মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ইকুয়েডরে ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৬২

ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় ঘেরা এক বসতিতে ভূমিধসে সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন নিখোঁজ আছেন অন্তত ৬২ জন। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্ট গিলিয়ার্মো লাসো সোমবার (২৭ মার্চ) রাতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি বলেন, অগ্নিনির্বাপনকারীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে আশপাশ থেকে ওই গ্রামে ছুটে আসছেন। দুর্গত এলাকা থেকে সব নাগরিককে সরিয়ে আনা আহ্বান জানিয়েছেন তিনি।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছে, রাজধানী কিটো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণের আলাউসি এলাকায় ভূমিধসে ২৩ জন আহত হয়েছেন। ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধারকাজে সহায়তা করছে।

চারদিক সবুজ পাহাড়ে ঘেরা আলাউসিতে প্রায় ৪৫ হাজার মানুষ বাস করেন। ভূমিধসে কয়েকটি সরকারি ভবন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে তিনটি স্কুল।

বছরের শুরু থেকে ইকুয়েডরে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে ভূমিধস, বন্যাসহ প্রায় এক হাজার বিপজ্জনক ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়।

আরএ/

Header Ad
Header Ad

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

ছবি: সংগৃহীত

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে যোগ্য শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে পৃথকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন দুই বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার এক আলোচনা সভা চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন নার্সিংয়ের কিছু শিক্ষার্থী, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানে তাদের সঙ্গে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের কথাকাটাকাটি শুরু হয়। এরপর ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেটে অবস্থান নেন এবং বিএসসি শিক্ষার্থীরা মূল গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

গেট ভাঙার চেষ্টা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ উপস্থিত থাকলেও দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা মারধর ও হেনস্তার শিকার হয়েছেন।

ঘটনার পর রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বোয়ালিয়া জোন) হাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ক্যাম্পাস পরিদর্শন করে।

ঘটনার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

Header Ad
Header Ad

ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহতের কথা জানালো পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের চালানো এক হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে ১১ জন দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক। সোমবার (১২ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর দিয়েছে জিও নিউজ।

আইএসপিআরের দাবি, ৬ ও ৭ মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ হামলা চালায়। নারী, শিশু এবং বৃদ্ধদের লক্ষ্য করে চালানো এই হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১২১ জন, যাদের মধ্যে ১০ জন নারী ও ২৭ জন শিশু রয়েছেন।

দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন পাকিস্তানের ১১ সেনা সদস্য এবং আহত হয়েছেন আরও ৭৮ জন।

এই ঘটনার পর সোমবার (১২ মে) সন্ধ্যা ৫টায় ভারত ও পাকিস্তানের সামরিক পর্যায়ে ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই আর কোনো গোলাগুলি না চালানোর বিষয়ে একমত হয়েছে।

প্রথমে বৈঠকটি দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়ে সন্ধ্যায় শুরু হয়। বৈঠকে সীমান্তে উত্তেজনা হ্রাস, সেনা সংখ্যা কমানো এবং পারস্পরিক আক্রমণাত্মক মনোভাব পরিহারের বিষয়ে আলোচনা হয়। ভারতের পক্ষে ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের পক্ষে ডিজিএমও কাশিফ আব্দুল্লাহ এই বৈঠকে অংশ নেন।

Header Ad
Header Ad

সৌদি আরবের মাটিতে ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৌদির স্থানীয় সময় অনুযায়ী তিনি রিয়াদ টারম্যাক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বিমানবন্দরের কার্পেট বিছানো পথে দুই নেতাকে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায়, যেখানে উপস্থিত ছিলেন সৌদি সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে এক আনুষ্ঠানিক কক্ষে ট্রাম্প ও যুবরাজ সালমানকে আলাপরত অবস্থায় দেখা যায়, তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট এই সফরের অংশ হিসেবে রিয়াদে একাধিক বৈঠক করবেন এবং পরে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম মধ্যপ্রাচ্য সফর।

ট্রাম্পের এ সফরে সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির সম্ভাবনার পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সন্ত্রাসবিরোধী যৌথ লড়াই নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই সফর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০
ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহতের কথা জানালো পাকিস্তান
সৌদি আরবের মাটিতে ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান
আপিলের জন্য জুবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ
মমতাজের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা
চিকিৎসক-সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা
‘ইতিহাসে প্রথম রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে হাইকোর্টের রায়ে’
সারা দেশে এনআইডি সেবা সাময়িক বন্ধ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
ঈদে চলবে ১০টি বিশেষ ট্রেন, জানুন সময়সূচি ও রুট
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীকে থানায় সোপর্দ
কেন থামাল ভারত-পাকিস্তানের যুদ্ধ, রহস্য ফাঁস করলেন ট্রাম্প
মধ্যরাতে এনবিআর ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগ চালু
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
কাতারের বিমান উপহার প্রস্তাব ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’: ডোনাল্ড ট্রাম্প
মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত, আহত ২০
রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগম
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন সজীব ওয়াজেদ জয়, নিয়েছেন শপথ