সারাবিশ্ব
গাজা যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি জানান, চলমান এই সংঘাত বন্ধ হওয়া উচিত এবং যুদ্ধের ভয়াবহতা থেকে মানবিক সহায়তা প্রদান জরুরি। মিশরীয় নেতৃত্বে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের পর তিনি নতুন করে এ প্রচেষ্টা চালান বলে জানায় এএফপি।
বাইডেন বলেন, “আমাদের এখনই একটি যুদ্ধবিরতি প্রয়োজন, এই যুদ্ধ থামাতে হবে।” তিনি আরও জোর দিয়ে বলেন, “এটি বন্ধ হওয়া উচিত, এটি বন্ধ হওয়া উচিত, এটি বন্ধ হওয়া উচিত।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ বার্তা দেন।
ইসরায়েলের অবিরাম হামলায় গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকায় এমন কোনো স্থান অবশিষ্ট নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। মসজিদ, আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল-প্রায় সবকিছুতেই আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার অবকাঠামো সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জনজীবন অচলাবস্থায় পৌঁছেছে।
ইসরায়েলের এই হামলার সূত্রপাত হয় গত বছরের ৭ অক্টোবর, যখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েল সীমান্তে প্রবেশ করে আক্রমণ চালায়। সেই আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় পাল্টা অভিযান শুরু করে। এখনও অব্যাহত এই সংঘাতের মধ্যে শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
প্রায় এক বছর ধরে চলা এই সংঘাতে গাজায় নিহত হয়েছে ৪৩ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছে ১ লাখ ১ হাজারেরও বেশি। নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
মানবিক পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে বাইডেনের এই যুদ্ধবিরতির আহ্বান নতুন আশার সঞ্চার করেছে। গাজায় সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববাসীর নজর এখন বাইডেনের বক্তব্যের দিকে।