মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (১৮ মার্চ) দুপুরে, রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এর আগে, সকাল রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএম/এমএমএ/

Header Ad
Header Ad

ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরের বাজেটে অত্যান্ত বাস্তব ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না। ধার করে বড় বড় মেগা প্রকল্প করব না।’

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কিনা- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ইতোমধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যাঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি। এটলিস্ট গত বারের তুলনায় কম হবে না।’

তিনি বলেন, ‘মোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করব, বিরাট একটা গ্যাপ নিয়ে করব না। প্রকল্প, এডিপি বাস্তবায়ন করব অত্যান্ত বাস্তব ভিত্তিতে। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে, ধার করে ডেফিসিট দিয়ে এগুলো করব না। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না। কিছুটা তো ডেফিসিট (ঘাটতি) থাকবে। সেটা পূরণ করতে আমি নেগোশিয়েট করছি, আমরা আইএমএফ, বিশ্বব্যাংকের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলছি, সেটা মোটামুটি এখন সাকসেসফুল।’

গতকাল একটি অধ্যাদেশ হয়েছে, যেটার মাধ্যমে ৫৩ বছরের এনবিআর ভেঙে গেল। বলা হচ্ছে- কাস্টম ট্যাক্স ক্যাডারের যারা কর্মকর্তারা তারা লম্বা সময় ধরে আন্দোলন করছিলেন, তাদের মতামত উপেক্ষা করে এই অধ্যাদেশ করা হলো। বিষয়টি কী সে রকম? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেস্টা বলেন, ‘অধ্যাদেশটা ভালো করে পড়ে দেখেন, তাদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যান্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআররের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআর থাকবে, এনবিআরটা যেভাবে আছে কতোগুলো টার্মস অব রেফারেন্স হিসেবে।’

তিনি বলেন, ‘এটা ইন্টারন্যাশনাল প্যাকটিস পালিসি ডিভিশন আর ইমপ্লিমেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়ে। অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের কাজ কেবল আদায় করা এটা একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোক দিয়ে আদায় করলাম।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত চিন্তা করে এটা করা হয়েছে। ওদের সঙ্গে যে আলাপ করিনি তা না, যদি মনে করেন এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে আলাপ করতে হবে, তা না। যারা মেম্বার, সদস্য ডেফিনেটলি তাদের সঙ্গে আলাপ হয়েছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সঙ্গে আলাপ হয়েছে।’

Header Ad
Header Ad

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

ছবি: সংগৃহীত

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে যোগ্য শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে পৃথকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন দুই বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার এক আলোচনা সভা চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন নার্সিংয়ের কিছু শিক্ষার্থী, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানে তাদের সঙ্গে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের কথাকাটাকাটি শুরু হয়। এরপর ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেটে অবস্থান নেন এবং বিএসসি শিক্ষার্থীরা মূল গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

গেট ভাঙার চেষ্টা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ উপস্থিত থাকলেও দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা মারধর ও হেনস্তার শিকার হয়েছেন।

ঘটনার পর রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বোয়ালিয়া জোন) হাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ক্যাম্পাস পরিদর্শন করে।

ঘটনার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

Header Ad
Header Ad

ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহতের কথা জানালো পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের চালানো এক হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে ১১ জন দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক। সোমবার (১২ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর দিয়েছে জিও নিউজ।

আইএসপিআরের দাবি, ৬ ও ৭ মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ হামলা চালায়। নারী, শিশু এবং বৃদ্ধদের লক্ষ্য করে চালানো এই হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১২১ জন, যাদের মধ্যে ১০ জন নারী ও ২৭ জন শিশু রয়েছেন।

দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন পাকিস্তানের ১১ সেনা সদস্য এবং আহত হয়েছেন আরও ৭৮ জন।

এই ঘটনার পর সোমবার (১২ মে) সন্ধ্যা ৫টায় ভারত ও পাকিস্তানের সামরিক পর্যায়ে ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই আর কোনো গোলাগুলি না চালানোর বিষয়ে একমত হয়েছে।

প্রথমে বৈঠকটি দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়ে সন্ধ্যায় শুরু হয়। বৈঠকে সীমান্তে উত্তেজনা হ্রাস, সেনা সংখ্যা কমানো এবং পারস্পরিক আক্রমণাত্মক মনোভাব পরিহারের বিষয়ে আলোচনা হয়। ভারতের পক্ষে ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের পক্ষে ডিজিএমও কাশিফ আব্দুল্লাহ এই বৈঠকে অংশ নেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: অর্থ উপদেষ্টা
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০
ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহতের কথা জানালো পাকিস্তান
সৌদি আরবের মাটিতে ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান
আপিলের জন্য জুবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ
মমতাজের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা
চিকিৎসক-সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা
‘ইতিহাসে প্রথম রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে হাইকোর্টের রায়ে’
সারা দেশে এনআইডি সেবা সাময়িক বন্ধ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
ঈদে চলবে ১০টি বিশেষ ট্রেন, জানুন সময়সূচি ও রুট
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীকে থানায় সোপর্দ
কেন থামাল ভারত-পাকিস্তানের যুদ্ধ, রহস্য ফাঁস করলেন ট্রাম্প
মধ্যরাতে এনবিআর ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগ চালু
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
কাতারের বিমান উপহার প্রস্তাব ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’: ডোনাল্ড ট্রাম্প
মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত, আহত ২০
রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগম