পাকিস্তানের হুমকিতে কাঁপছে সীমান্ত, ভারতের ২১ বিমানবন্দর বন্ধ (ভিডিও)

ছবি: সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার দিকে ধাবিত হয়েছে। দুই সপ্তাহের হুমকি-ধমকির পর ভারত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে পাকিস্তানের দাবি অনুযায়ী কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।
ভারতের এই অভিযানের জবাবে পরদিন (৭ মে) পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঁচটি বিমান ও একটি সেনা সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের প্রতিটি রক্তবিন্দুর জন্য কঠিন মূল্য দিতে হবে।
এই পরিস্থিতিতে, যুদ্ধের ঝুঁকি মাথায় রেখে ভারত সরকার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে সীমান্ত এলাকায় চলমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে।
জম্মু ও কাশ্মীরের জম্মু, শ্রীনগর ও লেহ; পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা; হিমাচল প্রদেশের শিমলা ও ধর্মশালা; রাজস্থানের জোধপুর, বিকানের, জয়সালমের, কিশনগড়; গুজরাটের ভুজ, জামনগর, রাজকোট, মুন্দরা, পোরবন্দর, কান্ডলা, কেশোদ; এছাড়া গোয়ালিয়র ও হিন্ডন বিমানবন্দরও এই তালিকায় রয়েছে।
এসব বিমানবন্দর বেসামরিক ও সামরিক উভয় রকম ফ্লাইট পরিচালনা করে থাকায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফ্লাইট সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো বাতিল করেছে ১৬৫টির বেশি ফ্লাইট, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও বহু ফ্লাইট বাতিল করেছে।
এদিকে, পাকিস্তান তার আকাশসীমা ভারতের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং সিমলা চুক্তি স্থগিতসহ দুই দেশের মধ্যে সমস্ত বাণিজ্যিক সম্পর্কও বন্ধের ঘোষণা দিয়েছে।
