বৃহস্পতিবার, ১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বাংলাদেশে ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে, তা নির্ধারন করতে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সৌদি আরবে বুধবার ঈদুল ফিতর হবে। অন্যান্য দেশেও ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে ঈদ বুধবার (১০ এপ্রিল) নাকি বৃহস্পতিবার (১১ এপ্রিল) সেটি জানা যাবে সন্ধ্যায়।

সাধারণত চাঁদ দেখার ওপর ঈদের দিন ধার্য হয়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার (৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Header Ad
Header Ad

ছয় গোলের থ্রিলারে বার্সেলোনাকে রুখে দিল ইন্টার মিলান

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এক নাটকীয়, উত্তেজনাপূর্ণ ও ছয় গোলের রোমাঞ্চে বার্সেলোনাকে রুখে দিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। বুধবার (৩০ এপ্রিল) রাতে বার্সার অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ডসংখ্যক দর্শকের সামনে দুই দলই দেখিয়েছে এক অসাধারণ লড়াই, যার ফলাফল—৩-৩ গোলে ড্র।

ম্যাচের শুরুতেই বাজিমাত করেন ইন্টারের মার্কাস থুরাম। ম্যাচ শুরুর মাত্র ১ মিনিটেই ডেনজেল ডামফ্রিজের ক্রস থেকে চমৎকার ব্যাকহিল করে ইন্টারকে এগিয়ে দেন তিনি। ২১ মিনিটে আবারও ডামফ্রিজের ম্যাজিক—দিমারকোর কর্নার থেকে আকেরবির পাসে দুর্দান্ত অ্যাক্রোব্যাটিক ভলিতে ব্যবধান করেন ২-০।

তবে শুরুতে দুই গোল খেয়ে যেন আরও ক্ষিপ্র হয়ে ওঠে বার্সেলোনা। ২৩ মিনিটে বার্সার উদীয়মান তারকা লামিন ইয়ামাল একক নৈপুণ্যে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের কৌশলী শটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। এরপর প্রথমার্ধের শেষদিকে পেদ্রির চতুর ফ্লিকে রাফিনিয়ার দারুণ কন্ট্রোল, আর সেখান থেকে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা—২-২।

দ্বিতীয়ার্ধে ইনজুরিতে ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ মাঠ ছাড়লে বদলি হয়ে আসেন মেহেদি তারেমি। ৬০ মিনিটে কর্নার থেকে ডামফ্রিজের দুর্দান্ত হেড—এবার নিজের জোড়া গোল পূর্ণ করে আবারও এগিয়ে নেয় ইন্টারকে।

কিন্তু বার্সাও থামেনি। ৬৭ মিনিটে ছোট কর্নার থেকে রাফিনিয়ার শট পোস্টে লেগে ফেরত আসে, যা গোলরক্ষক ইয়ান সোমারের পিঠে লেগে বল গড়ায় জালে। স্কোরলাইন আবারও সমতায়—৩-৩।

৭৫ মিনিটে ইন্টারের মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান একবার বল জালে পাঠালেও ভিএআরে দেখা যায়—সামান্য অফসাইড। সেই বিতর্কিত সিদ্ধান্তেই বেঁচে যায় বার্সা।

রোমাঞ্চকর এই প্রথম লেগের পর এখন সব চোখ আগামী ৬ মে-তে, যখন জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে হবে ফিরতি লড়াই। সেখানেই নির্ধারণ হবে কে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় থাকবে পিএসজি ও আর্সেনালের মধ্যকার বিজয়ী।

Header Ad
Header Ad

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে জানান, আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পুরনো গঠনতন্ত্র বাতিল করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে, যার আলোকে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে ফিরে এসেছে আন্দোলন-সংগ্রামের এক ঐতিহাসিক স্মৃতি। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯৩ সালের ২৯ জুলাই। সেই নির্বাচনের পর এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপরই জাকসু ও হল সংসদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসন, যা কার্যত জাকসুর অচলাবস্থার সূচনা করে।

Header Ad
Header Ad

কাশ্মীর সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি হামলায় উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট

ছবি: সংগৃহীত

বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে পাকিস্তানি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও একাধিক বাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রধান সংবাদমাধ্যম জিও নিউজ দেশটির সেনাবাহিনীর বরাতে জানায়, ২৯ এপ্রিল রাত থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল সকাল পর্যন্ত দু’দেশের মধ্যে চলেছে টানা গুলি বিনিময়। পাকিস্তানি সেনাদের দাবি, ভারতীয় বাহিনী প্রথমে কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উসকানিতে গুলি চালায়। এরই জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়, যা ছিল ‘পরিমিত ও প্রতিশোধমূলক’।

পাকিস্তান সেনাবাহিনীর বরাতে আরও জানানো হয়, ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তান সফলভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং চকপুত্র পোস্টসহ কয়েকটি বাঙ্কার ধ্বংস করে দেয়। এই হামলাকে পাকিস্তানের ‘অপারেশনাল প্রস্তুতির’ একটি নিদর্শন বলেও উল্লেখ করা হয়।

এদিকে, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী এক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জিও নিউজ আরও জানায়, সীমান্ত এলাকায় ভারতের সেনা মোতায়েন বৃদ্ধি ও সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনার মাধ্যমে উত্তেজনা আরও বাড়ছে। একইসঙ্গে কাশ্মীরি মুসলমানদের ওপর ভারতের নিপীড়ন অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছে পাকিস্তানি নিরাপত্তা সূত্র।

পাকিস্তানি কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, সীমান্তে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ভারতের যুদ্ধ-উন্মাদনার পরিচায়ক এবং এর ফল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছয় গোলের থ্রিলারে বার্সেলোনাকে রুখে দিল ইন্টার মিলান
৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা
কাশ্মীর সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি হামলায় উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকার আদায়ের দিন
রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার, রেমিট্যান্স প্রবাহে ফিরে এলো ইতিবাচক ধারা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা, ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা তরুণীর
অশালীন আচরণের অভিযোগে টাঙ্গাইলে প্রধান শিক্ষককে ‘জুতাপেটা’
টানা তিন দিনের ছুটিতে ঢাকায় তিন দলের সমাবেশ
অপরিবর্তিত থাকার পর এবার দেশে কমলো জ্বালানি তেলের দাম
বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া মানুষের কল্যাণের প্রত্যয় তারেক রহমানের
মিরাজের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল
আদানির বিদ্যুৎ আমদানিতে ৪০ কোটি ডলার কর ফাঁকি: দুদকের অনুসন্ধান শুরু
অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ড 
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত করল চেম্বার আদালত
সিসিডিবির তিনমাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন
অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার
পুতিন ইউক্রেনে শান্তি চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প