এবার উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত

অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত
অভিনয়, চিকিৎসা এবং ব্যবসা—তিন ক্ষেত্রেই সমান দক্ষতায় নিজেকে তুলে ধরেছেন ঢালিউডের জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত। এবার নতুন এক উদ্যোগে চমকে দিলেন সবাইকে। অভিনয়ের পাশাপাশি এবার বাংলাদেশে শুরু করতে যাচ্ছেন উটের দুধের ব্যবসা।
দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকলেও থেমে থাকেননি এই অভিনেত্রী। কাজ করেছেন নিজের চিকিৎসাকেন্দ্র নিয়ে, সময় দিয়েছেন ব্যবসায়িক পরিকল্পনায়। এবার সেই পরিকল্পনারই অংশ হিসেবে দুবাই থেকে উটের দুধ আমদানি করে বাংলাদেশে বাজারজাত করতে যাচ্ছেন তিনি।

এক সাক্ষাৎকারে মিষ্টি জানান, ‘আমি নিজে উটের দুধের চা খেতে পছন্দ করি। অনেকেই জানতে চান এর স্বাদ কেমন। তাই ভাবলাম, সবাইকে এই বিশেষ স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’ তিনি জানান, ২০০ মিলিলিটারের প্যাকেটে এই দুধ সরবরাহ করা হবে, যাতে সহজেই সবাই গ্রহণ করতে পারেন।
ব্যবসার পাশাপাশি সামনে রয়েছে বড় বাজেটের দুটি সিনেমা ও একটি ওয়েব ফিল্মে অভিনয়ের পরিকল্পনা। ওয়েব ফিল্মটিতে এক সাইকো কিলারের চরিত্রে দেখা যাবে তাকে।
বাংলাদেশে দাঁতের ক্লিনিক পরিচালনার পাশাপাশি নিউইয়র্কেও একটি শাখা চালুর পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন, যেখানে ব্যবসা ও অবকাশ দুটোই সামলাচ্ছেন একসঙ্গে।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করা মিষ্টি জান্নাত এর আগেও শাকিব খান, শাহরিয়ার নাজিম জয় এবং তমা মির্জাকে ঘিরে নানা আলোচনায় ছিলেন। এবার আলোচনার কেন্দ্রে তার নতুন উদ্যোক্তা পরিচয়।
