শনিবার, ৪ মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যারিয়ার নিয়ে কাজ করে ‘এসডিসি’

লেখা ও ছবি : আতোয়ার রহমান
আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের মেধায় টিকে ভর্তি হতে হয়। তবে আমরা কেউই জীবনের এই তুমুল সময়ে নিজে, নিজে দক্ষতা অর্জন করতে ও দক্ষ হয়ে উঠতে পারি না। এখন তো বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে। এই প্রতিযোগিতাগুলোতে টিকতে ক্লাসরুমের পড়ালেখার বাইরে নানা বিষয়ে পছন্দ অনুসারে দক্ষ হওয়া অনেক জরুরী। তেমনই একটি অসাধারণ কাজ করে চলেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ সংগঠন। তারা চার, চারটি বছর ধরে নানা বিষয়ে ছাত্র, ছাত্রীদের ক্যারিয়ার গড়ে দিচ্ছেন। ক্লাবটির নাম হলো-‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব-এসডিসি’। ক্লাবের সভাপতি আজিজুল হাকিব পাভেল। বলেছেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের নানা বিষয়ে দক্ষতাগুলোর উন্নয়নের জন্য, তাদের দক্ষতাগুলোতে শান দিতে ও ভবিষ্যতের ক্যারিয়ার গড়তে সাহায্য করতে আমরা কাজ করি। আস্তে, আস্তে সারা বাংলাদেশেও ছড়িয়ে যাচ্ছি।’ কী ধরণের কাজ করেন? সভাপতি জানালেন, ‘তাদের কম্পিউটার চালানো শেখানো, টাইপ স্পিড বাড়ানো, ক্যারিয়ারের উপযোগী নানা ধরণের কাজ শেখানো, বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে ক্যারিয়ার নির্ভর সেমিনারগুলোর আয়োজন, পেশাজীবিদের নিয়েও কনফারেন্স করা, তাদের মাধ্যমে ক্যারিয়ারগুলোর পরামর্শ বা কাউন্সিলিং করানো, চাকরি পাওয়ায় কর্মশালাগুলোর আয়োজন করি আমরা নিয়মিতভাবে।’ ক্যারিয়ার নিয়ে কাজ করেন বলে ও টানা চার বছর ধরে কাজের সূত্রে এখন এসডিসি বা স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আছে তিনশর বেশি সদস্য। তারা সবাই যেন মাস্টার্স পাশ করে ভালো চাকরি ও পেশার সঙ্গে যুক্ত হতে পারেন, ভালোভাবে ক্যারিয়ার গড়তে পারেন-সেজন্য কাজের শেষ নেই। চার বছরের গল্পে জানা গেল, এসডিসি আজ পর্যন্ত অনেকগুলো দেশীয় ও কটি বহুজাতিক প্রতিষ্ঠানকে নিয়ে এসেছে ক্যাম্পাসে। ফলে তাদের কাছে চাকরির পরামর্শ পেয়েছেন তারা, সেগুলোতে চাকরি পেতে হলে কী, কী করতে হবে সেগুলোও জানা ও শেখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতেই অনেক ছাত্র, ছাত্রী শিক্ষানবিশ বা ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবেন। বেতনও পাবেন। সেগুলোতেই তাদের অনেকের চাকরি হয়ে যাবে বলে আশা করছেন সিডিসির সভাপতি আজিজুল হাকিম পাভেল। আরো বলেছেন, ‘এখন দেশ পেরিয়ে আন্তর্জাতিক চাকরিতেও অংশগ্রহণ করতে পারার মতো দক্ষতাগুলো ছাত্র, ছাত্রীদের মধ্যে প্রদান করা আমাদের লক্ষ্য।’
তাদের ক্লাবের সদস্যরা বলেছেন, কেবল দক্ষতা উন্নয়ন কার্যক্রম ও নানা ধরণের ক্যারিয়ার প্রতিযোগিতাতেই আমরা যাই না, জাতীয় প্রতিযোগিতার আয়োজন করি। ‘বিজকেস’ নামের একটি প্রতিযোগিতা শেষ করেছি এই মাসের ৯ মার্চ। সেখানে বাংলাদেশের ৫৫টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩শ ৭০টি দল অংশ নিয়ে পুরো দেশেই সাড়া ফেলে দিয়েছেন তারা। সারা ক্যাম্পাসে উৎসবের আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার সেরা দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘গেম প্ল্যান’, রাজশাহী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি মিলে জয় করেছে তিন লাখ টাকারও বেশি। এই টাকা তাদের জন্যও অনেক। তার আগে তারা সারা দেশের ছাত্র, ছাত্রীদের অংশগ্রহণে আয়োজন করেছিলেন ‘সফট স্কিল ফেস্ট-২০১৯’। সেই আয়োজনও সাড়া ফেলেছে পুরো দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের মাঝে।
এত কাজ করতে কোনো ক্লান্তি নেই ক্লাবের কমিটির কারো। বরং তাদের খুব ভালো লাগে বাংলাদেশের ছাত্র, ছাত্রীদের গড়ে দিতে আগামীর জন্য। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অনন্য একটি নিয়মিত কাজ করে চলেছে। সেটি হলো ‘ভ্যাট কুইজ কম্পিটিশন’। এই আয়োজনে সরকারী সাহায্য লাভ করেন তারা। এটিও বড় আয়োজন, ছেলেমেয়েরা পড়ালেখার পাশাপাশি নিজেদের উন্নতিগুলো করতে পারছেন। নানা ধরণের জ্ঞান লাভ হচ্ছে ভবিষ্যত পেশাজীবনের জন্য। তার বাদেও বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনগুলো-ক্যারিয়ার বিষয়ে, সেগুলোতে ছাত্র, ছাত্রীদের নিয়ে গিয়ে; তিনি যে বিশ্ববিদ্যালয়েরই হোন না কেন, তাকে যোগাযোগ ও অংশগ্রহণের সুযোগ পেতে সাহায্য করে চলেছেন তারা।
এই গল্পগুলো করতে, করতে এসডিসির সভাপতি আজিজুল হাকিব পাভেল বললেন, ‘আমরা জানি ভালো চাকরি পেতে হলে পড়ালেখার পাশাপাশি নানা ধরণের দক্ষতা ও যোগ্যতা লাভ করতে হয় ছাত্র, ছাত্রীদের। এগুলো বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তাদের জন্য থাকে না। এই কাজগুলোতে সাহায্য করি আমরা। এর বাদেও তারা যখন চাকরির জন্য নিয়োগ কতাদের সামনে হাজির হবেন, তখন তাদের কীভাবে নিজেদের উপস্থাপন করতে হবে, সেগুলোও শেখাই, জানাই। চাকরির বাজারে ভালো করতে তাদের জন্য আমাদের নানা ধরণের ইভেন্ট আছে, সেগুলোর আয়োজন করা হয় নিয়মিত। সবকিছুই লক্ষ্য, পেশাদার হয়ে গড়ে উঠতে পারেন। ব্যবসা ও চাকরির বাজারে তারা যেন ভালো করতে পারেন।’
তাদের শ্লোগান হলো-‘টাইম টু মুভ’। কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের ক্যারিয়ার গড়তে সাহায্য হবে এমন দক্ষতাগুলোর অর্জন ও বিকাশ ঘটানো। শিক্ষকরা সব সময়ে সব বিশ্ববিদ্যালয়ে তাদের অনেক সাহায্য করে চলেছেন জানাতে ভুললেন না এসডিসি’র বন্ধুরা।

ওএস।

Header Ad

নিজের মান ইজ্জত রক্ষা করুন, মন্ত্রী-এমপিদের প্রতি ইসি রাশেদা

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যেকোন মূল্যে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। সরকারের দায়িত্বে নিয়োজিত প্রভাবশালীরা এই নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অন্যুায়ী ব্যবস্থা নিবে।

শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহীর চার জেলার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদা সুলতানা একথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আমরা লক্ষ্য করছি পছন্দের প্রার্থী পক্ষে নেক দৃষ্টি দিয়ে সরকারের অতি সুবিধাভোগি কিছু ব্যক্তিরা (মন্ত্রী-এমপি) এ নির্বাচনে প্রভাব খানাটোর চেষ্টা করছেন। ওই সমস্ত পদে যারা আছেন তাদের প্রতি অনুরোধ করবো- দয়া করে আপনারা আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার আপনি আসবেন ভোট দিবেন চলে যাবেন। আপনি যে পর্যায়ে আছেন- আপনি আপনার মান ইজ্জত রক্ষা করবেন। আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে কিন্তু যে কোন মুহুর্তে বিপর্যয় ঘটে যেতে পারে। এর দায় কিন্তু আমরা নিব না। আপনাই সেটা বহন করবেন। আপনারা নিজের মর্যাদায় আসিন থেকে দ্বায়ীত্ব পালন করবেন।

প্রার্থীদের উদ্দেশ্যে ইসি রাশেদা সুলতানা আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনের সৌন্দর্য নেই, গ্রহনযোগ্যতা নেই, আনন্দও নেই। ১০ শতাংশ ভোট পেয়ে যেতা আর ৮০ শতাংশ ভোট পেয়ে জেতার মধ্যে প্রার্থক্য আপনারাই বুঝতে পারবেন। তাই আপনার চিন্ত করেন, পরিবেশ নষ্ট করে ১০ শতাংশ ভোটে জিততে চান ভোটার না এনে; ৮০ শতাংশ ভোটে জিততে চান। আপনাদের উপর এই ভারটা ছেড়ে দিলাম সিদ্ধান্ত নেয়ার।

ইসি বলেন, ভোটের দিন কোন রকম উশৃঙখলতা, বিশৃঙখলাতা, সহিংস আচরণ, ভোট কেন্দ্র দখল করার মত কোন দুঃসাহস করবেন না। আপনার অবৈধভাবে যে ব্যালটই রাখেন না কেন আমাদের কাছে তথ্য গেলে প্রমান পেলে সেই ভোট বাতিল করে দিব যেকোন মুহুর্তে। আর অসাধুচারণ করেন, আচরন বিধি ভঙ্গ করেন আমরা কিন্তু নির্বাচনের মুহুর্তেও প্রার্থীতা বাতিল করে দিব। ভোটের দিন যে কোন নৈরাজ্য মূলক আচরণ করলে আমরা কিন্তু নির্বাচন স্থগিত করবো, নির্বাচন বাতিল করবো, প্রার্থীতা বাতিল করবো।

তিনি আরও বলেন, গনতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। জনগনের মনে যেন গেঁথে থাকে এমন একটি নির্বাচন হবে এবার। তাই নির্বাচনকে কেন্দ্র করে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিশন চায় না।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের উদেশ্যে রাশেদা সুলতানা বলেন, কোন প্রার্থী জিতল কোন প্রার্থী জিতল না এ নিয়ে ইসির কোন মাথা বেথা নেই। নির্বাচন কমিশনের একটি নির্দেশনা, আপনার সব প্রার্থীকে সমান চোখে দেখবেন, নিরপেক্ষতার সাথে দেখবেন, যে হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। তবে কমিশনার নির্দেশনা যিনি প্রতি পালন করবেন না তার দায়দায়িত্বও তিনি নিবেন। আপনাদের কৃতকর্মের দায় কমিশন বহন করবে না।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটের উপজেলার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারী : স্থানীয় সরকারমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম উদ্যোক্তাদের দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারী উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে উদ্যোক্তারাই পারে তাকে শক্তিশালী ভিতের উপর প্রতিষ্ঠিত করতে। কারণ উদ্যোক্তারা শুধু নিজে স্বাবলম্বী হয় না তারা সমাজের আরো দশজনকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেয়।

এ প্রসঙ্গে সুপার পাওয়ার আমেরিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গুগল, ফেসবুক, মাইক্রোসফট ও টেসলার মত প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা ছিল বলেই আজ সারাবিশ্বে আমেরিকা নেতৃত্ব করতে পারছে। বিশ্ব অর্থনীতিতে সম্মানের আসনে অধিষ্ঠিত হতে হলে বাংলাদেশের উদ্যোক্তাদেরও বিভিন্ন নতুন নতুন ধ্যান-ধারণা নিয়ে কাজ করে সেগুলোর সঠিক বাস্তবায়ন করতে হবে।

তিনি আজ শনিবার (৪ মে) ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন এবং ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলাউদ্দিন আহমেদ চৌধুরী, এমপি, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, এমপি, জারা মাহবুব, এমপি, আমেরিকান এম্বেসির ইকোনমিক ইউনিট চিফ জোসেফ গিবলিন, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, স্টার্টআপ বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ।

স্থানীয় সরকারমন্ত্রী অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিএনপি আমলে বিদ্যুৎ উৎপাদন মাত্র ১৬০০ মেগাওয়াট ছিল, বর্তমানে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার। এ ধরনের বিভিন্ন উদ্যোগ টেকসই করার জন্য অর্থনৈতিকভাবে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে।

মন্ত্রী ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনসংখ্যার যে বিশাল তরুণ-তরুণী জনগোষ্ঠী রয়েছে তাদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলেই আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।

মো. তাজুল ইসলাম নিজের ব্যবসায়িক জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে এ সময় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বড় যে গুণাবলী নিজের মধ্যে ধারণ করতে হবে তা হচ্ছে আত্মবিশ্বাস এবং কোন বাধাতেই হাল না ছেড়ে দেওয়ার মনোবৃত্তি। উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা দাড় করাতে গেলে নানা রকমের প্রতিবন্ধকতা আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাসই একজন উদ্যোক্তার অন্যতম পুঁজি যা তাকে কখনোই পরাজিত হতে দিবে না। এ সময় মন্ত্রী তরুণ উদ্যোক্তারা তাদের প্রাণচাঞ্চল্য, কর্মস্পৃহা এবং জীবনী শক্তি দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২ টি উপজেলা ও ৫০টি দেশ থেকে সাড়ে ১২ লাখ তরুণ-তরুণীকে টানা ৯০ দিন ব্যাপী ২৬টি ব্যাচে অনলাইনে উদ্যোক্তা তৈরির কর্মশালার টানা ২৩০০ তম দিন উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

টানা ৬ দিন হতে পারে ঝড়বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে হতে পারে ঝড়বৃষ্টি। আগামী সোমবার থেকে শুরু হবে এ ঝড়বৃষ্টি। কয়েক দিনের বৃষ্টির পর কমে যেতে পারে তাপপ্রবাহ।

আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দেয়। সেখানে এ সব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী সোমবার (৬ মে) থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। এ অবস্থা হয়তো ছয় দিন থাকতে পারে।

সর্বশেষ সংবাদ

নিজের মান ইজ্জত রক্ষা করুন, মন্ত্রী-এমপিদের প্রতি ইসি রাশেদা
উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারী : স্থানীয় সরকারমন্ত্রী
টানা ৬ দিন হতে পারে ঝড়বৃষ্টি জানাল আবহাওয়া অফিস
সেই ভাইরাল নেতা পাকিস্তান জামায়াতের আমির নির্বাচিত
টানা ৮ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
দিয়াবাড়ির লেক থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীবাসীর জন্য সুখবর দিল আবহাওয়া অফিস
মক্কায় প্রবেশে আজ থেকে কঠোর বিধি-নিষেধ
‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতলেন মিথিলা
ঢাকায় অনুষ্ঠিত হলো বগুড়ার আলু ঘাঁটি উৎসব
টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত
১৭ রোগীকে হত্যার দায়ে মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা
দুবাইয়ের ‘গোল্ডেন ভিসা’ পেলেন শাকিব খান
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন, ছড়িয়েছে দুই কিলোমিটার এলাকাজুড়ে
স্কুলে দেরি করে আসায় শিক্ষিকাকে ঘুষি মারলেন অধ্যক্ষ
আইপিএলের প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?
আবারও বাংলাদেশে প্রবেশ করল মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য
যারা সরকার পরিচালনা করেন তারা সবাই ফেরেশতা নয়: তথ্য প্রতিমন্ত্রী
খাবারে নেশা দ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি