেখা যায় সুরা খানকে, যেখানে তার পোশাকের নিচে স্পষ্ট ছিল বেবিবাম্প। হুডি ও শর্টসে ঢাকলেও সেই মুহূর্তে লুকোনো যায়নি মাতৃত্বের আলতো আভা। প্রকাশ্যে হাসিমুখে দেখা গেছে এই দম্পতিকে, যা তাদের আনন্দের প্রতিফলন বলেই মনে করছেন অনেকে।
তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দম্পতি আপাতত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না। তবে ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যেই সন্তানের মুখ দেখবেন এই তারকা দম্পতি।
মালাইকা আরোরার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের ইতি টানার পর আরবাজ খান সম্পর্ক গড়েছিলেন জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে। সেই সম্পর্কও টেকেনি। এরপর ‘পাটনা শুক্লা’ সিনেমার সেটে আরবাজের সঙ্গে পরিচয় হয় বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরার। সেটিই ধীরে ধীরে গড়ায় ভালোবাসায়, এবং অবশেষে বিয়েতে।
২০২৩ সালের ২৪ ডিসেম্বর পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে সুরাকে বিয়ে করেন আরবাজ। বিয়েতে খান পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। আরহান খান, আরবাজ ও মালাইকার ছেলে, বাবা ও সৎমায়ের পাশে ছিলেন সেদিন—যা ছিল সেই সন্ধ্যার অন্যতম স্পেশাল মুহূর্ত।
