মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চ ২০২৩, ০৪:২০ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৩, ১১:১৮ পিএম


মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (১৮ মার্চ) দুপুরে, রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এর আগে, সকাল রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএম/এমএমএ/


বিভাগ : জাতীয়