ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৬ জুন (শুক্রবার)। সে অনুযায়ী, বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে ৭ জুন (শনিবার)।
আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে চাঁদ উদয়ের পর তা সূর্যাস্তের পর ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, যা ঈদের চাঁদ দেখার জন্য যথেষ্ট সময়।
ঐতিহ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ঈদ পালনের পরদিনই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয়। সেই ধারায় ৭ জুন বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আমিরাত সরকার ৫ জুনকে আরাফার দিন এবং ৬-৮ জুন পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই সময়ে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
এখন থেকেই সরকারি ছুটি, পশু কোরবানির প্রস্তুতি এবং ধর্মীয় আয়োজন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন অনেকে।
