রবিবার, ৪ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এবার উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত

অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

অভিনয়, চিকিৎসা এবং ব্যবসা—তিন ক্ষেত্রেই সমান দক্ষতায় নিজেকে তুলে ধরেছেন ঢালিউডের জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত। এবার নতুন এক উদ্যোগে চমকে দিলেন সবাইকে। অভিনয়ের পাশাপাশি এবার বাংলাদেশে শুরু করতে যাচ্ছেন উটের দুধের ব্যবসা।

দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকলেও থেমে থাকেননি এই অভিনেত্রী। কাজ করেছেন নিজের চিকিৎসাকেন্দ্র নিয়ে, সময় দিয়েছেন ব্যবসায়িক পরিকল্পনায়। এবার সেই পরিকল্পনারই অংশ হিসেবে দুবাই থেকে উটের দুধ আমদানি করে বাংলাদেশে বাজারজাত করতে যাচ্ছেন তিনি।

অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

এক সাক্ষাৎকারে মিষ্টি জানান, ‘আমি নিজে উটের দুধের চা খেতে পছন্দ করি। অনেকেই জানতে চান এর স্বাদ কেমন। তাই ভাবলাম, সবাইকে এই বিশেষ স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’ তিনি জানান, ২০০ মিলিলিটারের প্যাকেটে এই দুধ সরবরাহ করা হবে, যাতে সহজেই সবাই গ্রহণ করতে পারেন।

ব্যবসার পাশাপাশি সামনে রয়েছে বড় বাজেটের দুটি সিনেমা ও একটি ওয়েব ফিল্মে অভিনয়ের পরিকল্পনা। ওয়েব ফিল্মটিতে এক সাইকো কিলারের চরিত্রে দেখা যাবে তাকে।

বাংলাদেশে দাঁতের ক্লিনিক পরিচালনার পাশাপাশি নিউইয়র্কেও একটি শাখা চালুর পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন, যেখানে ব্যবসা ও অবকাশ দুটোই সামলাচ্ছেন একসঙ্গে।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করা মিষ্টি জান্নাত এর আগেও শাকিব খান, শাহরিয়ার নাজিম জয় এবং তমা মির্জাকে ঘিরে নানা আলোচনায় ছিলেন। এবার আলোচনার কেন্দ্রে তার নতুন উদ্যোক্তা পরিচয়।

Header Ad
Header Ad

শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতীয় মন্ত্রী

বিজেড জামির আহমেদ খান। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মন্ত্রী বিজেড জামির আহমেদ খানের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুক্রবার (৩ মে) রাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যেতে প্রস্তুত।

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। হামলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ‘যুদ্ধ নয়, শান্তি’পন্থী অবস্থান দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেয়। তার রেশ না কাটতেই কংগ্রেসের মন্ত্রী জামির খানের এই ‘যুদ্ধমুখী’ বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

সংবাদ সম্মেলনে বিজেড জামির খান বলেন, “আমরা ভারতীয়, আমাদের পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রয়োজন হয়, আমি সবার আগে যাব। প্রয়োজনে আত্মঘাতী বোমা বেঁধেই পাকিস্তানে যুদ্ধে অংশ নিতে রাজি আছি।”

তিনি আরও বলেন, “আমি কৌতুক করছি না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করবো, যদি দেশের প্রয়োজন হয়, তাহলে আমাকে একটি আত্মঘাতী বোমা দিন। আমি পাকিস্তানে গিয়ে আমার দায়িত্ব পালন করবো।”

বিজেড জামির খানের এই মন্তব্য কংগ্রেসের অভ্যন্তরেই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না গিয়ে কাশ্মিরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছিলেন, যা দেশটির ডানপন্থী শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়ে।

বিজেড জামির খানের বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কিছু সমর্থক তাকে ‘দেশপ্রেমিক’ বলেও প্রশংসা করেছেন।

এদিকে কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

নিহত মিজানুর রহমান। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান (৪০) নামের এক আওয়ামী লীগের নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ মে) রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৩ এপ্রিল) সকালে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান উপজেলার নরিল্লা সান্ডাইল পুর এলাকার মৃত মান্নানের ছেলে। তিনি উপজেলার ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

নিহত মিজানুর রহমানের চাচা মহির উদ্দিন ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর একটি দোকানের সামনে বসে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই গলিতে তাকে কুপিয়ে আহত করে। সেখান থেকে চলে যায় তারা।

এরপর তার চিৎকার শুনে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। টাঙ্গাইল নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ‘বিশেষ উপহার’ পাঠিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ও তার প্রতিষ্ঠিত নেইমার জুনিয়র ইনস্টিটিউট। পলাশের হাতে সেই উপহার তুলে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া।

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় এসেছেন রবিন মিয়া। ঢাকায় অবস্থানকালে অভিনেতা পলাশের সঙ্গে দেখা করেন তিনি। পুরনো পরিচয়ের সুবাদে এই সাক্ষাতে নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ জার্সি এবং একটি ভিনটেজ ডিজাইনের পানির বোতল সদৃশ স্মারক পলাশকে উপহার দেন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন পলাশ। ভিডিওতে দেখা যায়, রবিন মিয়া তার হাতে উপহারটি তুলে দেন এবং বোতলের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জানান, এটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের একটি বিশেষ স্মারক, যা ব্রাজিল থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়েছে শুধুমাত্র পলাশের জন্য।

রবিন বলেন, "পলাশ এই উপহারটি ডিজার্ভ করে, কারণ সে ব্রাজিল এবং নেইমারের একজন একনিষ্ঠ সমর্থক।" পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ইভেন্টে পলাশকে নেইমারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও ইচ্ছা রয়েছে তার।

উপহার পেয়ে আবেগাপ্লুত অভিনেতা পলাশ বলেন, "আমি নিজেও একটা ফাউন্ডেশন নিয়ে কাজ করি, সেটা রবিন ভাই আগে থেকেই জানতেন। সেই সূত্রে নেইমারও আমার কাজ সম্পর্কে জানতে পেরেছেন এবং খুশি হয়েছেন। বোতলের উপর যেসব শিল্পকর্ম রয়েছে, তা ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তৈরি। এজন্যই এটি আমার কাছে খুবই স্পেশাল।"

উল্লেখ্য, নেইমার জুনিয়র ইনস্টিটিউট মূলত ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। এই ইনস্টিটিউটের সঙ্গে সরাসরি কাজ করছেন বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতীয় মন্ত্রী
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক
কাউকে যদি করিডোর ব্যবহার করতে দেন তাহলে জনগণের অনুমতি লাগবে: টুকু
রাজধানীর পুরানা পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
নওগাঁয় আসামিদের নিয়মিত আদালতে উপস্থাপন না করায় ওসিকে শোকজ
মাদক সেবনের দায়ে নিষিদ্ধ রাবাদা
দুই পুত্রবধূসহ ফিরছেন খালেদা জিয়া, অভ্যর্থনা দিতে সবাই প্রস্তুত: মির্জা ফখরুল
চুয়াডাঙ্গায় প্রণোদনার সার মিলল গোডাউনে, অতঃপর...
মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪
কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৭ মে
উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
রাতেই ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত
মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে
ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না: সমাজকল্যাণ উপদেষ্টা
ছাত্র-জনতার আন্দোলনে হামলা, টাঙ্গাইলে আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার
এবার উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত