বৃহস্পতিবার, ১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে দুই দিনে হাজারেরও বেশি বেসামরিক নিহত

ছবিঃ সংগৃহীত

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই দিনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত আলাউইত সম্প্রদায়ের এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিক।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ শনিবার এই তথ্য জানিয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সহিংসতায় রিপোর্ট লেখা পর্যন্ত সিরিয়ায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দু’পক্ষের মধ্যে লড়াইয়ে ১২৫ জন নিরাপত্তা কর্মী এবং বাশার আল-আসাদের অনুগত ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছেন।

আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এমন এলাকাগুলোতে আসাদের প্রতি অনুগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে লাতাকিয়ায় লড়াইরত আসাদের অনুগতদের প্রতি একটি সতর্কবার্তা জারি করেন।

এ অবস্থায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য এই অঞ্চলটি একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আলাউইত সম্প্রদায়ের কর্মীরা বলছেন, আসাদের পতনের পর থেকে তাদের সম্প্রদায় সহিংসতা ও আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে, হোমস ও লাতাকিয়ার গ্রামীণ এলাকাগুলো এ ধরনের ঘটনা বেশি ঘটছে।

অপরদিকে আলাউইতের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রচারিত এক বক্তব্যে শারা বলেন, আপনারা সিরীয় নাগরিকদের ওপর আক্রমণ এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আপনাদের অস্ত্রগুলো জমা দিন এবং দেরি হয়ে যাওয়ার আগেই আত্মসমর্পণ করুন।

উপকূলীয় লাতাকিয়া ও তারতুসে শনিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই এলাকাগুলোকে আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া হোমস শহরেও কারফিউ জারি করা হয়েছে। আসাদের অনুগত সশস্ত্র গোষ্ঠী এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

Header Ad
Header Ad

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, বিনামূল্যে দেখা যাচ্ছে অনলাইনেই!

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’ একদিকে যেমন দেশের প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে, অন্যদিকে তেমনি গুরুতর এক বিপদের মুখে পড়েছে—পাইরেসি। মুক্তির পরপরই পাইরেসির কবলে পড়ে এবার পুরো সিনেমাটি এইচডি ফরম্যাটে ছড়িয়ে পড়েছে অনলাইনে।

বুধবার বিকেল থেকে ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ‘বরবাদ’-এর সম্পূর্ণ সিনেমার লিংক ছড়িয়ে পড়তে শুরু করে। যেসব লিংকে দর্শকরা একেবারে বিনামূল্যে সিনেমাটি দেখে ফেলছেন—এটি শুধু বেআইনি নয়, একইসঙ্গে নির্মাতাদের জন্যও বড় ধাক্কা।

ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি গোপনে ধারণ করে অনলাইনে ফাঁস করা হয়েছে। কারণ সিনেমার ছড়ানো ভার্সনটি একেবারে ‘এইচডি’ প্রিন্ট, যা সাধারণত প্রেক্ষাগৃহে প্রদর্শিত কপি থেকেই ধারণ করা সম্ভব।

এর আগেও মুক্তির শুরুতে ‘বরবাদ’ আংশিকভাবে পাইরেসির শিকার হয়েছিল। তখনই ছবির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এবং দর্শকদের কাছে আহ্বান জানিয়েছিলেন পাইরেসি থেকে বিরত থাকার জন্য।

পরিচালক হৃদয় বলেছিলেন, "‘বরবাদ’ শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের শিল্প-সংস্কৃতির প্রতিফলন। একটি ছবির পেছনে শত শত মানুষের শ্রম, ঘাম, মেধা জড়িত। একটি পাইরেসি ক্লিক আমাদের সেই পরিশ্রমকে ধূলিসাৎ করতে পারে।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা সিনেমার পাইরেসিতে জড়িত, তাদের চিহ্নিত করে আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছি। চলচ্চিত্রের ভবিষ্যৎ রক্ষায় এই অপরাধকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।"

তবে নির্মাতাদের সব প্রচেষ্টা ও সচেতনতামূলক বক্তব্য সত্ত্বেও ‘বরবাদ’-এর পাইরেসি ঠেকানো যায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও ছড়িয়ে পড়ছে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও রয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Header Ad
Header Ad

বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। ছবি: ঢাকাপ্রকাশ

১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) সকালে বেনাপোলে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর যৌথ আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মো. আজিজুর রহমান।

অন্যদিকে, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর নেতৃত্বে আরেকটি র‍্যালি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। র‍্যালি শেষে বেনাপোল কাস্টমস হাউসের সামনে অনুষ্ঠিত হয় এক শ্রমিক সমাবেশ। এতে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপি শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

Header Ad
Header Ad

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করল ভারত

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে দিল্লি এবার বড় পদক্ষেপ নিল। ৩০ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না—এমন নির্দেশ জারি করেছে ভারত সরকার। এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে শুধু সামরিক বিমানই নয়, পাকিস্তান রেজিস্টার্ড, পরিচালিত বা লিজ নেওয়া বেসরকারি বাণিজ্যিক বিমানও।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের আগের সিদ্ধান্তেরই প্রতিক্রিয়া হিসেবে এসেছে এই ভারতীয় সিদ্ধান্ত। পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার জেরে পাকিস্তান এরইমধ্যে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। এরপর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনাও বেড়েছে। ২৯ ও ৩০ এপ্রিল রাতে পাকিস্তান বিনা উসকানিতে গুলি চালায় বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। এর পাল্টা জবাবে ভারতও 'আনুপাতিক প্রতিক্রিয়া' জানায়।

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আর পাকিস্তানের পাল্টা গুলিতে ভারতীয় পোস্ট ও বাঙ্কার ধ্বংস হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বলেন, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, যদি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে, তাহলে তার দায়ভার ভারতকেই নিতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরইমধ্যে সেনাবাহিনীকে "সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা" দিয়েছেন, যাতে তারা হামলার জবাব কীভাবে, কোথায় ও কবে দেবে তা নিজে সিদ্ধান্ত নিতে পারে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান, যিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি, মোদির ‘যুদ্ধ-প্ররোচনামূলক’ নীতির তীব্র সমালোচনা করেছেন। ফেসবুকে পোস্ট করে তিনি বলেন, ভারতের এই আক্রমণাত্মক মনোভাবই পাকিস্তানিদের জাতীয় ঐক্যে বাঁধছে।

এদিকে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, বিনামূল্যে দেখা যাচ্ছে অনলাইনেই!
বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করল ভারত
শ্রমিক-মালিকের ঐক্যই সমৃদ্ধ বাংলাদেশের চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা
জয়শঙ্কর-শেহবাজ শরিফকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বার্তা দিলেন?
ছয় গোলের থ্রিলারে বার্সেলোনাকে রুখে দিল ইন্টার মিলান
৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা
কাশ্মীর সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি হামলায় উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকার আদায়ের দিন
রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার, রেমিট্যান্স প্রবাহে ফিরে এলো ইতিবাচক ধারা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা, ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা তরুণীর
অশালীন আচরণের অভিযোগে টাঙ্গাইলে প্রধান শিক্ষককে ‘জুতাপেটা’
টানা তিন দিনের ছুটিতে ঢাকায় তিন দলের সমাবেশ
অপরিবর্তিত থাকার পর এবার দেশে কমলো জ্বালানি তেলের দাম
বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া মানুষের কল্যাণের প্রত্যয় তারেক রহমানের
মিরাজের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল
আদানির বিদ্যুৎ আমদানিতে ৪০ কোটি ডলার কর ফাঁকি: দুদকের অনুসন্ধান শুরু
অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ড