হঠাৎ জাপান ছাড়ার হিড়িক, জাপান সফর বাতিল করেছেন অনেকেই

ছবি: সংগৃহীত
জাপানে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় দেশটি ছাড়ছেন অনেক পর্যটক এবং আতঙ্কিত কিছু স্থানীয় বাসিন্দা। পূর্ব এশিয়ার পর্যটকদের মধ্যে এই ভীতির মাত্রা এতটাই বেড়েছে যে, অনেকে জাপান সফর বাতিল করেছেন, কেউবা স্থগিত রেখেছেন। আর এই ভয়ের পেছনে রয়েছে একটি জনপ্রিয় মাঙ্গা, কিছু আলোচিত ভবিষ্যদ্বাণী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা।
আলোচিত জাপানি মাঙ্গা শিল্পী রিয়ো তাতসুকির ১৯৯৯ সালে প্রকাশিত বই ‘দ্য ফিউচার আই স’–এ ২০১১ সালের মার্চে একটি 'মহা দুর্যোগ'-এর পূর্বাভাস দেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে ওই সময়েই ঘটে তোহোকু অঞ্চলের ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প, যা জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ।
২০২১ সালে প্রকাশিত ওই মাঙ্গার ‘পূর্ণাঙ্গ সংস্করণ’-এ বলা হয়, “পরবর্তী বড় ভূমিকম্প ২০২৫ সালের জুলাইয়ে আসবে।” এরপর থেকেই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
জাপান ও হংকংয়ের কিছু আত্মঘোষিত ভবিষ্যৎদ্রষ্টা ও ফেং শুই বিশেষজ্ঞরাও ২০২৫ সালের দিকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেন। তাদের কথাও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, আর এই জল্পনাকে ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চীন, হংকং, থাইল্যান্ড এবং ভিয়েতনামের পর্যটকদের মধ্যে।
হংকংয়ের একটি ট্রাভেল এজেন্সি WWPKG-এর ব্যবস্থাপনা পরিচালক সি এন ইউয়েন জানান, “ইস্টার ছুটিতে জাপানে ভ্রমণসংক্রান্ত বুকিং ৫০ শতাংশ কমে গেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
চীন ও হংকং জাপানের অন্যতম প্রধান পর্যটক-উৎস দেশ। এদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় জাপানের পর্যটন খাত ব্যাপক চাপের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গুজব শুধু আতঙ্কই বাড়াচ্ছে না, বরং জাপানের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
জাপান সরকার ২০২৫ সালের জুলাইয়ে কোনো নির্দিষ্ট ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেনি। তবে জানুয়ারিতে তারা জানিয়েছিল, আগামী ৩০ বছরের মধ্যে নানকাই ট্রাফ এলাকায় একটি ৮.০ মাত্রার ভূমিকম্পের ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।
তবে ভূকম্পবিদরা বলছেন, নির্দিষ্ট সময় ধরে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া বিজ্ঞানসম্মত নয়। অনেকেই এমন গুজব ও কল্পনার ভিত্তিতে আতঙ্ক ছড়ানোকে ‘বিপজ্জনক অপপ্রচার’ হিসেবে দেখছেন।
বর্তমানে TikTok, X (সাবেক টুইটার), ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে জাপানে না যাওয়ার অনুরোধ, প্রস্তুতির পরামর্শ এবং মাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’ বিশ্লেষণ। কেউ কেউ ভিডিও বানিয়ে দাবি করছেন, জুলাই মাসে বড় দুর্যোগ আসছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অফ ফায়ার’-এর অন্তর্ভুক্ত জাপান এমন দুর্যোগের আশঙ্কায় পূর্বেও বহুবার পড়েছে। তবে এবারের আতঙ্কের ভিত্তি একটি মাঙ্গা কমিক এবং কিছু অনুমাননির্ভর বক্তব্য।
বিশ্লেষকদের মতে, “এই ধরনের গুজব ও জনমনে তৈরি হওয়া ভয় শুধু পর্যটনে নয়, আন্তর্জাতিক আস্থা ও বিনিয়োগেও প্রভাব ফেলতে পারে।” এখন দেখার বিষয়, ২০২৫ সালের জুলাইয়ে আদৌ কোনো ঘটনা ঘটে কিনা, নাকি এটি হয়ে থাকে আরেকটি ‘কাকতালীয় গুজব’ মাত্র।
