
অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৯ কর্মকর্তা
২৯ মার্চ ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১১:৫১ এএম

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ৯ জেলায় ৯ জন কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহীকে মুন্সীগঞ্জের, নাটোর ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার সরকার অসীম কুমারকে বগুড়ার, রাজশাহী সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমানকে গাইবান্ধার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব সাফিয়া আক্তার শিমুকে নারায়ণগঞ্জের, রাজশাহী রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা সামিউল আমিনকে নাটোরের, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোজাম্মেল হক রাসেলকে রংপুরের, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আশরাফুজ্জামানকে পটুয়াখালীর, রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়কে নীলফামারীর এবং ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেনকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসজি