রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখ অভিবাসীর বৈধতা বাতিল করল ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার এসব বৈধ অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পনসর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন।

রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প অভিবাসননীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন।

গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা, সে বিষয়েও তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন।

এর আগে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে।

বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়ায়ও সম্প্রসারিত হয়। তার প্রশাসন এসব দেশের অভিবাসীদের উচ্চমাত্রার অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চার দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল।

অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি পথ চালু করেছিল, যার মধ্যে সীমান্ত পারাপারে কড়াকড়িও ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় ৫ লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাদের মধ্যে কারা ইতোমধ্যে অন্য কোনো আইনি মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করেছেন, তা স্পষ্ট নয়।

সোমবার ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।

গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে, যুক্তরাষ্ট্রে দুই বছরের কম সময় ধরে বসবাসরত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন (এক্সপেডাইটেড রিমুভাল) প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে।

Header Ad
Header Ad

শাকিবের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহীতে শুটিং চলছিল আলোচিত চিত্রনায়ক শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর। তবে শুটিং সেটে ঘটল এক মর্মান্তিক ঘটনা—জীবনের ঝুঁকি নিয়ে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়া স্টান্টম্যান মনির হোসেন আর ফিরলেন না।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে শুটিংয়ে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনির। বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফী।

রাফী জানান, “দুপুরে মনির শট দিয়েছিল, এরপর সবাই মিলে স্বাভাবিকভাবে আড্ডা দিচ্ছিল। কিন্তু হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পরই জানা যায়, মনির আর আমাদের মাঝে নেই।”

স্টান্টম্যান মনির হোসেন (বামে) এবং চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

পরিচালক আরও বলেন, “সম্ভবত সকালেই সে স্ট্রোক করেছিল, কিন্তু কাউকে বলেনি। খুব কম বয়সে এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। আমরা তার পরিবারকে মরদেহ পৌঁছে দিয়েছি এবং পাশে থাকার চেষ্টা করছি।”

অন্যদিকে, সিনেমার ফাইট ডিরেক্টর সুমন রেজা জুম্মান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘তাণ্ডব’-এর একটি দৃশ্যে ১৩ তলা ভবন থেকে ঝুলন্ত অবস্থায় শট দিয়েছিলেন মনির। ধারণা করা হচ্ছে, সে সময়ই স্ট্রোক করে ফেলেন তিনি।

‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আসন্ন কোরবানি ঈদে। এতে শাকিব খানের বিপরীতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরকে।

Header Ad
Header Ad

ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW) লিখিতভাবে জানিয়েছে, তাদের কাছে তুরিন আফরোজের পিএইচডি সম্পন্ন করার কোনো তথ্য নেই—এমনকি তার নামে কেউ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো রেকর্ড মেলেনি।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে ওই মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক অভিযোগ করেন, তুরিন আফরোজ প্রসিকিউটর থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে তার মা ও ভাইকে উত্তরার পারিবারিক বাড়ি থেকে বের করে দেন। তিনি আদালতের কাছে অনুরোধ জানান, তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম যেন আবারও সেই বাড়িতে বসবাস করতে পারেন, আদালত যেন সে নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালে, যখন শামসুন্নাহার বেগম ও তার ছেলে শাহনেওয়াজ আহমেদকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর উভয় পক্ষ দখল ও মালিকানা নিয়ে পৃথক দেওয়ানি মামলা দায়ের করেন। শেষপর্যন্ত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বাতিল হওয়ায় এখন আইনগত বাধা ছাড়াই শামসুন্নাহার ও শাহনেওয়াজ ওই বাড়িতে বসবাস করতে পারবেন।

মামলার শুনানিতে উপস্থাপিত আরও একাধিক তথ্য মতে, তুরিন আফরোজ নিজের নামে হেবা দলিলের ভিত্তিতে বাড়ির মালিকানা দাবি করলেও তার মা ও ভাই আদালতে লিখিতভাবে জানান, মূল মালিকানা ছিল শামসুন্নাহারের, যিনি পরে ১৯৯৭ সালে সম্পত্তি তার ছেলেকে হেবা করেন।

Header Ad
Header Ad

নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি: সংগৃহীত

‘নারী সংস্কার কমিশন রিপোর্ট ২০২৫’-এর ছয়টি অধ্যায়কে ইসলামি শরীয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে।

রিটে রিপোর্টের বিতর্কিত সুপারিশ বাস্তবায়ন থেকে বিরত থাকতে এবং বিষয়টি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রওশন আলী। রিটটি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য আগামীকাল সোমবার তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে।

আইনজীবী বলেন, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’-এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, এ বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’- এই রিপোর্টটি ৩১৮ পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

প্রথমত, রিপোর্টের অধ্যায় ১১-তে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরাসরি কোরআনের সুরা নিসা (৪:১১)-এর পরিপন্থি।

দ্বিতীয়ত, রিপোর্টে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে, যা ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিধান এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার ক্ষুণ্ণ করে।

তৃতীয়ত, ‘My Body, My Choice’ স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরীয়তের ওপর ভিত্তি না রেখে নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে।

চতুর্থত, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি।

পঞ্চমত, রিপোর্টে লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা শরীয়তবিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। রিটে তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যান বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাকিবের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু
ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়
নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিতর্কের মুখে সরানো হলো হাসিনার সেই কুশপুতুল
মেসি-সুয়ারেজের গোল, বড় জয় পেল মায়ামি
এলপি গ্যাসের নতুন দামের সিদ্ধান্ত আজ
সকালে কাঠবাদাম খাওয়ার যত উপকারিতা
একদিন পেছাল খালেদা জিয়ার দেশে ফেরা
ইসরাইলের অবরোধ, গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু
শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতীয় মন্ত্রী
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক
কাউকে যদি করিডোর ব্যবহার করতে দেন তাহলে জনগণের অনুমতি লাগবে: টুকু
রাজধানীর পুরানা পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
নওগাঁয় আসামিদের নিয়মিত আদালতে উপস্থাপন না করায় ওসিকে শোকজ
মাদক সেবনের দায়ে নিষিদ্ধ রাবাদা
দুই পুত্রবধূসহ ফিরছেন খালেদা জিয়া, অভ্যর্থনা দিতে সবাই প্রস্তুত: মির্জা ফখরুল
চুয়াডাঙ্গায় প্রণোদনার সার মিলল গোডাউনে, অতঃপর...