বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

অপু-বুবলীর ভার্চুয়াল লড়াই, বিরক্ত শাকিব খান

অপু বিশ্বাস, শাকিব খান এবং শবনম বুবলী। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান আবারও খবরে, তবে এবার সিনেমার কারণে নয়—তার সাবেক দুই সঙ্গী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য 'সন্তান কেন্দ্রিক প্রতিযোগিতা'ই তাকে আবার আলোচনায় এনেছে। আর এই প্রকাশ্য ‘ভার্চুয়াল লড়াই’তে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন শাকিব খান নিজেই।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (২৭ মে) দুপুরে, যখন বুবলী ফেসবুকে একটি পোস্ট করেন। ছবিতে দেখা যায় শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীর-কে আদরে ভরিয়ে দিচ্ছেন। ক্যাপশনে বুবলী লেখেন, "পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।"

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অপু বিশ্বাসও পাল্টা পোস্ট দেন, যেখানে শাকিব খানের সঙ্গে তার ছেলে আব্রাম খান জয়ের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। ক্যাপশনে অপু লেখেন, "‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন প্রমাণ করতে হয় না।"

অপু বিশ্বাস এবং শবনম বুবলী। ছবি: সংগৃহীত

এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় বিতর্ক। কেউ বুবলীর পক্ষ নেন, কেউ সমর্থন জানান অপুকে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।

শাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এ ধরনের পোস্টে শাকিব খান মোটেও খুশি নন। বরং তিনি ক্ষুব্ধ ও বিরক্ত। সূত্রটি জানায়, “অপু কিংবা বুবলী, কেউই এখন শাকিবের নিকটস্থ নন। তাদের সঙ্গে তার মানসিক দূরত্ব অনেক আগেই তৈরি হয়েছে। ফেসবুকে এমন পোস্ট করে নিজেদের অবস্থান বোঝাতে চাইছেন তারা, যা শাকিব একেবারেই পছন্দ করেন না।”

অপু বিশ্বাস, শাকিব খান এবং শবনম বুবলী। ছবি: সংগৃহীত

সূত্র আরও জানায়, ফেসবুক পোস্টে ‘পিতৃত্ব প্রমাণের প্রতিযোগিতা’ দেখে শাকিব খান রীতিমতো চটেছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আবার বিয়ের পরিকল্পনা করছেন? জবাবে শাকিব বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়েই তো জীবন। তবে এখনই কিছু পরিকল্পনা নেই, তাড়াহুড়াও নেই। যদি হয়, পারিবারিকভাবেই হবে।”

তিনি আরও যোগ করেন, তার মা-বাবা বয়সে প্রবীণ হওয়ায় সন্তান হিসেবে তারা চান তিনি সংসারী হোন।

Header Ad
Header Ad

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিহত বিপ্লব আহম্মেদ পিয়াল। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে মাদক ব্যবসা প্রতিরোধ করায় হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ছাত্রদলের এক স্থানীয় নেতা। বুধবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার টেগর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩১) নামে ওই নেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে।

নিহত পিয়াল জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তিনি শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পুরনো বিরোধের জেরে একদল সন্ত্রাসী পিয়ালকে তার বাড়ি থেকে ডেকে নেয় এবং টেগর রেলগেট এলাকায় পৌঁছেই ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Header Ad
Header Ad

যেকোনো পরিস্থিতিতে আগামী জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, তা এগিয়ে নিতে সময়মতো নির্বাচন অত্যাবশ্যক।

বুধবার (২৮ মে) জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকার তিনটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে—সংস্কার, অপরাধীদের বিচার এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।

অধ্যাপক ইউনূস বলেন, আগের সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে এবং প্রশাসনের ভিত্তি নড়িয়ে দিয়েছে। তরুণ প্রজন্ম এই অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা পরিবর্তনের আহ্বান জানিয়েছে এবং সেই আহ্বানে সাড়া দিয়েই তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন।

তিনি আরও জানান, এই সরকার ইতোমধ্যে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং বৈদেশিক ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বৈঠকে আসো ও তার সফরসঙ্গী জাপানি সংসদ সদস্যরা বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জানান, সেপ্টেম্বরের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরের লক্ষ্য রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “গত ১০ মাসে জাপান আমাদের প্রয়োজনীয় সব সহায়তা দিয়েছে। আমি এই সফরে বিশেষভাবে জাপান সরকার ও জনগণকে ধন্যবাদ জানাতে এসেছি।”

এ সময় তিনি জাপানি নেতাদের চলমান সংস্কার কার্যক্রম সরেজমিনে দেখতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গারা বিশ্বের অন্য কোনো শরণার্থী গোষ্ঠীর মতো নয়। তারা নিজের দেশে ফিরতে চায়, অন্য কোথাও নয়। এই সংকট সমাধানে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

Header Ad
Header Ad

দেশের সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ঢাকাসহ সারাদেশের সব স্বর্ণালঙ্কার বিক্রির দোকান বন্ধ ঘোষণা করেছে সংগঠনটি।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে বাজুস।

এর প্রতিবাদে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সহসভাপতি মো. রিপনুল হাসানকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।”

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের শীর্ষ নেতারা এই গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, একজন ব্যবসায়ী নেতাকে এভাবে হয়রানি করার ঘটনা ব্যবসায়ীদের মধ্যে চরম ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
যেকোনো পরিস্থিতিতে আগামী জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা
দেশের সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা
কারও বিচার করতে হলে তা বিএনপি করবে: আমীর খসরু
কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে ছয় ঘণ্টার ব্যবধানে ২ জনের মৃত্যু
চক্ষুবিজ্ঞানে জুলাই যোদ্ধাদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ, চিকিৎসাসেবা বন্ধ
বিরামপুরে দুর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, নতুন আক্রান্ত ছাড়াল ১ হাজার
নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশের দাপুটে জয়
আড়াই বছর ধরে আয়না ঘরে থাকার দাবি করেছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
২০ বছরে পদার্পণ করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা
সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: সরকারকে তারেক রহমান
ঈদে সংবাদকর্মীরা ছুটি পাচ্ছেন ৫ দিন
রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ২
ব্যবসায়ী হয়ে এবার মাঠের বাইরেও জুটি বাঁধলেন মেসি-সুয়ারেজ
এনসিপি-জামায়াতকে বর্জনের ঘোষণা দিলেন সংগীতশিল্পী সায়ান
পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সাজার রায় বাতিল, খালাস পেলেন তারেক রহমান ও জুবাইদা