অপু-বুবলীর ভার্চুয়াল লড়াই, বিরক্ত শাকিব খান

অপু বিশ্বাস, শাকিব খান এবং শবনম বুবলী। ছবি: সংগৃহীত
বাংলা সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান আবারও খবরে, তবে এবার সিনেমার কারণে নয়—তার সাবেক দুই সঙ্গী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য 'সন্তান কেন্দ্রিক প্রতিযোগিতা'ই তাকে আবার আলোচনায় এনেছে। আর এই প্রকাশ্য ‘ভার্চুয়াল লড়াই’তে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন শাকিব খান নিজেই।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (২৭ মে) দুপুরে, যখন বুবলী ফেসবুকে একটি পোস্ট করেন। ছবিতে দেখা যায় শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীর-কে আদরে ভরিয়ে দিচ্ছেন। ক্যাপশনে বুবলী লেখেন, "পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।"
পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অপু বিশ্বাসও পাল্টা পোস্ট দেন, যেখানে শাকিব খানের সঙ্গে তার ছেলে আব্রাম খান জয়ের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। ক্যাপশনে অপু লেখেন, "‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন প্রমাণ করতে হয় না।"

এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় বিতর্ক। কেউ বুবলীর পক্ষ নেন, কেউ সমর্থন জানান অপুকে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।
শাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এ ধরনের পোস্টে শাকিব খান মোটেও খুশি নন। বরং তিনি ক্ষুব্ধ ও বিরক্ত। সূত্রটি জানায়, “অপু কিংবা বুবলী, কেউই এখন শাকিবের নিকটস্থ নন। তাদের সঙ্গে তার মানসিক দূরত্ব অনেক আগেই তৈরি হয়েছে। ফেসবুকে এমন পোস্ট করে নিজেদের অবস্থান বোঝাতে চাইছেন তারা, যা শাকিব একেবারেই পছন্দ করেন না।”

সূত্র আরও জানায়, ফেসবুক পোস্টে ‘পিতৃত্ব প্রমাণের প্রতিযোগিতা’ দেখে শাকিব খান রীতিমতো চটেছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আবার বিয়ের পরিকল্পনা করছেন? জবাবে শাকিব বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়েই তো জীবন। তবে এখনই কিছু পরিকল্পনা নেই, তাড়াহুড়াও নেই। যদি হয়, পারিবারিকভাবেই হবে।”
তিনি আরও যোগ করেন, তার মা-বাবা বয়সে প্রবীণ হওয়ায় সন্তান হিসেবে তারা চান তিনি সংসারী হোন।
