শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

‌‘লীলাবতী’র শারমিন

হাতের কাজ আছে তার পোশাকের ভুবনে। তিনি আবার চারুকলার ছাত্রী। এমন একজনই হন। শারমিন সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্ট মেকিং বিভাগে পড়েন। বিশ্ববিদ্যালয়ের মেধাবীকে নিয়ে লেখেছেন আসাদুল্লাহ গালিব

হাতের কাজ জানলে আর চারুকলায় পড়লে সোনায় সোহাগা। ঠিক তেমনই একজন শারমিন সুলতানা। পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চারুকলা অনুষদে। প্রিন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্ট মেকিং বিভাগের তৃতীয় বর্ষে। চিত্রশিল্পী হবেন বলে এসেছেন মানিকগঞ্জ থেকে মেধায় লড়ে। শিবালয় উপজেলার দারুণ ছাত্রী। করোনা ভাইরাসের আক্রমণে কভিড ১৯ রোগে যখন স্থবির বিশ্ব, তখন কাজে নামলেন হাতে, হাতে তরুণ চিত্রকর।
শারমিন দারুণ উদ্যমী। বসে না থেকে সময়টিকে কাজে লাগতে চাইলেন। ভেবে বের করলেন, ‘দেশজ পণ্যগুলো নিয়ে কাজ করবো আমি।’ তবে গ্রামের গরীব নারীদের মতো হাতের কাজ করবে একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী-মানতে পারলেন না অনেকেই। আশ, পাশ থেকে ভেসে এলো কটু বাক্য, বিরক্ত জন্মালো মনে। তবে বাবা, মা, ভাই, বোন অনেক যত্নে গড়েছেন এই আর্টিস্টকে। ফলে তাদের সহযোগিতার কোনো কমতি নেই।
আগ্রহ তার ভীষণ, পারেনও নতুন সবকিছু। ছবি আঁকতে পারেন খুব ভালো, ফলে কীভাবে দেশের উপহার হয়, দশের ভালো হয়, পণ্যটি হয় সবার সেই কাজে লেগে গেলেন শারমিন। লাভ নয়, লোভ নয়, তার আছে কেবলই নান্দনিকতা ও সমৃদ্ধির সোপান। কাজ হলো শুরু শাড়িতে। এরপর পাঞ্জাবির ভুবনে। তাঁতের শাড়ি, খাদিতে আছে জড়িয়ে শারমিনের ভুবন। নিজের হাতে নকশা করেছেন। আশপাশ থেকে সেলাই। গল্পের ডালা মেলেছে তখন। নিত্য, নতুন ভুবন হলো নারীদের জানা। পাটের ব্যাগ, তার ওপর নিজের হাতে ছবি। এরপর কোথাও, কোথাও সেলাই-এই হলো শারমিনের বাংলাদেশী পণ্যের দেশীয় উপস্থাপন।
শিল্পী মন তার। ফলে ছোট থেকেই দেশের ও গ্রামের মানুষের ভালো চেয়েছেন। তাদের উপকারে লাগবে, দারুণ হতে সবার জন্য সবখানে। এই তার কাজের নমুনা। অনেক আগে থেকে ছবি আঁকতে গিয়ে দেশীয় অবহেলিত পণ্যগুলোকে উপযোগিতা দেবার ইচ্ছে তার মনে মনে। আস্তে, আস্তে বড় হলেন। বাড়তে থাকলো যোগ্যতা ও আগ্রহ। নাইন থেকে টেন, মেলাতে গেল মেয়ে। বাবার হাত ধরে ঘুরে, ঘুরে কেনা হলো বাঁশের বাশি, তালের পাখা, মাটির পুতুল আরও কত কী। তারপর জমালেন নিজের কালেকশনে জামদানী, তাঁতের শাড়ি। সেগুলো তার ভাবনা ও জগতকে আরো প্রসারিত করে দিলো দারুণভাবে।
এখন শারমিন সুলতানা একটি ফেসবুক পেইজের মালিক। নাম হলো ‌‘লীলাবতী’। হুমায়ূন আহমেদের নায়িকা ‘লীলাবতী’র নামে নাম। ভারতীয় গণিতবিদ দ্বিতীয় ভাষ্করের স্ত্রী ‘লীলাবতী’ নামে রাখা স্বামীর বইয়ের নাম, তুমুল বিখ্যাত প্রাচীনকাল থেকে। এই পেইজে খুব সহজেই যোগাযোগ করতে পারেন ০১৯০২-৫১৫৮১৫ নম্বরে ফোন করে। তাতে আপনাকে স্বাগত।
এখান থেকেই বুটিক হাউজ গড়ে তুলবেন চারুকলার ছাত্রীটি। আশপাশের, দূরের, কাছের মানুষের ভুবনগুলো বদলে দেবেন। ‘আমাদের দেশের পণ্যাদিকে আরো পরিচিত, সমৃদ্ধ এবং প্রচারই আমার লক্ষ্য। সঙ্গে লাভ, লোকসানের হিসেব তো আছেই। আগামী কিন্তু অসাধারণ।’ ছাত্রী বলে, ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারগুলোই এখন তার ক্রেতা। বেশিরভাগই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, অনেকে আছেন মানিকগঞ্জের। রাজেট তাদের কম। ফলে কম বাজেটে ভালো মানের পণ্যে তার আপোষ নেই অন্যসবের মতো। এক লহমায় বলে দিলেন লীলাবতীর মালিক শারমিন সুলতানা, ‘আমার যেকোনো পণ্য কিনতে পারবেন মোটে সাড়ে চারশ থেকে সাড়ে আটশ টাকায়।’
তার একজন ক্রেতা। পেলেন তিনি ‌‘লীলাবতী’কে। ভালো লাগলো খুব। হাতের কাজের একটি তাঁতের পাঞ্জাবি কিনেছেন। রেজওয়ান বলেছেন খুব খুশিতে, ‘আমি প্রথম একজন চিত্রকরের আঁকা খদ্দরের পাঞ্জাবি কিনলাম। খুব ভালো লাগছে পরতে ও দেখতে। অনলাইন তো আমাদের দূরের, হাতের কাছেই কত দোকান। তবে শারমিনের জবাব নেই। পাঞ্জাবিতে তার কাজের মান অত্যন্ত উন্নত, দামেও খুব কম।’
এমন মেয়েটিকে নিয়ে খুব গর্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষকদের। ছাত্র উপদেষ্টা ড. এম. তারেক নূর পর্যন্ত ছড়িয়েছে। তিনি বলেছেন, ‌‘কেবল চাকরি নয়, অন্যদেরও উদ্যোক্তা হতে বলব আমি। কেননা শারমিন তাদের অন্যতম উদাহরণ। আমাদের দেশের ও বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নানা ভুবনে আলো ছড়িয়ে চলেছে। তাকে আমি ধন্যবাদ দেই।’
ওএফএস।
 

Header Ad

প্রেমিকার আত্মহত্যা, শোক সইতে না পেরে প্রেমিকও বেছে নিলেন সে পথ

নিহত সিফাত। ছবি: সংগৃহীত

প্রেমিকার আত্মহত্যার শোক সইতে না পেরে ১৯ দিন পর প্রেমিক সিফাত (১৯) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে নরসিংদীর শিবপুরের মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিফাত ওই গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুর আগে এক দীর্ঘ ফেসবুকে স্ট্যাটাসে সিফাত লিখেছেন, ‘তানহা আত্মহত্যা করে প্রমাণ করে গেল আমারে কতটা ভালোবাসে। আমিও প্রমাণ করে দিমু তানহারে আমি কতটা ভালোবাসি। কারও সঙ্গে ভুল করে থাকলে মাফ করে দিও। আর দেখা হবে না সবাই দোয়া কইরো শান্তিতে থাকি কিংবা অশান্তিতে দুজন যেন একসঙ্গে থাকতে পারি। আমার শেষ ইচ্ছা তানহার কবরের পাশে আমাকে কবর দেওয়া হোক।’

তিনি আরও লিখেছেন, ‘আমি পরিস্থিতির শিকার। আর আমার কোনো কিছুর জন্য তানহার পরিবার বা আমার পরিবার দায়ী না, এমনকি আমার কোনো ভাই-ব্রাদার বা বন্ধুও দায়ী না। যা হবে আমার নিজের ইচ্ছেতে হবে। সত্যি বলতে আমার আর বাঁচার ইচ্ছে নাই। আমাকে যদি কেউ বাঁচিয়েও নেয় আমি পুনরায় আত্মহত্যার চেষ্টা করব। প্লিজ আমাকে কেউ বাঁচানোর চেষ্টা কইরো না। বেঁচে থেকে আর কি হবে, যার জন্য বাঁচার কথা ছিল সে তো আর নেই।’

সিফাত লিখেছেন, ‘তানহা আমারে কথা দিছিলো যদি বাঁচি তো একসঙ্গে বাঁচমু আর যদি মরতে হয় তো একসঙ্গে মরমু। আমি তানহারে এই কথাটাই দিছিলাম। কিন্তু একটা চরিত্রহীন জানোয়ার আমাদের সুখে থাকতে দিল না। ওদের অত্যাচারে তানহা আত্মহত্যা করল। এক প্রকার তারা তানহারে আত্মহত্যা করতে বাধ্য করল। জানোয়ারের পরিবারকেই আমি খুনি বলে দাবি করি। আমি যদি বেঁচে থাকি তাহলে জানোয়ারের পরিবার স্বাধীনভাবে চলবে, ওদের কোনো সাজা হবে না। আর অন্যদিকে আমার তানহা শেষ, আমি অর্ধেক শেষ আমার পরিবারও শেষ। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না (প্রমাণ হয়ে যাক দুজন দুজনকে কতটা ভালোবাসতাম) আর আমি চরিত্রহীন জানোয়ারের পরিবারের সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এমন সাজা দেওয়া হোক অন্য কোনো মেয়ের সঙ্গে যেন এমন না হয়। আর যেন কারও প্রাণ না ঝরে। কেউ যেন ব্ল‍্যাকমেইলের শিকার না হয়। আমার শেষ একটাই ইচ্ছে- আমরা দুজনে সারাজীবন একসঙ্গে থাকতে চেয়েছিলাম, বাস্তবে তা হলো না। তাই আমার মৃত্যুর পর তানহার কবরের পাশে যেন আমার কবর দেওয়া হয়। আমি আঙ্গুররে মারছি শুধু একটা কারণে, হেয় তানহার হাতে ধরছিল। তানহারে খারাপ প্রস্তাব দিছিল। আমি সহ্য করতে পারি নাই। তাই হেরে কোবাইছি। আমরা প্রেম করছি এটাই কি অপরাধ ছিল। আমাদের জীবন শেষ করে দিল। ভালো থাকুক আঙ্গুর আর আঙ্গুরের পরিবার।’

সিফাতের বাবা ইব্রাহিম জানান, প্রতিবেশী চাচাতো বোন খলিলের মেয়ে তানহার (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমার ছেলে সিফাতের। গত ৩ এপ্রিল দিবাগত রাত ২টার সময় তানহা ঘরের ভেতর থেকে আর সিফাত জানালার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় দেখে ফেলে একই এলাকার রাজুর ছেলে আঙ্গুর (২৫)। এ সময় আঙ্গুর তানহাকে কুপ্রস্তাব দেয়। সিফাত এতে নিষেধ করে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আঙ্গুর সিফাতকে মারধর করে টাকা দাবি করে। পরে সে উত্তেজিত হয়ে আঙ্গুরকে কুপিয়ে আহত করে। মারামারির বিষয়ে মামলা চলমান রয়েছে। লোকলজ্জায় গত ৬ এপ্রিল রাতে তানহা নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এসব বিষয়ে গ্রামীণ সালিস দরবার হওয়ার কথা ছিল। সালিস দরবারে আমাকে ও আমার ছেলেকে এটা করবে ওটা করবে বলে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো। দরবারে গেলে জমির দলিল নিয়ে যেতে বলতো। এসব মানসিক চাপ সইতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ছেলে সিফাত। আমি এর বিচার দাবি করছি।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

দুই বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

সারাদেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। অপেক্ষা শুধু স্বস্তির বৃষ্টির। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অভিষেকেই শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহমালিয়া

রোহমালিয়া। ছবি: সংগৃহীত

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার অফ-স্পিনার রোহমালিয়া। ৩ দশমিক ২ ওভারে শূন্য (০) রানে ৭ উইকেট নিয়ে এই বিশ্বরেকর্ড গড়েন রোহমালিয়া।

বুধবার (২৪ এপ্রিল) বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে এই কীর্তি গড়েন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়া অধিনায়ক নি ওয়ান সারিয়ানি। এরপর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। ৪৪ বলে ৬ চার ও এক ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার সাকারিনি। অন্যদিকে মঙ্গোলিয়ার হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৪ ‍উইকেট শিকার করেন এনখজুল।

লক্ষ্য তাড়া করতে নেমে রোহমালিয়ার বোলিং তোপে ১৬ দশমিক ২ ওভারে মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ৩ দশমিক ২ ওভারে কোনো রান না দিয়েই ৭ উইকেট নেন ডানহাতি এই অফস্পিনার।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে তৃতীয়বার ৭ উইকেট নেওয়ার ঘটনা দেখা গেল। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক ও আর্জেন্টিনার অ্যালিসন স্টকসের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ বাছাইপর্বে ৩ রানে ওভারডাইক ৭ উইকেট এবং ২০২২ সালে পেরুর বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নেন অ্যালিসন।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার আত্মহত্যা, শোক সইতে না পেরে প্রেমিকও বেছে নিলেন সে পথ
দুই বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস
অভিষেকেই শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহমালিয়া
ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র ত্যাগ করবে হামাস
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না: ওবায়দুল কাদের
কয়েক মিনিটের দেরিতে বিসিএসের স্বপ্ন ভঙ্গ ২০ পরীক্ষার্থীর
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
থাই প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা
আগুন নেভাতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, ২ ফায়ারম্যান আহত
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্নসাৎ, গ্রেপ্তার ৩
মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে দেশে ফিরছে দুই প্রবাসীর লাশ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে
পরিবারের অমতে বিয়ে, স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সৌদির যেকোনো ভিসা থাকলেই ওমরাহ পালন করা যাবে
নাটোরে বোনের বৌভাতে গিয়ে একে একে তিন ভাইয়ের মৃত্যু
জনপ্রতি ১২-১৪ লাখ চুক্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫
কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মৌসুমের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে নওগাঁ