সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মুহম্মদ নূরুল হুদা

সীতা সংহিতা

 

নিমতিতা আর নিশিন্দা তিতা বুকে ধরে 
সীতার হরণ শুরু বিমানব রাবণের ঘরে।
সীতা, তুমি না বনের, না রাজপ্রাসাদের;
চিরকাল রাণী তুমি মনোসাম্রাজ্যের।
 
না, তোমাকে নিয়ে যুদ্ধটাও নয় শুধু আমাদের।
 

গুলঞ্চ লতার বুক শুঁকে শুঁকে সীতা
নিজেই নিজের ঘরে যদি অপহৃতা
পাখিরা সন্ত্রস্ত চোখে মুখ তুলে চায়
হানাদার বাহিনীর চোখ ঠুকরে খায়
 
ভেষজের পাহারায় সীতা নবনীতা
 

পঞ্চবট পঞ্চবৃক্ষ স্তম্ভ পঞ্চদিক
অনন্ত অতন্দ্র তারা বনে দশদিক
মাঝখানে সুরক্ষিত বেদী বারোহাত
পঞ্চবটী বনে নামে ত্রিলোক-প্রপাত
 
সতীত্ব সতীর অস্ত্র, সতীত্ব করাত
 

নয় নির্বাসন, এই বন পুণ্যবতী সতীর আশ্রম;
অশ্বত্থ সটান পুবে, পশ্চিমেও বট সমাগম;
উত্তরে শ্রীফল বিল্ব, আমলকি প্রহরী দক্ষিণে;
অগ্নিকোণে দাঁড়ায় অশোক; মাঝে বেদী নাও চিনে;
 
সীতা তুমি, সতী তুমি; তুমি নিজে কয়েদি সশ্রম।
 

দেহের দেয়ালে বন্দি, বন্দি তুমি স্নায়ুর শেকলে;
ডুবে ভেসে জেগে থাকো আসমুদ্র শরীরী শোণিতে;
তোমাকে দেখে না কেউ, দেখে শুধু তোমার বাকল;
কে তোমাকে বেঁধে রাখে সীমানায় হিতে বিপরীতে?
 
রাম-রাবণের যুদ্ধ চলে, দেহত্যাগী চলে দলে দলে!
 

অনন্তমানব আমি, তুমি যদি হতে চাও অনন্তমানবী।
অনন্তমানবী তুমি, আমি যদি হতে চাই অনন্তমানব।
পররাজ্য পরনারী অধিকারে কেন তবে অটল অটবী?
শরীরের শৌর‌্য  নিয়ে বিনা তর্কে কেন তবে দাহন খাণ্ডব?
 
লেজে লেজে সেতু পার, হনুমানও পরবিত্ত-লোভী।
 

পঞ্চকর্মে দীক্ষাহীন? তুমি তো আরোগ্যহীন তবে চিরদিন।
বিরেচন বা বমন, নস্য বা নিরুহ : আসলে অনুবাসনাধীন। 
সশাস্ত্র চিকিৎসা নাও; রাজা হও, রাণী হও, মানব-মানবী;
পাহাড়-সাগর-দ্বীপ-সমতলে নভোতলে তুমি আর নও অর্বাচীন। 
 
তা নাহলে আবাসনে-নির্বাসনে মানুষ তো দানব-দানবী। 
 

৮ 

তোমার ভেতরে তুমি সাজাও সংসার
বিমূর্তের তুলি দিয় মূর্তের আকার
ক্রমেই ভেতরে চলো, অধিক ভেতরে
যা আছে এ চরাচরে নিয়ে আসো ঘরে
 
পঞ্চবটী বন শুধু সতীকেই ধরে
 

একা নও একা নও একা নও একা
তোমার ভেতরে তুমি পেয়ে যাবে দেখা
জলাঙ্গীর সরোবরে বাঘিনী হরিণী
এক ঘাটে কেলি করে তরঙ্গ তটিনী
 
তোমাকে পাহারা দেয় কুহু আর কেকা
 

১০

রচনা করেছো তুমি তোমার কুণ্ডলী
ধূলিশয্যা আলো করে সপ্তর্ষিমণ্ডলী
পত্রপল্লবেরা সুখে বাজায় কাঁসর
ত্রিলোক যাপন করে সতীত্ব বাসর
 
তোমাকে সুরক্ষা দেয় জোনাকির কলি! 
Header Ad
Header Ad

এবার বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানে জরুরি সতর্কতা

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির পরদিনই চেনাব নদীতে দেওয়া বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে। পাকিস্তানি প্রশাসন ইতিমধ্যেই কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে।

পেহেলগাঁওয়ের হামলায় নিহতের পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ।

ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের গেট লাগিয়ে প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায়।

দেশটির প্রশাসনের বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালাল বাঁধে পানিরস্তর বেড়ে গিয়েছিল। বাঁধে অতিরিক্ত জল জমে থাকায় তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে, পানি না ছাড়লে বাঁধের ওপর অতিরিক্ত চাপ পড়ে বিপর্যয় সৃষ্টি হতে পারত।

যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। গেট খোলার ফলে পাকিস্তানে চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও জল প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

Header Ad
Header Ad

রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ, ওসি অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিবারের দাবি, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে লাশ বালুচাপা দেওয়া হয়। এ ঘটনায় ফজলু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেলে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগে তাঁকে অবরুদ্ধ করেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওসিকে উদ্ধার করে নিয়ে আসেন। নিহত শিশুটির বাড়ি মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নের একটি গ্রামে। অভিযুক্তও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে অভিযুক্ত ফজলু মিয়া কৌশলে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় চিৎকার দেওয়ায় শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। পরে বাড়ির পাশে বালুর স্তূপে মরদেহ চাপা দিয়ে রাখা হয়। প্রতিবেশী এক নারী বালুর নিচে হাত দেখতে পেলে আশপাশের লোকজন বালুর নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর বেলা দেড়টার দিকে অভিযুক্ত ফজলু মিয়ার বাড়িতে ভাঙচুর ও আগুন দেন বিক্ষুব্ধ লোকজন। পরে ঘটনাস্থলে মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক গেলে অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। স্থানীয় লোকজনের অভিযোগ, ওসি আবু বক্কর সিদ্দিক এলাকাবাসীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেছেন। পরে মিঠাপুকুরের ইউএনও ও সেনাবাহিনী বিকেল চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওসিকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে ওসি আবু বক্কর সিদ্দিক কোনো কথা বলতে রাজি হননি। মিঠাপুকুরের ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ বলেন, স্থানীয় জনতা উত্তেজিত ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে ঘণ্টাখানেক আগে ওসিকে নিয়ে আসা হয়েছে।

Header Ad
Header Ad

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সংকট মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই, বরং এ খাতের ঘাটতি পূরণে দরকার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা।

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “স্বাস্থ্যখাতে আমাদের ঘাটতি রয়েছে, কিন্তু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেক ভালো করা সম্ভব। একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমস্যার সমাধান করতে হবে।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবায় কাঠামোর চেয়ে মন-মানসিকতা বড়, আর সেখানে কোনো রাজনীতির জায়গা নেই।”

সিভিল সার্জনদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা মন থেকে চাইলেই, শুধু নিয়ম-কানুন ঠিকভাবে মেনে চলেই, বর্তমান অবকাঠামো ও সম্পদের মধ্য দিয়েই স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ পর্যন্ত উন্নয়ন সম্ভব।”

জনবল ও সরঞ্জাম ঘাটতির কথা তুলে ধরে হাত গুটিয়ে বসে না থেকে বরং বিদ্যমান সম্পদকে কাজে লাগিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, “যা রয়েছে, তা দিয়েই কাজ চালিয়ে যেতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, “স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে জেলা পর্যায়ের সেবার মান উন্নয়ন জরুরি, আর সে লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “প্রশাসনের ডিসি সম্মেলন প্রতিবছরই হয়, কিন্তু সিভিল সার্জনদের নিয়ে এমন সম্মেলন এতদিন হয়নি—এটা আমার বোধগম্য নয়। এই আয়োজন নিয়মিত হওয়া উচিত।”

উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনরা অংশ নিচ্ছেন, যেখানে সরাসরি মতবিনিময়, নীতিনির্ধারণ এবং সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পথ নিয়ে আলোচনা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানে জরুরি সতর্কতা
রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ, ওসি অবরুদ্ধ
স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: প্রধান উপদেষ্টা
নিলামে উঠল এস আলম গ্রুপের বেনামি প্রতিষ্ঠানের ৩১ একর জমি
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর, রাখলেন না বোর্ডের অনুরোধ
ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা: মোদির হুঁশিয়ারি
বিডিআরের ৪০ জওয়ানের জামিন
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
‘অন্তর্বর্তী সরকার আসার পর একটিও গুমের ঘটনা ঘটেনি’
সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি
গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত
এবার জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি
এল ক্লাসিকো জিতে শিরোপার আরও কাছে বার্সেলোনা
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল আজ
যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন, পাকিস্তানের ৪ বিলিয়ন ডলার ক্ষতি
আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান
নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে যুবক নিহত
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু
ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা