মঙ্গলবার, ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

রংপুর থেকে গ্রেফতার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও একাধিক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে মোহাম্মদ নুরুজ্জামান আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের নজরদারির পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো।

Header Ad
Header Ad

ভারতীয় বিভিন্ন সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ভারতের কয়েকটি ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিনিয়ত অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করছে। তদন্তে উঠে এসেছে, কিছু ভারতীয় ভ্রমণ সংস্থা পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রে মানুষ পাচারে জড়িত রয়েছে। এমন কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব নিষেধাজ্ঞা শুধু এখনই নয়, ভবিষ্যতেও অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে চলবে। এমনকি যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়ে তারাও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসন আইন প্রয়োগ শুধু যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ প্রতিরোধেই নয়, বরং এই প্রক্রিয়ায় যারা সহযোগিতা করে তাদেরও জবাবদিহির আওতায় আনার জন্য অত্যন্ত জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষায় এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বিরোধী কড়া নীতি গ্রহণ করেন। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেই তালিকায় ভারতীয় অভিবাসীরাও রয়েছেন। সম্প্রতি কয়েকজন ভারতীয়কে হাত-পা বাঁধা অবস্থায় বিমানে তুলে ফেরত পাঠানো হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Header Ad
Header Ad

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মৃত্যু ৯ জনের

ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ২৭৮ জন বাংলাদেশি হজযাত্রী। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ১৩০টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।

সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৪ হাজার ৫৮৩ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৬৯৫ জন হজযাত্রী। হজ ভিসা ইস্যু হয়েছে ৮৬ হাজার ৮২৫টি।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন পুরুষ ও একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, নীলফামারী, চট্টগ্রাম, গাজীপুর ও চাঁদপুর জেলার বাসিন্দারা।

হজ কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট দিয়ে, যেখানে ৩৯৮ জন যাত্রী সৌদি যান। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালনে সৌদি যাবেন। হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফ্লাইট যাবে ১০ জুলাই।

Header Ad
Header Ad

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি।

২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন নোবেল। কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর ২০২৩ সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। 

অন্যদিকে, দুই বছর আগেও নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল। কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এ ঘটনায় ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। 

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলচনা-সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালচনা হয়। ২০২৩ সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতীয় বিভিন্ন সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মৃত্যু ৯ জনের
নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেপ্তার
স্ত্রীকে খুন করে থানায় স্বামীর আত্মসমর্পণ
হত্যাচেষ্টা মামলায় নায়িকা ‍নুসরাত ফারিয়ার জামিন
সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি গ্রেপ্তার
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টারলিংক
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন
হংকং, জিম্বাবুয়ে, আমিরাতের সাথেও পারেনা টাইগাররা
গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৮
ভারতে বাড়ছে করোনা শনাক্ত, পুরোনো আতঙ্কে শঙ্কায় চিকিৎসকরা
চুয়াডাঙ্গা আদালতে প্রথমবার ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ
নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু
ইশরাক-তাবিথদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক
হঠাৎ জাপান ছাড়ার হিড়িক, জাপান সফর বাতিল করেছেন অনেকেই
অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি, ক্ষমা চাইলেন ইশরাক হোসেন
গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, ব্যাপক স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল
ক্ষমা চাইতে হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম কুমিল্লা জেলা বিএনপির
সাড়ে ১০ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
দাবি আদায় করবো, না-হয় মাটির নিচে শায়িত হবো: ইশরাক