মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে এক চাঞ্চল্যকর ঘটনায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে সাত দিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়।

অভিযোগ, মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ২৩ জন যুবক ওই তরুণীকে ধর্ষণ করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে, এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

নির্যাতিতা তরুণী একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এবং নিয়মিত দৌড়ের অনুশীলনের জন্য বারাণসীর ইউপি কলেজে যেতেন। পুলিশের তদন্তে জানা গেছে, গত ২৯ মার্চ তিনি এক বন্ধুর সঙ্গে পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। তরুণীর অভিযোগ, কথোপকথনের সময় একজন যুবক তাঁর পানীয়তে গোপনে মাদক মিশিয়ে দেয়। মাদকের প্রভাবে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্তরা তাঁকে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে সাত দিন ধরে একের পর এক ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন তরুণীর পূর্বপরিচিত ছিলেন, যার মধ্যে তাঁর সামাজিক মাধ্যমের বন্ধু এবং সহপাঠীরাও রয়েছেন।

ঘটনার পর থেকে তরুণী নিখোঁজ ছিলেন। ৪ এপ্রিল তাঁর খোঁজ মেলে, এবং ৬ এপ্রিল তাঁর পরিবার থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, হুক্কা বারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই ঘটনা বারাণসীসহ গোটা উত্তরপ্রদেশে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। নির্যাতিতার পরিবার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অব্যাহত রয়েছে, এবং এই মামলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বরুণা এলাকার ডিসিপি চন্দ্রকান্ত মীনা বলেন, ‘‘তরুণী প্রথমে স্বেচ্ছায় তাঁর বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরাই তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ৪ এপ্রিল তাঁকে খুঁজে পাওয়া যায়। এর পর ৬ এপ্রিল লালপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা।’’ অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে।

Header Ad
Header Ad

চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ

ছবি : ঢাকাপ্রকাশ

রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের ৩২১ জন সাব-ইন্সপেক্টর (এসআই) হঠাৎ করেই চাকরি হারিয়ে চরম হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন। দীর্ঘ এক বছরের চেষ্টার পর প্রশিক্ষণের শেষ ধাপে এসে এই সিদ্ধান্ত তাদের জীবনে যেন বজ্রাঘাতের মতো নেমে এসেছে।

২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে প্রক্রিয়ার সূচনা হয়েছিল, তাতে বহু ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা। কিন্তু প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র ১৩ দিন আগে এক ঘোষণার মাধ্যমে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরিচ্যুতদের অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না এনে বা উপযুক্ত শুনানি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুপস্থিতি বা শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে; তবে অনেকে একই পরিস্থিতিতেও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, অথচ এই ৩২১ জনকে বাদ দেওয়া হয়।

এক চাকরিচ্যুত এসআই বলেন, “আমরা কেউই শৃঙ্খলা ভঙ্গ করিনি। নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়েছি। হঠাৎ এমন একটি আদেশ আমাদের জীবন ধ্বংস করে দিল।”

তারা আরও জানান, নিয়োগের প্রস্তুতির জন্য অনেকেই পরিবার থেকে ধার করে, বাড়ি-জমি বিক্রি করে প্রশিক্ষণসহ যাবতীয় ব্যয় মেটান। এই সিদ্ধান্ত তাদের পরিবারকে চরম অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়ে ফেলেছে।

চাকরিচ্যুত এসআইরা এখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, “আপনিই আমাদের শেষ ভরসা। আমাদের জীবন, পরিবার, স্বপ্ন সব কিছু ধ্বংসের মুখে। আমরা সুবিচার চাই।”

তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় এনে প্রকৃত মেধাবীদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন।

অনেকেই বলছেন, এটি বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা। এমন অস্বচ্ছ ও অমানবিক সিদ্ধান্ত ভবিষ্যতে পুলিশের ভাবমূর্তি ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Header Ad
Header Ad

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশি বিলে হঠাৎ করে একটি টর্নেডো সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা।

প্রায় দুই মিনিট ধরে চলা এই টর্নেডোর দৃশ্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন সেই ভয়ংকর মুহূর্তের। তবে সৌভাগ্যবশত, কোনো ধরনের জানমাল বা ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী জানান, “আচমকা বিলে ভয়ানক ঘূর্ণি বাতাস দেখতে পাই। ভয় পেয়েছিলাম। এমন ঘটনা আগে দেখিনি।”

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “টর্নেডোটি সকালে আকাশি বিলে দেখা গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।”

আবহাওয়াবিদরা বলছেন, এ ধরনের আকস্মিক টর্নেডো সাধারণত স্থানীয় বায়ুমণ্ডলের তাপমাত্রা ও বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্টি হতে পারে।

Header Ad
Header Ad

মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করলেন বাবা

মা-বাবা ও শিশুকন্যা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় আট মাস বয়সী এক শিশুকন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামে।

জানা গেছে, অভিযুক্ত কাইয়ুম বিশ্বাস (৪০) তার স্ত্রী পপি বেগমকে মৌখিক তালাক দিয়ে শিশুটিকে জোর করে নিয়ে যান। পরে তিনি নাকি শিশুটিকে একই উপজেলার শাখরাইল গ্রামের এক নারীর কাছে বিক্রি করে দেন। পপি বেগম এই ঘটনায় ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় কাইয়ুম বিশ্বাস ছাড়াও তার তিন বোনসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত নগরকান্দা থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। তবে এখনো শিশুটিকে খুঁজে পায়নি পুলিশ।

নগরকান্দা থানার ওসি মোহাম্মাদ সফর আলী বলেন, “বাচ্চাটি যেই ঠিকানায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে, সেখানে খুঁজে পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে। শিশুটিকে পাওয়া গেলে আদালতের নির্দেশ অনুযায়ী তার হেফাজত নির্ধারণ করা হবে।”

পপি বেগম জানান, সন্তান হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মেয়েটাকে একটিবার দেখতে চাই। যার কাছে বিক্রি করা হয়েছে, তার পায়ের নিচে বসে কেঁদেছি, কিন্তু দেখতেও দেয়নি।”

ঘটনাটি নিয়ে কাইয়ুম বিশ্বাসের বোন মিতা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলে অপর একজন রিসিভ করে মিতার স্বামী পরিচয় দেন এবং ব্যস্ত আছেন বলে কেটে দেন।

এ দিকে শিশুটির বাবা কাইয়ুম বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো
মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করলেন বাবা
গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬
দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)
হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল
ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম
পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা মাসুদ আটক, জুতার মালা পরানোর চেষ্টা
গাজায় গণহত্যা চললে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন: হামাস
শিশু আছিয়া ধর্ষণ মামলায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৭১-এর পর প্রথমবার ভারতের রাজ্যজুড়ে যুদ্ধ প্রস্তুতির মহড়া
কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু
কানাডার সেরা একাদশে সামিত সোম, বাংলাদেশের জার্সি এখন সময়ের অপেক্ষা
ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস