বৃহস্পতিবার, ১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ইউরোপের তিন দেশের

ফাইল ছবি

ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের তিন দেশ আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে এক বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমোন হ্যারিস এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এই সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, মাদ্রিদ ফিলিস্তিনকে যত শিগগির সম্ভব স্বীকৃতি দিতে আগ্রহী। নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, অসলোও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত।

আর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ডাবলিন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে চায় এবং সেই সঙ্গে আশা করে, ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোও এই পথ অনুসরণ করবে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী সিমোন হ্যারিস বলেন, ‘ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে নিজেদের জন্য একটি রাষ্ট্র এবং সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছেন। বিশ্বের প্রতিটি স্বাধীন জাতি যে সম্মান-মর্যাদা ভোগ করছে, ফিলিস্তিনের জনগণের জন্যও তা প্রাপ্য।’

‘আমরা আজকের বৈঠকে ফিলিস্তিনকে (স্বাধীন রাষ্ট্র হিসেবে) স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছি এবং এ ইস্যুতে সম্মিলিতভাবে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’

আর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেছেন, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত, তবে এই মুহূর্তে এক্ষেত্রে তারা কোনো সময়সীমা নির্ধারণ করতে চান না। পরিস্থিতি অনুকূলে এলেই এ ব্যাপারে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তারা।

প্রসঙ্গত,গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সেই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত প্রায় ৭ মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার জন। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ লাখ ফিলিস্তিনি।

এর আগে ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়েছিল হামাস যোদ্ধারা। তাতে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরেও নিয়ে গিয়েছিল হামাস।

সেই জিম্মিদের মধ্যে থেকে এ পর্যন্ত ১৩২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি ১০৮ জন এখনও রয়েছেন হামাসের কব্জায়। তাদের মুক্তির জন্য গাজায় ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি আহ্বানে আলোচনা চলছে।

যদিও এই আটক জিম্মিদের মধ্যে এখন পর্যন্ত কতজন বেঁচে আছেন— তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

সূত্র : আলজাজিরা

Header Ad
Header Ad

ট্র্যাফিক সিগন্যালে গাড়ি থামানোর সময় এমপিকে গুলি করে হত্যা

গুলিতে নিহত এমপির গাড়িটি ঘিরে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বন্দুকধারীর গুলিতে একজন এমপি নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করা হচ্ছে।বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পশ্চিমাঞ্চলের কাসিপুল আসনের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য চার্লস ওয়েরেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ট্র্যাফিক সিগন্যালে গাড়ি থামানোর সময় গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বন্দুকধারী একটি মোটরসাইকেলে যাত্রী হিসেবে যাচ্ছিল। সিগন্যালে এমপির গাড়ি আসলে খুনি পেছন থেকে এসে এমপির গাড়ির পাশে থামে। এরপর নেমে গুলি করে এবং লাফিয়ে মোটরসাইকেলে উঠে দ্রুত গতিতে পালিয়ে যায়।

কেনিয়ায় রাজনৈতিক হত্যাকাণ্ড অস্বাভাবিক ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হওয়ায় এসব ঘটনা ঘটে চলেছে।

চার্লস ওয়েরে প্রবীণ রাজনীতিবিদ রাইলা ওডিঙ্গার নেতৃত্বাধীন বিরোধী ওডিএম পার্টির সদস্য ছিলেন। রাইলা ওডিঙ্গা এক্স-পোস্টে লিখেছেন, ওয়েরে আর নেই। নাইরোবিতে একজন আততায়ীর হাতে নির্মমভাবে এবং ঠান্ডা মাথায় তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে।

অনিয়মের অভিযোগ এনে ওডিঙ্গা ২০২২ সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু ওডিঙ্গা এবং তার কিছু সহযোগী কেনিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষমতাসীনদের সঙ্গে কাজ করার জন্য চুক্তি করেন।

Header Ad
Header Ad

টানা কয়েকদিন বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

সারা দেশে চলতি সপ্তাহে টানা কয়েকদিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১ মে): খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়, আর রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনে ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২ মে): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩ মে): রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দেশের অন্য বিভাগগুলোতেও দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৪ মে): রাজশাহী ও খুলনায় কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, বাকি বিভাগগুলোতেও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

সোমবার (৫ মে): কেবল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। তবে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, সামনের কয়েকদিন দেশের অনেক অঞ্চলে গরমের তীব্রতা বাড়তে পারে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে। তাই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।

Header Ad
Header Ad

এসএসসি পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন, দায়িত্ব হারালেন সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষ

ছবি : ঢাকাপ্রকাশ

রংপুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহেদুল আলমকে এসএসসি পরীক্ষার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে সিনিয়র শিক্ষক রাজ্জাকুর রহমানকে নতুন কেন্দ্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে এই অধ্যক্ষ মো. মাহেদুল আলম "দৈনিক আমাদের সময়" রংপুর জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবকে পরীক্ষায় নকল সরবরাহ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে হাঁটু ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই হুমকি সাংবাদিক মহলে তীব্র নিন্দার জন্ম দেয় এবং সারাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

নীতিমালার লঙ্ঘনের দায়ে তাকে দায়িত্বচ্যুত করার মধ্য দিয়ে অবশেষে তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো। এতে প্রমাণিত হলো-সত্যের কলম কখনো থেমে থাকে না, আর দুর্নীতির মুখোশ শেষমেশ উন্মোচিত হয়।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ট্র্যাফিক সিগন্যালে গাড়ি থামানোর সময় এমপিকে গুলি করে হত্যা
টানা কয়েকদিন বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার শঙ্কা
এসএসসি পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন, দায়িত্ব হারালেন সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষ
নাগরিক পার্টির কমিটি গঠনের দায়িত্বে আ’লীগ নেত্রীর মেয়ে
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক হযরত আলী
শ্রমিকদের গায়ের ঘাম আতর, সুগন্ধি, সৌরভের কারণ: জামায়াত আমির
নয়াপল্টনে ‘শ্রমিক সমাবেশে’ জনতার ঢল
পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় দাখিল পরীক্ষার্থী লাইবুর নিহত
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, আতঙ্কে ঘর ছাড়ছে মানুষ
জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার
সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন: কনসাল জেনারেল
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন: রিজভী
চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে প্রাণ গেল দুই শিশুর
পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, বিনামূল্যে দেখা যাচ্ছে অনলাইনেই!
বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করল ভারত
শ্রমিক-মালিকের ঐক্যই সমৃদ্ধ বাংলাদেশের চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা