সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে ভারতের ব্ল্যাকআউট ঘোষণা

ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক আক্রমণে পাকিস্তানের ভেতরে কয়েকটি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত, যার অংশ হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে ঘোষণা করা হয়েছে পূর্ণ ব্ল্যাকআউট।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ৮ মে রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুরুদাসপুর জেলায় বিদ্যুৎ-আলোক সংযোগ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযানে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই হামলায় লাহোরে স্থাপনকৃত পাকিস্তানি HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল লাঞ্চারগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্টোদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, ভারত তাদের দেশের অন্তত ছয়টি স্থানে ২৪টি আঘাত হেনেছে, যার জবাবে পাকিস্তান বিমানবাহিনী পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

সীমান্তে সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় ভারত ইতোমধ্যেই রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, জনসমাবেশসহ সব ধরনের গণপরিসর। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, এবং সীমান্তের প্রতিটি প্রবেশপথে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ভারতের দাবি, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই তারা ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। মূল লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়্যেবা-র মূল ঘাঁটিগুলো, যেগুলো যথাক্রমে বাহাওয়ালপুর ও মুরিদকে এলাকায় অবস্থিত।

এরই মধ্যে পাঞ্জাব রাজ্য সবচেয়ে আগে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিমি দীর্ঘ সীমান্ত ভাগ করা রাজ্যটি তাদের সব সীমান্তবর্তী জেলাকে হাই অ্যালার্টে রেখেছে। পাঞ্জাবের মন্ত্রী অমন অরোরা জানান, জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিটি সম্ভাব্য হুমকি মোকাবেলায় রাজ্য পুলিশকে দ্বিতীয় প্রতিরক্ষা বাহিনী হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তার নির্ধারিত মাদকবিরোধী প্রচার কার্যক্রম বাতিল করেছেন এবং এসবিএস নগর ও জলন্ধরে সফর স্থগিত করেছেন। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে জরুরি পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন।

অন্যদিকে, বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) দাবি করেছে, ৭ ও ৮ মে রাতের মধ্যে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতের অভিযোগ, ওই ব্যক্তি গোপনে সীমান্ত অতিক্রম করে ঢোকার চেষ্টা করছিলেন।

Header Ad
Header Ad

টেস্ট ক্রিকেট থেকে কোহলিে অবসর, রাখলেন না বোর্ডের অনুরোধ

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও সোমবার সামাজিকমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন।

গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজমাধ‍্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলিও একই পথে হাঁটলেন। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি।

সমাজমাধ্যমে কোহলি লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারাজীবন এই শিক্ষা বহন করব।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’

 লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাঁকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি রাজি হননি।

গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজ়ে ব‍্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না।

দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে কোহলি করেছেন ৯২৩০ রান। গড় ৪৬.৮৫। ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত ২৫৪ রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস।

 

Header Ad
Header Ad

ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা: মোদির হুঁশিয়ারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে টানা ১৯ দিন উত্তেজনা, সংঘর্ষ ও প্রাণঘাতী হামলার পর অবশেষে গত শনিবার যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুপক্ষ। কিন্তু শান্তির আবরণে লুকিয়ে থাকা উত্তেজনা এখনও বহাল, বরং নতুনভাবে চেহারা নিচ্ছে সামরিক হুঁশিয়ারির।

এমন প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে দিয়েছেন সবচেয়ে কড়া বার্তা—"ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা", অর্থাৎ ওদিক থেকে যদি গুলি আসে, তবে এখান থেকে গোলা ছোড়া হবে।

উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, যখন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি ছিল সবচেয়ে বড় জঙ্গি আক্রমণ। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও পরোক্ষভাবে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তোলে। এরই ধারাবাহিকতায় নয়াদিল্লি একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়, যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা।

জবাবে ইসলামাবাদও কঠোর সিদ্ধান্ত নেয়—সিমলা চুক্তি স্থগিত করে, ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে। এরপর থেকেই সীমান্তজুড়ে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করে, পাল্টাপাল্টি গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং বিমানবাহিনীর সংঘর্ষে প্রাণহানি ঘটে উভয়পক্ষেই।

চরম উত্তেজনার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে টানা আলোচনায় বসেন। অবশেষে দুই দেশ একটি নিরপেক্ষ ভেন্যুতে ভবিষ্যত আলোচনা শুরু করতে সম্মত হয়।

যদিও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ, তবুও ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ‘অপারেশন সিন্দুর’ এখনও চলমান, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির বাস্তব রূপ এখন থেকে আরও দৃঢ় হবে। সরকারি সূত্রের ভাষায়, পাকিস্তান থেকে আসা প্রতিটি হুমকির জবাব এবার পাল্টা হুমকিতে নয়, পাল্টা আগ্রাসনে দেওয়া হবে।

কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানও আরও কঠোর। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, এই বিষয়ে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মেনে নেবে না। একমাত্র আলোচনা হতে পারে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে। এই বক্তব্য ভারতের নীতিগত অবস্থানের বড় একটি ইঙ্গিত।

বর্তমানে ভারত পাকিস্তানের সঙ্গে কোনও রাজনৈতিক সংলাপ চালাতে আগ্রহী নয়। শুধু মাত্র সেনাবাহিনীর ডিজিএমও (Director General of Military Operations) স্তরে সীমিত যোগাযোগ অব্যাহত থাকবে, যা শুধুমাত্র যুদ্ধবিরতি রক্ষার জন্য। ভারতের মতে, আলোচনার আর কোনও বাস্তবিক ভিত্তি এখন নেই।

Header Ad
Header Ad

বিডিআরের ৪০ জওয়ানের জামিন

ছবি: সংগৃহীত

২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) আদালত সূত্রে জানা যায়, ঢাকার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত গত ৮ মে এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, আসামিদের মধ্যে অনেকেই সাজাপ্রাপ্ত এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন।

জামিন আবেদন করা আসামিদের নথিপত্র যাচাই করে আদালত সন্তুষ্ট হয়ে ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন। বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে।

জামিন পাওয়া আসামিরা হলেন- রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল করিম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান জোয়ার্দার ওরফে লিটন, মো. এ মোনাফ, আকিদুল ইসলাম, খলিলুর রহমান, মিজানুর রহমান, কৌতুক কুমার সরকার, মো. সালাউদ্দিন, সোহরাব হোসেন, কামাল হোসেন, মো. ইশহাক, দারুল ইসলাম, শ্রী সুমন চক্রবর্তী, আবু সাঈদ, সেজান মাহমুদ, মো. সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, শ্রী তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূর-এ-আলম মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, রবিউল আলম এবং আল আমিন।

এর আগে গত ১৯ জানুয়ারি ১৭৮ জন জন বিডিআর জওয়ানকে জামিন দেন একই আদালত। পরে গত ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা।

মামলার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।

২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। আরো ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। হাইকোর্টের রায়ের আগে ১৫ জনসহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন।

অন্যদিকে, হাইকোর্টে ৮৩ জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। ২০১০ সালে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ আসামির বিরুদ্ধে বিচারকাজও শুরু হয়েছিল।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠছে। গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা।

এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেধে দিয়েছে সরকার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টেস্ট ক্রিকেট থেকে কোহলিে অবসর, রাখলেন না বোর্ডের অনুরোধ
ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা: মোদির হুঁশিয়ারি
বিডিআরের ৪০ জওয়ানের জামিন
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
‘অন্তর্বর্তী সরকার আসার পর একটিও গুমের ঘটনা ঘটেনি’
সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি
গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত
এবার জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি
এল ক্লাসিকো জিতে শিরোপার আরও কাছে বার্সেলোনা
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল আজ
যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন, পাকিস্তানের ৪ বিলিয়ন ডলার ক্ষতি
আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান
নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে যুবক নিহত
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু
ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা
বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
একদিনে চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে নতি স্বীকার: তোপের মুখে মোদী
সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন